এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘আমি দিতে চাই, না পেলে আমার খুব গায়ে জ্বালা করে’ ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি: সুন্দরবনে(Sundarban) সভা করতে গিয়ে প্রশাসনিক অব্যবস্থায় চূড়ান্ত ক্ষুব্ধ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সভার মধ্যেই মঞ্চে দাঁড়িয়ে আধিকারিক থেকে দলীয় নেতাদের মাইক হাতে ধমক দেওয়ার পাশাপাশি সভা বন্ধই করে দিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সাফ জানিয়ে দিলেন যতক্ষণ না ১৫ হাজার শীতবস্ত্র না আসে ততক্ষণ সভা করবেন না তিনি।

আরও পড়ুন হিঙ্গলগঞ্জ বনবিবির মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার বসিরহাট(Basirhat) মহকুমার হিঙ্গলগঞ্জ(Hingalganj) ব্লকের সামসেমনগরে সভা করতে যান মুখ্যমন্ত্রী। সেই সভায় আমজনতার জন্য তিনি ১৫ হাজার শীতবস্ত্র সঙ্গে নিয়ে যান। ই ১৫ হাজার শীতবস্ত্রের মধ্যে ছিল ৫ হাজার সোয়েটের, ৫ হাজার কম্বল ও ৫ হাজার চাদর। সভা শুরু করে শীতবস্ত্র বিলির প্রসঙ্গ টানতেই তিনি দেখেন তাঁর সঙ্গে আনা শীতবস্ত্র আমজনতার মধ্যে বিলি করার জন্য নিয়েই আসা হয়নি সভাস্থলে। জেলা শাসকের কাছে এই নিয়ে খোঁজ করতেই তিনি জানতে পারেন সেই ১৫ হাজার শীতবস্ত্র নিজের কার্যালয়ে নিয়ে চলে গিয়েছেন বিডিও। এরপরেই ধৈর্য্যের বাঁধ ভাঙে মুখ্যমন্ত্রীর। কার্যত সভার মধ্যে মঞ্চে দাঁড়িয়ে সরকারি আধিকারিকদের উদ্দেশ্যেই তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। কার্যত সেই সময় সকলের কাছেই পরিষ্কার হয়ে যায় যে, মুখ্যমন্ত্রী নিজে আমজনতাকে দিতে চাইলেও তা এক শ্রেনীর আমলা তা লুকিয়ে মেরে দেওয়ার তাল করেছিলেন। হয়তো তাতে দলেরও কিছু নেতা জড়িত। আর মুখ্যমন্ত্রী এরপরেই কড়া অবস্থান নেন। সভার মঞ্চে বসে থেকে সাফ জানিয়ে দেন আগে শীতবস্ত্র আসবে, তিনি তা বিলি করবেন, তারপর সভা ছেড়ে যাবেন তিনি।

আরও পড়ুন ভোটার কার্ডে আধার লিঙ্ক বাধ্যতামূলক নয়, হিঙ্গলগঞ্জে দাঁড়িয়ে জনিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী এদিন প্রথমে নিজের বক্তব্য রাখতে রাখতেই সরকারি আধিকারিকদের জিজ্ঞাসা করেন ‘কোথায় সেই শীতবস্ত্র? আমি চাই সকলেই যাতে এই শীতবস্ত্র পাক।’ কিন্তু, সেই শীতবস্ত্রের দেখা মেলেনি সভাস্থলে। তাতেই বেজায় চটে যান তিনি। উপরন্তু জেলা শাসকের কাছে জানতে পারেন, সেই ১৫ হাজার শীতস্ত্র সভাস্থলে আনাই হয়নি। তা রেখে দেওয়া হয়েছে বিডিও অফিসে। জেলাশাসক শরদ কুমার দ্বিবেদীকে উদ্দেশ্য করে তিনি তখন প্রকশ্যেই মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আপনার থেকে এটা আশা করিনি। আপনারা এই ব্যবস্থাটুকুও করতে পারেননি ঠিকভাবে। এরপরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের উদ্দেশে বলেন,ব ‘আমি দেওয়ার জন্যই এসেছিলাম। আমি দিতে চাই। কিন্তু যখন দেখি আমি দেওয়ার পরেও আমজনতা তা পাচ্ছেন না তখন খুব গায়ে জ্বালা করে। আমি আসব বলে শীতবস্ত্র কিনেছি, এসে দেখছি ভোঁ ভাঁ। যতক্ষণ না শীতবস্ত্র আসছে, আপনারাও বসুন আমিও বসলাম।’ এরপরেই মুখ্যমন্ত্রী সভায় বসে পড়েন সভা থামিয়ে। কার্যত নজীরবিহীন এই ঘটনা সাড়া ফেলে দিয়েছে রাজ্যের পাশাপাশি গোটা দেশে।

আরও পড়ুন বাংলায় আসছে নয়া প্রকল্প ‘আবাস প্লাস’, পাশে থাকছে কেন্দ্র

যদিও মিনিট ১৫’র মধ্যেই সভায় কিছু সংখ্যক শীতবস্ত্র নিয়ে আসা হয়। সেই সব বিলিও করেন মুখ্যমন্ত্রী। পরে এটাও জানিয়ে দেন, যারা এদিন শীতবস্ত্র পাননি তাঁরা আগামিকাল শীতবস্ত্র এসে যেন নিয়ে যান। গোটা বিষয়টি কড়া ভাবে নজরদারি চালাতেও নির্দেশ দিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি এটাও জানিয়ে দেন, প্রয়োজনে ১৫ হাজারের জায়গায় ২০ হাজার শীতবস্ত্র দেবেন তিনি। কিন্তু সকলে যেন তা পান তা দেখতে হবে প্রশাসনকে। সেই সঙ্গে দেন কড়া সতর্কবার্তা, ‘যদি বিডিও’রা ঠিকমতো কাজ না করেন, যদি আইসি’রা ঠিকমতো কাজ না করেন, সেক্ষেত্রে আই অ্যাম সরি আই হ্যাভ টু টেক অ্যাকশন।’ সভার শেষ দিকে তিনি এদিনই সভাস্থল থেকে অন্তত ১ হাজার মানুষকে শীতবস্ত্র দেওয়ার কথা জানিয়ে মঞ্চ ছাড়েন মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে জানিয়ে যান, ‘মানুষ পেলে আমি খুশি হই। কারোর বাড়িতে কেউ উপহার নিয়ে গেলে মানুষ খুশি হন। আমি তো উপহার নিয়ে এসেছি। মানুশজ তা না পেলে আমার খুব খারাপ লাগে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর