এই মুহূর্তে




ভবানীপুরের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ‘ঘরের মেয়ে’ মমতার শুভেচ্ছা




নিজস্ব প্রতিনিধি: তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। আজ তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন এই ভবানীপুরের জন্যই। ভবানীপুরের মানুষ তাঁকে বরাবর আশীর্বাদ ও ভালবাসা দিয়ে এসেছেন। এবার সামনেই রয়েছে উপনির্বাচন। এবার এলাকার মানুষজনের ভালবাসা থেকে তিনি বঞ্চিত হবেন না। সেই আশা নিয়েই এবার ভবানীপুরের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা। যেখানে মমতার আরজি, ‘একটিও মূল্যবান ভোটের আশীর্বাদ, ভালবাসা, শুভেচ্ছা ও দোয়া থেকে যেন বঞ্চিত না হই।’

কোভিডবিধির জন্য কোনওরকম বড় সমাবেশ ও জনসভায় নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের। দু’একটি ছোটখাটো জনসভা করলেও এলাকার প্রত্যেক বাসিন্দার সঙ্গে অবশ্য দেখা করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে দুঃখপ্রকাশের পাশাপাশি বাড়ি বাড়ি জনসংযোগের জন্য অভিনব পন্থা নিলেন তিনি। নীল-সাদা শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম মেনে কোনও ব়্যালি করতে পারছি না। ব্যক্তিগতভাবে সবার সঙ্গে সাক্ষাৎ করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম।’ তার আগে অবশ্য লিখেছেন, ‘ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই আমার পথচলা শুরু। আজ আমি বাংলার ভবানীপুর কেন্দ্রের জন্য। আপনাদের প্রত্যেকটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবরকম পরিস্থিতিতে আপনারাই আমার ভরসা।’

ভবানীপুর উপনির্বাচনে কে জিতবেন? এক মুহূর্ত না ভেবেই এলাকার মানুষজনের উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জয় নিয়ে কার দ্বিমত না থাকলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপিকে পর্যদুস্ত করাই তৃণমূলের প্রধান লক্ষ্য। বিধানসভা নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর উপনির্বাচনেও বিজেপিকে গো-হারা হারাতে চাইছে জোড়াফুল শিবির। উল্লেখ্য, ২০১১ সালেও ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার নির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী প্রায় ৩৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু উপনির্বাচনে মমতার জয়ের ব্যবধান বেড়ে হয়েছিল ৫৪ হাজার ২১৩। এবারও শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় ২৮ হাজার ভোটে জিতেছিলেন, ওই ব্যবধান দ্বিগুণেরও বেশি করাই এখন লক্ষ্য মমতার। কারণ ভবানীপুরে বিজেপিকে ল্যাজে-গোবরে করতে পারলে জাতীয় রাজনীতিতে মমতার গ্রহণযোগ্যতা আরও কয়েক গুণ যে বেড়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ দিন বাদে আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত আন্দোলনকারী চিকি‍ৎসকদের

হাসপাতালে বসছে ‘প্যানিক বাটন’, থাকছে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ

স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চালানো নিয়ে আড়াআড়ি বিভক্ত জুনিয়র চিকি‍ৎসকরা

কাটল জট, বিধানসভায় যোগ দিতে পারবেন মানিক

Mamata Banerjee: আদি গঙ্গার জল ভাসিয়ে দিল মুখ্যমন্ত্রীর ঘর

নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর