এই মুহূর্তে

২০০ পরিবারের হাতে বুধবার পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলা(Bengal) সহ দেশজুড়ে নাগরিকত্ত্ব ইস্যুতে হাওয়া গরম করতে শুরু করে দিয়েছিল গেরুয়া ব্রিগেড। ভেবেছিল এই ফায়দা তাঁরা পাবে বাংলার বিধানসভা নির্বাচনে। গেরুয়া শিবিরের সেই পদক্ষেপের পাল্টা পদক্ষেপ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মোদি সরকারের(Modi Government) সিসিএ(CCA) এবং এনআরসি(NRC) যে বাংলায় লাগু হবে না কোনও ভাবেই তা যেমন বাংলার অগ্নিকন্যা সাফ জানিয়ে দিয়েছিলেন তেমনি নিজে রাস্তায় নেমে সেই দুই আইনের বিরুদ্ধে রীতিমত গণআন্দোলন গড়ে তুলেছিলেন। পাশপাশি জোর দিয়েছিলেন রাজ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কলোনিতে বসবাস করা পরিবারগুলির হাতে তাঁদের বসতবাড়ির জমির পাট্টা তুলে দেওয়ার ওপর। সেই কাজ এখনও করে চলেছে রাজ্য সরকার। সেই সূত্রেই আগামী বুধবার অর্থাৎ ২৩ নভেম্বর মুখ্যমন্ত্রী কলকাতার(Kolkata) নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০০টি পরিবারের হাতে পাট্টা তুলে দিতে চলেছেন।

আরও পড়ুন ৫ ডিসেম্বর দিল্লিতে হতে পারে মোদি-মমতা বৈঠক

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এবারে যে পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দেওয়া হবে তার সবটাই নদিয়া জেলার। রাজ্যের যে সব জেলা থেকে পূর্ববঙ্গ থেকে আগত মানুষের সংখ্যা ও কলোনির সংখ্যা বেশি তার মধ্যে রয়েছে নদিয়া জেলা। এই জেলাতে ২০১৭ সালের আগে পর্যন্ত সরকারি ভাবে চিহ্নিত মোট উদ্বাস্তু কলোনি ছিল ১১৮টি। ২০১৭ সালে সার্ভেতে আরও ৭৮টি চিহ্নিত হয়েছে। এই নতুন ৭৮টি কলোনির বাসিন্দাদের হাতেই এবার জমির পাট্টা তুলে দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। যদিও ইতিমধ্যেই তৃণমূল জমানায় এই জেলার ৩৭ হাজার ৬৬৩টি পরিবারের হাতে পাট্টা তুলে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। ওই তালিকায় আরও ২০০টি পরিবার যুক্ত হতে চলেছে আগামী ২৩ নভেম্বর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ২০০টি পরিবারের মধ্যে একটা বড় অংশই আবার মতুয়া। এই মতুয়া সম্প্রদায়ের মানুষেরা দীর্ঘদিন ধরে নাগরিকত্ব প্রদানের দাবি জানিয়ে আসছেন। বিজেপি এদের সেই নাগরিকত্ব প্রদান করার আশ্বাস দিয়ে উনিশের লোকসভা ভোত ও একুশের বিধানসভা ভোটে বাজিমাত করেছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি যে ভুয়ো সেটা এখন বেশ ভালই বুঝতে পারছেন মতুয়ারা।

আরও পড়ুন রাজ্যের সব আর্থসামাজিক প্রকল্পেই বাধ্যতামূলক আধার সংযোগ

এই অবস্থায় তৃণমূলের সরকার নদিয়া জেলার ২০০টি পরিবারকে যখন পাট্টা দিতে চলেছে তখন তার সব থেকে বেশি লাভ মতুয়ারাই নিজেদের ঘরে তুলতে চলেছেন। ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই মতুয়া সম্প্রদায় তৃণমূলের দিকেই যে ফের ঝুঁকতে শুরু করেছেন সেটা বেশ বোঝা গিয়েছে একুশের বিধানসভা নির্বাচনের পরবর্তীকালে হওয়া পুরসভা নির্বাচনে। মতুয়া প্রভাবিত উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় একটি পুরসভাতেও জিততে পারেনি বিজেপি। বনগাঁ, গোবরডাঙা, হাবড়া, অশোকনগর, হরিণঘাটা, চাকদহ, রানাঘাট, তাহেরপুর, বীরনগর কোথাও জয়ের মুখ দেখেনি বিজেপি। অথচ এই সবকটি পুরসভাতেই ভাল সংখ্যক মতুয়াদের বাস। আর এবার সেই মতুয়ারাই তৃণমূলের হাত ধরে সব থেকে বেশি উপকৃত হতে চলেছে। পাশাপাশি চাকদহ, করিমপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, রানাঘাট সহ নদিয়া জেলার বিভিন্ন ব্লকের ভূমিহীন মানুষরা এতে উপকৃত হতে চলেছেন বলেও জেলা প্রশাসন সূত্রে দাবি করা হয়েছে। চলতি বছরেই মুখ্যমন্ত্রীর হাত ধরে ১৭৬টি পরিবার জমির পাট্টা পেয়েছিল। এবার জোর দেওয়া হচ্ছে ভূমিহীন উদ্বাস্তু পরিবারগুলির হাতে জমির পাট্টা তুলে দেওয়ার ক্ষেত্রে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

কৃষ্ণনগরে আবার ইডি এলে সরপুরিয়া খেয়ে যাবে, খোঁচা মহুয়ার

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর