24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:27 pm
নিজস্ব প্রতিনিধি: হাওড়া ব্রিজের (Howrah Bridge) উপরে উঠে পড়েছিলেন এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায়। অবশেষে পুলিশ ও দমকল বাহিনীর চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ব্যস্ত সময়ে হাওড়া ব্রিজের উপরে উঠে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায় এক ব্যক্তিকে। এই দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়েন পথচলতি মানুষ। ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে এসে দমকল বাহিনীকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনীর তৎপরতায় ওই যুবককে নীচে নামিয়ে আনা সম্ভব হয়। যুবককে সফলভাবে নামিয়ে আনার পর তাঁকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত এর আগেও একাধিকবার হাওড়া ব্রিজের উপরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উঠে বসে থাকতে দেখা গিয়েছে। পুলিশের নজর এড়িয়ে বারবার এমন ঘটনা কীভাবে ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
উল্লেখ্য এর আগে গত জুন মাসে কলকাতায় মল্লিকবাজারে নিউরো সায়েন্স হাসপাতালে এক রোগী কার্ণিশ থেকে ঝাঁপ দিয়েছিলেন। সেই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল শহরে। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে নিউরো সায়েন্স হাসপাতালকে নোটিস পাঠানো হয়েছিল। কী ভাবে ওই রোগীর মৃত্যু হয়েছিল, কেন তা রোখা গেল না, গোটা বিষয়টি নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ জবাব চাওয়া হয়। ঘটনার দিন সেই রোগী জানলা দিয়ে বেরিয়ে এসে ৮ তলার কার্নিশে বসে নিজের মত অঙ্গভঙ্গি করেন। তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন পথ চলতি মানুষ। হাসপাতালের কর্মীরা তাঁকে বারবার নেমে আসার জন্য অনুরোধ করলেও তিনি নামেননি। এমনকি অত্যাধুনিক যন্ত্র নিয়ে গিয়েও দমকল বাহিনী তাঁকে উদ্ধার করতে পারেনি। যদিও বুধবার হাওড়ায় ওই যুবককে সফলভাবে নামিয়ে আনতে সক্ষম হয়েছেন পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। ফলে বড় অঘটন থেকে রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছেন শহরবাসী।