এই মুহূর্তে




বিশ্বনাথ প্রয়াণে ট্যুইটে শোকবার্তা মমতার, ঘোষণা অর্ধদিবসের ছুটি

Courtesy - Twitter and Google




নিজস্ব প্রতিনিধি: ক্যান্সারের মতো মারণ ব্যাধির সঙ্গে লড়াই করে আর জিততে পারলেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী(Former State Minister) তথা আরএসপি নেতা বিশ্বনাথ চৌধুরী(Biswanath Chowdhury)। শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ SSKM Hospital-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথবাবু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর মৃত্যুতে এদিন শোকবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ট্যুইট করে দেওয়া সেই বার্তায় মুখ্যমন্ত্রী এদিন অর্ধদিবসের ছুটির(Half Day Leave) ঘোষণাও করেছেন। এদিন নিজের ট্যুইট বার্তায় মমতা জানিয়েছেন, ‘রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর প্রয়াণে আমি দু:খিত। উনি আমার বিরোধী রাজনীতি করলেও, আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। ওনার অসুস্থতার খবর পেয়ে আমরা ওনাকে SSKM Hospital-এ ভর্তি করিয়ে চিকিৎসার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কোনও প্রচেষ্টাই কাজে এল না। এই দু:খের দিনে আমি ওনার পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, সহকর্মীদের আমার আন্তরিক সহমর্মিতা জানাই। প্রাক্তন মন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রাজ্য সরকারী যে যে অফিস, কর্পোরেশন ইত্যাদি খোলা রয়েছে সেখানে অর্ধদিবস ছুটি থাকবে।’

আরও পড়ুন ১ লক্ষ ৭১ হাজার কোটির বকেয়া প্রদানের দাবি নিয়ে দিল্লি যাত্রা মমতার

বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ। টানা ৭ বার তিনি উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ১৯৭৭ সালে প্রথম বার বিধায়ক হন বিশ্বনাথ। ৩৪ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন তিনি। ১৯৮৭ থেকে ২০১১ সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে ছিলেন তিনি। ২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তীর কাছে হেরে গিয়েছিলেন তিনি। কয়েক বছর আগে ক্যানসার আক্রান্ত হন। তাঁর চিকিৎসা চলছিল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসার খরচ বহন করতে পারছিল না তাঁর পরিবার। দলের পক্ষেও বেসরকারি হাসপাতালে চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছিল। বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় SSKM Hospital-এ তাঁর চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন কিছু দিন আগে।

আরও পড়ুন বৈঠকের আগেই পশ্চিমবঙ্গ নিয়ে মমতার লিখিত বক্তব্য চলে গেল নীতি আয়োগে

গত সপ্তাহেই বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়েছিলেন মমতা। সেই খবর পেয়ে মমতা নিজে SSKM Hospital’র সুপারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানিয়েছিলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসা যাতে ওই হাসপাতালে হয় তার ব্যবস্থা করতে। সেই নির্দেশ মেনেই SSKM Hospital কর্তৃপক্ষ পদক্ষেপ করে। কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে বিশ্বনাথবাবুকে ছাড়িয়ে এনে ১৬ জুলাই SSKM Hospital-এ ভর্তি করানো হয়। চিকিৎসকেরা চেষ্টা চালিয়েছিলেন বিশ্বনাথবাবুকে সুস্থ করতে তোলার। কিন্তু মারণব্যাধির সঙ্গে আর লড়াই চালাতে পারেননি বিশ্বনাথবাবু। শনিবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। রাজনৈতিক মতাদর্শগত দিক থেকে বিশ্বনাথ এবং তাঁর দল মমতার সম্পূর্ণ ভিন্ন মেরুর বাসিন্দা। কিন্তু রাজনীতির লড়াইয়ের পাশাপাশি ব্যক্তি স্তরে মমতা প্রবীণ বাম নেতাদের সঙ্গেও সুসম্পর্ক রেখে চলেছেন বরাবর। বিশ্বনাথ চৌধুরীর চিকিৎসার ব্যবস্থা করে দিতে তাই উদ্যোগী হয়েছিলেন মমতা। আর এদিন বিশ্বনাথবাবুর মৃত্যুতে শোকবার্তা দেওয়ার পাশাপাশি রাজ্যে অর্ধদিবস ছুটিও ঘোষণা করলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্যাতিতার বাবা মাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে আরজি কর হাসপাতালে তদন্ত চালাল সিবিআই

স্বাস্থ্য ভবনের সামনে ছাত্রদের অবস্থান আন্দোলনে ঢুকে পড়েছেন বহিরাগতরা, নজর রাখছেন গোয়েন্দারা

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি

‘আন্দোলনকে কালিমালিপ্ত করতে চাইছেন’, শুভেন্দুর বিরুদ্ধে গর্জে উঠলেন জুনিয়র চিকি‍ৎসকরা

সঞ্জয়ের  নার্কো পরীক্ষার আর্জি খারিজ আদালতের

বিনা চিকিৎসায় মারা যাওয়া রোগীর পরিবারদের পাশে রাজ্য, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর