এই মুহূর্তে




কসবাকাণ্ডের সঙ্গে বক্তব্য জুড়ে দিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে, প্রতিবাদে গর্জে উঠলেন মানস ভুঁইয়া




নিজস্ব প্রতিনিধি: আমার বক্তব্যকে কসবাকাণ্ডের সঙ্গে জুড়ে দিয়ে অপব্যাখ্যা করা হচ্ছে। আমি অন্য বিষয়ে বক্তব্য রেখেছি। সেটাকে মিডিয়া যেভাবে প্রচার করছে এবং মঙ্গলকোটের ঘটনা জুড়ে দিয়ে যেভাবে সমাজে তুলে ধরা হচ্ছে তাতে আমি অপমানিত এবং ব্যথিত। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া(Minister Manas Bhuiya)।স্বাস্থ্য দফতরের ভালো দিক নিয়ে বিধানচন্দ্র রায়ের জন্মদিনে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় বিধান চন্দ্র রায়ের পর সিপিএমের অন্ধকার যুগ বাদ দিলে চিকিৎসা ব্যবস্থায় যে বিপ্লব এনেছে তা নিয়ে নানা উদাহরণ তুলে ধরলাম। অথচ কসবাকাণ্ড জুড়ে আমার মন্তব্যকে অপব্যাখ্যা করে সংবাদ মাধ্যমে যেভাবে প্রচার হলো তাতে আমি খুব ব্যথিত।

আমি কসবাকাণ্ডকে কোন কারণেই ছোট ঘটনা বলে কোন মন্তব্য করিনি, দাবি মানস ভূঁইয়ার। এ নিয়ে আমি আমার নিজের আত্মসম্মান রক্ষা করতে আইনি ব্যবস্থা গ্রহণ করব বলে জানান তিনি। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে চিকিৎসকদের একটি অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়ার বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দেখা দেয়। মিডিয়ার একাংশ এবং বিরোধীদল বিজেপি পক্ষ থেকে প্রচার শুরু হয় যে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া কসবা কাণ্ডের ঘটনাকে ‘ছোট ঘটনা’ বলে উল্লেখ করেছেন। এই খবর প্রচার হতেই রাজ্যের মন্ত্রী সাংবাদিকদের ডেকে স্পষ্ট জানিয়ে দেন, কসবা কাণ্ড নিয়ে তিনি কোন মন্তব্য করেননি। সমাজে যে ধরনের ঘটনা ঘটছে সেই প্রসঙ্গে তিনি মন্তব্য করেছেন। তার রাজনীতির জীবনে দীর্ঘ সময়টা বিরোধী দলের প্রতিনিধি হিসেবে কেটেছে।

তিনি বহু সংবাদ সংবাদ মাধ্যমকে দিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে তার সুসম্পর্ক। কিন্তু তার অন্য একটি প্রসঙ্গে বক্তব্যকে কসবার কাণ্ডের(Kasba Incident) সঙ্গে জুড়ে তাকে যেভাবে সমাজে বিতর্কের মুখে দাঁড় করানো হয়েছে তাতে তিনি যথেষ্ট ব্যথিত এবং অপমানিত। সংবাদ মাধ্যম সংবিধানের চতুর্থ স্তম্ভ। সেখানে এই ধরনের বক্তব্যের অপব্যবহার হলে তিনিও তার নিজের সম্মান রক্ষা করতে আইনের দরজায় যাবেন বলে জানিয়ে দেন। তিনি বর্তমান সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে একাধিক ট্রমা সেন্টার, জেলা হাসপাতাল গুলিকে উন্নয়ন করে সুপার স্পেশালিটি হাসপাতাল করা এবং রোগী শয্যার সংখ্যা বাড়ানো ও পড়ুয়া ডাক্তারদের ডাক্তারি পড়ার সুযোগ কিভাবে বৃদ্ধি করেছেন সে ব্যাপারে যাবতীয় দিক সাংবাদিকদের কাছে তুলে ধরেন। মানসবাবু অভিযোগ করেন, তার বক্তব্যের সঙ্গে মঙ্গলকোট এবং বিভিন্ন ঘটনা জুড়ে দিয়ে অপব্যাখ্যা করার চেষ্টা চলছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

SSCর বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত খারিজ সহ ৩ আর্জি নিয়ে হাইকোর্টে মামলা

জনজীবন বিপর্যস্ত হওয়ায় দুঃখিত, দায় স্বীকার তারক সিংয়ের

NCW র নোটিশ খারিজের আবেদন জানিয়ে হাইকোর্টে বীরভূমের SP

রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক জায়গায়, কেমন থাকবে মঙ্গলের আবহাওয়া?

অরফানগঞ্জ সমস্যা আলোচনায় না মিটলে ফোর্স ব্যবহার করা হবে বলে জানিয়ে দিলেন ফিরহাদ

মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জারি ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায়

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ