এই মুহূর্তে




গ্রেফতারি থেকে বাঁচতে মেন্টরকে ফোন মনোজিতের! দেখা করে কী কথা?




নিজস্ব প্রতিনিধি: নিজেদের গ্যাং নিয়ে কলেজ চত্বর দাপিয়ে বেড়াত মনোজিৎ মিশ্র। ম্যাঙ্গো গ্যাং বলে পরিচিত সেই দল। কখনও ছাত্রীদের নিগ্রহ করা, কখনও ছাত্রদের। এইভাবেই গোটা কলেজের ত্রাস হয়েছিল মনোজিৎ। কিন্তু ধর্ষণের পর সে বুঝতে পেরেছিল এবারের ঘটনাটি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই প্রথম থেকেই নির্যাতিতাকে নজরে নজরে রাখার দায়িত্ব পড়েছিল প্রমিত-জায়িবের কাঁধে। এখানেই থেমে থাকেনি সে। নিজে ফোন করেছিল এক প্রভাবশালী যুব নেতাকে।

পুলিশ সূত্রে খবর,  ফোনেই দোষ স্বীকার করেছিল মনোজিৎ। এবারের মতো বাঁচিয়ে নেওয়ার আবেদন করেছিল ম্যাঙ্গো গ্যাং-র দাদা মনোজিৎ। আগেও এই ফোনটাই মুশকিল আসান করেছিল। সেই কারণে দোষ করেই প্রথমে নিজেকে সারেন্ডার করে দিয়েছিল সে। নিজের মেন্টর বলে সেই যুবনেতাকে মানেন। মেন্টর তাঁকে দেখা করার কথা বলেছিলেন। জানা গিয়েছে, বন্ধুর গাড়ি নিয়ে মেন্টরের সঙ্গে দেখাও করেছিল অভিযুক্ত মনোজিৎ। তাকে কয়েকদিন লুকিয়ে থাকার কথা বলেছিলেন সেই মেন্টর। পরিস্থিতি ঠাণ্ডা হলে বেড়িয়ে এলে সমস্যা হবে না।

ঘটনার দিনের রাতে ৪ জায়গায় টাওয়ার লোকেশন পাওয়া গিয়েছে মনোজিতের। বালিগঞ্জ,  রাসবিহারী,  গড়িয়াহাট এবং কড়েয়া এলাকায়। সম্ভবত রাসবিহারী এলাকার কোথাও মেন্টর নেতার সঙ্গে সঙ্গে দেখা করেছিল সে। এরপরেই গড়িয়াহাট, বালিগঞ্জ স্টেশন এবং ফার্ন রোডেও তার লোকেশন মিলেছে।

ওই এলাকাগুলোতে সে কারও সঙ্গে দেখা করেছে কিনা সেই প্রশ্ন উঠছে। পরে গাড়ি ঘুরিয়ে কড়েয়া থানা এলাকা হয়ে বেকবাগান-পার্ক সার্কাসের দিকে চলে গিয়েছিল মনোজিৎ। মেন্টরের কাছ থেকে খুব বেশি আশঅবাস না মেলায় উৎকণ্ঠা বেড়েছিল মনোজিতের। ২৬ জুনও সে কসবার তালবাগানেই গিয়েছিল নজরদারি চালাতে। কসবা থানার কাছে ঘোরাফেরা করছিল সে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সেখান থেকেই তাকে গ্রেফতার করে কসবা থানার পুলিশ। তাঁকে এত তাড়াতাড়ি ধরার জন্য ব্যবস্থা নেওয়া হবে তা ভাবতেও পারেনি মনোজিৎ।

বুধবার সেই তদন্তভারই গিয়েছে খোদ গোয়েন্দা দফতরের হাতে। সিট জানিয়ে দিয়েছে, তিন অভিযুক্তই প্রভাবশালী। তাই এদের বিষয়ে কোনওরকম ফাঁক রাখা যাবে না। পুরো ঘটনাটাই পরিকল্পিত। ওই ছাত্রীকে কলেজেই আটকে রাখা হবে, তার প্ল্যান হয়েছিল আগেই। সবটাই আগে ঠিক করা ছিল। মনোজিৎ, জায়িব ও প্রমিতের কল ডিটেলস ঘেঁটে পুলিশ দেখেছে, ঘটনার দু’দিন আগে থেকেই ৩ জনের মধ্যে ঘনঘন কথা হয়েছে। লালবাজার সূত্রে খবর, ধৃত ৪ জনের বিরুদ্ধে নতুন ছ’টি ধারা যুক্ত করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

২১ জুলাই কোন রাস্তায়, কত ক্ষণ ট্র্যাফিক বিধিনিষেধ, জানিয়ে দিল লালবাজার

২১-র সমাবেশে সামিল হতে জেলা থেকে আসতে শুরু করল তৃণমূল কর্মীরা

২১ জুলাই পর্যন্ত উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে হবে হালকা থেকে মাঝারি

দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত ট্যাক্সিতে ভয়ংকর আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ