এই মুহূর্তে




মেট্রোয় বিভ্রাটের মধ্যেই আত্মহত্যার চেষ্টা, পরীক্ষা দিতে পারল না বহু পড়ুয়া




নিজস্ব প্রতিনিধি : সকাল থেকে জলযন্ত্রণায় মেট্রো চলাচল ব্যহত থাকার পরে ফের বিপত্তি পরিষেবায়। মেট্রোয় বিভ্রাটের মধ্যেই আত্মহত্যার চেষ্টা বালগাছিয়া স্টেশনে। সকাল থেকে জলযন্ত্রণার জন্য পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছে যায়। ১১টা নাগাদ মেট্রো পরিষেবা মোটামুটি স্বাভাবিক হলেও নতুন করে বিপত্তি দেখা দেয়।

মেট্রো সূত্রে জানা যায়, বেলগাছিয়া লাইনে আত্মহত্যার চেষ্টায় ফের ব্যহত পরিষেবা। তার জেরে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রো খালি করে দেওয়া হয়েছে। একই দিনে দুবার মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় পরীক্ষাই দিতে পারল না বহু পড়ুয়া।সোমবার সকালে লাইনে জল জমে যাওয়ায় ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত বন্ধ হয়ে যায় পরিষেবা। অন্যদিকে সোমবার থেকে শহরের বহু স্কুলে ইউনিট টেস্ট শুরু হয়েছে। মেট্রো বিভ্রাটের জেরে উত্তর ও মধ্য কলকাতার বহু স্কুলের পড়ুয়া স্কুল পৌঁছাতে পারেনি বলে অভিযোগ। সঠিক সময়ে স্কুলে পৌঁছতে না পারায় পরীক্ষায় বসতে পারেনি তাঁরা।

এদিন সকালে মেট্রো লাইনে জল জমে যাওয়ায় সাময়িকভাবে মেট্রো পরিষেবা চলছে। জানা গিয়েছে, মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। অন্য দিকে, দমদম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত পরিষেবা মোটের উপর স্বাভাবিক রয়েছে ।  সকাল কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হওয়ায় মেট্রো লাইনে ঢুকে পড়েছে জল। যার জেরে মেট্রো চালানো অসম্ভব হয়ে পড়েছে। সপ্তাহের শুরুতে সোমবার এমনিতেই অফিস টাইমে ভিড় থাকে। তার ওপর মেট্রো পরিষেবা স্বাভাবিক না থাকায় একাধিক স্টেশনে ভিড় লক্ষ্য করা গিয়েছে। স্টেশনে এসে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দ্রুত অফিস পৌঁছানোর জন্য মেট্রো পরিষেবা অত্যন্ত সুবিধের। কিন্তু মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় অনেক যাচ্চুরাই স্টেশন থেকে বেরিয়ে বাস বা ক্যাপ ধরার জন্য ছুটছেন । একই প্যাঁচ প্যাঁচে বৃষ্টি। তার ওপর পরিষেবা ব্যাহত। সব মিলিয়ে নাকাল নিত্যযাত্রীরা।

বেলা হতেই পরিষেবা কিছুটা স্বাভাবিক হতেই বেলগাছিয়াতে আত্মহত্যার চেষ্টার ঘটনা ফের পরিষেবা ব্যহত হয়। একই দিনে দুবার মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় অনেকেই সময়মতো অফিসে যেমন পৌঁছতে পারেননি। তেমন এনেক স্কুল পড়ুয়ারাও সময় মতো স্কুলে ঢুকতে পারেনি। ফলে তাঁদের বসা হয়নি পরীক্ষায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আবাসে যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্র’, ফের মোদি সরকারকে নিশানা মমতার

‘বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে’, ‘পদ্মরাজ্যে’ বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব মমতা

সল্টলেকের এফ ডি ব্লকে নির্জন রাস্তায় তথ্য ও প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানি, ধৃত ১ যুবক

ছাত্র সংসদের নির্বাচন নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, চাপ বাড়ল রাজ্য সরকারের

যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ