এই মুহূর্তে




বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা, ওড়িশার মুখ্যসচিবকে চিঠি মনোজ পন্থের




নিজস্ব প্রতিনিধি: দিঘায় জগন্নাথ মন্দির চালু হওয়ার পরেই বিজেপি শাসিত ওড়িশায় পুলিশের হেনস্তার মুখে পড়ে চলেছেন বাংলা থেকে কাজের সন্ধানে যাওয়া পরিযায়ী শ্রমিকরা। শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার অপরাধেই বাংলাদেশি তকমা দিয়ে তাদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। এবার বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের হেনস্তার বিষয়ে উদ্বেগ করে তাদের নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে বৃহস্পতিবার (৩ জুলাই) চিঠি পাঠিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

গত ২৫ জুন কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের ১৬ জন শ্রমিককে আটক করে ওড়িশা পুলিশ।  ওই শ্রমিকেরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নলহাটি ২ নম্বর ব্লকের বাসিন্দা। ওড়িশার রেমুনা থানার পুলিশ তাঁদের আটক করে। তাঁরা এখনও ছাড়া পাননি। পাশাপাশি কটকের মাহঙ্গা থানা এলাকায় আরও ১৯ জন বাংলার পরিযায়ী শ্রমিককে ‘বাংলাদেশি’ সন্দেহ পাকড়াও করা হয়েছিল। তাঁরা মালদহের হরিশ্চন্দ্রপুরে তালগাছির বাসিন্দা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেওয়ার পরেই ওই ১৯ জনকে ছেড়ে দেওয়া হয়। এদিনই রাজ্যে ফিরে এসেছেন তাঁরা। প্রতিদিনই ওড়িশার বিভিন্ন প্রান্তে বাংলার পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার খবর মিলছে।

এদিন ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে পাঠানো চিঠিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ লিখেছেন ‘গত কয়েকদিন ধরেই পারাদ্বীপের আশপাশের এলাকা, জগৎসিংহপুর, কেন্দ্রাপড়া, ভদ্রক, মালকানগিরি, বালেশ্বর এবং কটকের মতো উপকূলীয় জেলাগুলিতে কোনও আইনি প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ থেকে যাওয়া শ্রমিকদের আটক করা হচ্ছে। তাঁদের কাছে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার পরিচয়পত্র, বিদ্যুতের বিল-সহ বিভিন্ন বৈধ নথিপত্র থাকার পরেও হয়রানির শিকার হচ্ছেন।। শুধু মাতৃভাষা বাংলায় কথা বলার জন্য যে ভাবে তাঁদের অন্যায় ভাবে ‘বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, তা দুঃখজনক। হয়রানির শিকার হওয়া ওই ব্যক্তিদের মধ্যে কেউ রয়েছেন দিনমজুর, কেউ রিকশাচালক, কেউ আবার পরিচারকের কাজ করেন। কেউ কেউ আবার দীর্ঘদিন ধরে ওড়িশায় বাস করছেন। এই ধরনের ঘটনা শুধু অন্যায় এবং বৈষম্যমূলকই নয়, মর্যাদার সঙ্গে বাঁচার অধিকারেরও পরিপন্থী।’ বাংলা থেকে যাওয়া পরিযায়ী শ্রমিকদের যাতে অন্যায়ভাবে হেনস্তা করা না হয়, তা নিশ্চিত করতে ওড়িশার মুখ্যসচিবকে অনুরোধও জানিয়েছেন মনোজ পন্থ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একুশের মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

শহিদ সমাবেশের দিনে অফিসের চিন্তা! কোন পথ এড়িয়ে যাবেন জানুন

তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

লক্ষ্য ২১ জুলাই! ৫৫কিমি সাইকেল চেপে ধর্মতলায় ২ ভাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ