এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নেপথ্য যোশী মঠ বিপর্যয়, জলাজমি বাঁচাতে Master Plan মমতার

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বাংলার দায়িত্ব নিয়েছেন ২০১১ সালের মে মাসে। সেই সময় থেকেই গত ১২ বছর ধরে তিনি নিরলস ভাবে কলকাতার(Kolkata) উন্নয়নে বিশেষ ভাবে নজর দিয়েছেন। অস্বীকার করার উপায় নেই এই এক যুগ সময়ে কলকাতার ভোল পুরোপুরি বদলে দিতে সক্ষম হয়েছেন তিনি। শহর কলকাতা যে অনেকটাই বদলে গিয়েছে, আরও বেশি সুন্দর হয়ে উঠেছে, পরিস্কার-পরিচ্ছন্ন হয়ে উঠেছে, গতিশীল হয়ে উঠেছে সেটা বাংলায় আসা প্রবাসী বাঙালি থেকে ভিন রাজ্যের পর্যটকেরা এবং বিদেশীরাও স্বীকার করছেন। কলকাতা যে মমতার হাত ধরে বিশ্বজনীন আধুনিক নগর হয়ে উঠেছে তার সব থেকে বড় প্রমাণ এই শহরের উন্নয়নের নানা ছবিকে তুলে ধরে একাধিক বিজেপি শাসিত রাজ্য নিজেদের রাজ্যের উন্নয়ন বলে চালাতে গিয়ে ধরা পড়ে গিয়েছেন। সেই মমতার চোখেই এবার শহরের পরিবেশ রক্ষার স্বার্থে জলাভূমি বাঁচানোর উদ্যোগ। বিশেষ করে যোশীমঠ(Joshimath) বিপর্যয়ের পরে এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন পরিবেশবিদরাও।

আরও পড়ুন বলি হলটা কী, মিঠুনের গলায় মমতা-অভিষেকের প্রশংসা

পূর্ব কলকাতার ১২,৫০০ হেক্টর জমি জুড়ে অবস্থান করছে ৫,২৫২.১৮ হেক্টর জলাভূমি। এই জলাভূমিকেই পরিবেশবিদরা শহরের কিডনি বলে চিহ্নিত করেছেন। কেন? কেননা এই জলাভূমিই শহরের বুকে থাকা ৬৫% কার্বন ডাই অক্সাইড শুষে নেয় মাটি ও জলের মাধ্যমে। পাশাপাশি মাছ ও সবজি মিলিয়ে প্রায় ৫৫ হাজার মানুষের জীবিকার মাধ্যম এই জলাভূমি। প্রাকৃতিক উপায়ে রোজ ৯১ কোটি লিটার তরল বর্জ্য শোধন করে এই জলাভূমি। বর্ষাকালে শহরের জল টেনে নিতেও সাহায্য করে এই জলাভূমি। সেই জলাভূমি যাতে সুরক্ষিত থাকে তার জন্য এবার বাড়তি নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। নেপথ্য অবশ্যই যোশীমঠ বিপর্যয়। কেননা সেখানে দেখা যাচ্ছে পাহাড়ের খাঁজে খাঁজে বা মাটির নীচেকার জল বার হয়ে যাওয়ার কারণেই মাটি আলগা হয়ে বিপর্যয় ডেকে এনেছে। পূর্ব কলকাতার একটা বড় অংশ তো বটেই খাস কলকাতার একটা বড় অংশজুড়ে মাটির নীচে রয়েছে জলের ভাণ্ডার। কোনও কারণে সেই জলের ভাণ্ডার ক্ষতিগ্রস্থ হলে বা জল বার হয়ে গেলে মাটির ওপরে থাকা মানুষের জগৎ কতটা বিপদের মুখে পড়ে যেতে পারে তার জলজ্যান্ত উদাহরণ ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের কাজের জন্য বউ বাজারের ধ্বস। আর অস্বীকার করার উপায় নেই কলকাতার মাটির নীচে থাকা এই জলের ভাণ্ডার রক্ষা করতে বড় ভূমিকা পালন করছে পূর্ব কলকাতার জলাভূমি(East Kolkata Wetlands)।

আরও পড়ুন আয়করে আদায়ে রেকর্ড বাংলার, ৪১ হাজার কোটিরও বেশি

তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ পূর্ব কলকাতা জলাভূমি রক্ষায় উদ্যোগী হয়েছে রাজ্যের পরিবেশ দফতর। তবে সেই কাজ তাঁরা এক করবে না। তাঁদের সেই কাজে সহযোগিতা করবে রাজ্যের পুর ও পঞ্চায়েত দফতর। সেই সঙ্গে পাশে থাকবে কলকাতা পুলিশও। কার্যত এদের সকলের সমন্বয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি করা হচ্ছে East Kolkata Wetland Save Master Plan বা EKWSMP। এই পরিকল্পনার মাধ্যনে জলাভূমি নষ্ট করা বা বুজিয়ে ফেলা যেমন আটকানো হবে তেমনি মৎস্যচাষ এবং কৃষিকাজের জন্য একে আরও উর্বর করা সম্ভব কিনা সেটাও দেখা হবে। সেই সঙ্গে এই জলাভূমির গুরুত্ব বোঝাতে স্কুলস্তর থেকেই শুরু হবে প্রচারমূলক কর্মসূচি। চলবে গবেষণাও। মাটির দূষণ ঠেকাতে জৈব পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়া হবে স্থানীয় কৃষকদের। এলাকায় বাসিন্দাদের জীবনযাত্রার মানোন্নয়নেও পদক্ষেপ করা হবে। এর জন্য প্রাথমিক ভাবে ৬৬ কোটি টাকা বাজেট ধরা হয়েছে। গত ১৫ বছরে পূর্ব কলকাতা জলাভূমি ভরাট, জমির চরিত্র পরিবর্তন, বেআইনি নির্মাণ-সহ ৩৫৯টি অভিযোগ দায়ের হয়েছে পুলিশে কাছে সেই কথা মাথায় রেখেই পূর্ব কলকাতার জলাভূমি বাঁচাতে CCTV ক্যামেরা, ওয়াচ টাওয়ার তৈরির পাশাপাশি আর কী কী করণীয় সে বিষয়ে পুলিশের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে পরিবেশ দফতর। শুধু তাই নয়, পূর্ব কলকাতার জলাভূমিতে কী কী ক্ষুদ্র এবং অতিক্ষুদ্র অণুজীব রয়েছে, তা জানতে পরিবেশ দফতরের পক্ষ থেকে সমীক্ষা চালাচ্ছেন পরিবেশবিজ্ঞানী স্বাতী নন্দী চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ‘শহরে উৎপাদিত তরল বর্জ্যের মধ্যে কলকাতার পুরসভার পাঁচটি প্ল্যান্টে প্রতিদিন ১৭ কোটি ৯০ লক্ষ ২১ লিটার তরল বর্জ্য পরিশোধন হয়। সেখানে পূর্ব কলকাতা জলাভূমি প্রাকৃতিক উপায়ে রোজ কোনও খরচ ছাড়াই ৯১ কোটি লিটার তরল বর্জ্য শোধন করে। ফলে এই জলাভূমিকে বাঁচানো ভীষণ জরুরি। শুধু অর্থ বরাদ্দ আর পরিকল্পনা করলেই হবে না। পরিকল্পনা বাস্তবায়িত করতে হবে, নইলে কাজের কাজ কিছুই হবে না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর