অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে খুন স্বামীর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: একাধিক সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করল স্বামী। ঘটনাটি ঘটে খাস কলকাতার বুকে। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর বচসার জেরে স্বামী শাহরুখ আহমেদ খুন করে তাঁর স্ত্রী হামা কামালকে। তবে শুধু খুনই নয়, এরপর স্ত্রীয়ের দেহ লোপাট করে তাঁর স্বামী। তবে শেষমেশ বাসন্তী হাইওয়ের কাছে পুলিশের নাকা অল্লাশি চলাকালীন গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।
জানা গিয়েছে, শাহরুখ ও হামার ছ' বছরের একটি শিশুও রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। হামা যাদবপুরের বিক্রমপুরের এক বাড়িতে ভাড়া থাকত। সংসারের হাল ধরতে একটি বারে নর্তকীর কাজে নিজেকে নিযুক্ত করেছিল সে। তবে হামার এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ তাঁর স্বামী শাহরুখ। এমনকি অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল হামা। যার জেরে এই সম্পর্ক হয়ে ওঠে আরও জটিল। এদিন রাতে শাহরুখ হামাকে যাদবপুরের বাড়ি থেকে নারকেলডাঙার বাড়িতে নিয়ে যায়। সেই সময় একাধিক নম্বর থেকে ফোন আসতে থাকে হামার মোবাইলে। যার জেরে শুরু হয় অশান্তি। মূলত, হাতাহাতিতে গিয়ে পৌছয় এই বচসা। এরপরই হামাকে গলা টিপে খুন করে তাঁর স্বামী। তবে এখানেই শেষ নয়, খুন নিশ্চিত করতে নারকেলডাঙ্গার খালপাড়ে স্ত্রীর দেহ নিয়ে গিয়ে ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়। এরপর দেহটি গাড়িতে করে নিয়ে এসে প্রগতি ময়দান থানার বানতলার কাছে ফেলে দেওয়া হয়। দেহ ফেলে পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পুলিশ বাসন্তী হাইওয়ের কাছে নাকা চেকিংয়ের সময় শাহরুখের গাড়ির সিটে রক্তের দাগ দেখে তাঁকে জিজ্ঞাসা করা হয়। কিন্তু সেই সময় ধৃত ওই ব্যক্তি পুলিশের ভয়ে পালিয়ে যায়। এরপরই জীবনতলা থানার ওসি প্রশান্ত দাসের নেতৃত্বে তল্লাশি শুরু হয়। রাতের অন্ধকারে খোঁজাখুঁজির পর অবশেষে তাঁর হদিস মেলে। অন্যদিকে, সারা রাত তল্লাশি চালানোর পর শুক্রবার সকালে প্রগতি ময়দানের এলাকা থেকে ওই মহিলার দেহ মেলে। স্বামী শাহরুখকে দিয়ে তাঁর দেহ শনাক্ত করানো হয়। এই ঘটনার জেরে ধৃত ওই ব্যক্তিকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
জানা গিয়েছে, শাহরুখ ও হামার ছ' বছরের একটি শিশুও রয়েছে। তবে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে মনোমালিন্য চলছিল। হামা যাদবপুরের বিক্রমপুরের এক বাড়িতে ভাড়া থাকত। সংসারের হাল ধরতে একটি বারে নর্তকীর কাজে নিজেকে নিযুক্ত করেছিল সে। তবে হামার এই সিদ্ধান্ত মেনে নিতে নারাজ তাঁর স্বামী শাহরুখ। এমনকি অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল হামা। যার জেরে এই সম্পর্ক হয়ে ওঠে আরও জটিল। এদিন রাতে শাহরুখ হামাকে যাদবপুরের বাড়ি থেকে নারকেলডাঙার বাড়িতে নিয়ে যায়। সেই সময় একাধিক নম্বর থেকে ফোন আসতে থাকে হামার মোবাইলে। যার জেরে শুরু হয় অশান্তি। মূলত, হাতাহাতিতে গিয়ে পৌছয় এই বচসা। এরপরই হামাকে গলা টিপে খুন করে তাঁর স্বামী। তবে এখানেই শেষ নয়, খুন নিশ্চিত করতে নারকেলডাঙ্গার খালপাড়ে স্ত্রীর দেহ নিয়ে গিয়ে ইট দিয়ে তার মাথা থেতলে দেওয়া হয়। এরপর দেহটি গাড়িতে করে নিয়ে এসে প্রগতি ময়দান থানার বানতলার কাছে ফেলে দেওয়া হয়। দেহ ফেলে পালাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়ে ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পুলিশ বাসন্তী হাইওয়ের কাছে নাকা চেকিংয়ের সময় শাহরুখের গাড়ির সিটে রক্তের দাগ দেখে তাঁকে জিজ্ঞাসা করা হয়। কিন্তু সেই সময় ধৃত ওই ব্যক্তি পুলিশের ভয়ে পালিয়ে যায়। এরপরই জীবনতলা থানার ওসি প্রশান্ত দাসের নেতৃত্বে তল্লাশি শুরু হয়। রাতের অন্ধকারে খোঁজাখুঁজির পর অবশেষে তাঁর হদিস মেলে। অন্যদিকে, সারা রাত তল্লাশি চালানোর পর শুক্রবার সকালে প্রগতি ময়দানের এলাকা থেকে ওই মহিলার দেহ মেলে। স্বামী শাহরুখকে দিয়ে তাঁর দেহ শনাক্ত করানো হয়। এই ঘটনার জেরে ধৃত ওই ব্যক্তিকে শুক্রবার আলিপুর আদালতে তোলা হবে। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment