32ºc, Haze
Sunday, 2nd April, 2023 5:33 pm
নিজস্ব প্রতিনিধি: ফের শহরে অগ্নিকাণ্ড। বিধ্বংসী আগুনের জেরে পুড়ে ভস্মীভূত হয়ে গেল ২৪টি দোকান। এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ কলকাতার বেহালার(behala) চৌরাস্তায়। রবিবার ভোরে চৌরাস্তায় রাস্তার পাশের বাজারে আগুন লাগে। আর সেই আগুনে পুড়ে যায় প্রায় ২৪টি দোকান। সর্বস্ব খুইয়ে মাথায় হাত ব্যবসায়ীদের।
বেহালার চৌরাস্তায় বাজারের কাছেই রয়েছে বড়িশা স্কুল। অগ্নিকান্ডের জেরে বড়িশা স্কুলে আংশিক ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে কাচের জানালা। ক্ষতিগ্রস্ত হয়েছে জলের ট্যাঙ্কও। ভোরবেলায় বাজারে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। বেহালা বাজারে উপযুক্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে দমকল বাহিনীর আধিকারিক ও পুলিশ। পুলিশ ও দমকল সূত্রে খবর, রবিবার ভোর সাড়ে ৪টে নাগাদ চৌরাস্তায় বাজারে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশাপাশি বিভিন্ন সামগ্রীর দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
এর আগে গত ১০ মার্চ কলকাতার গার্ডেনরিচের পোর্ট ট্রাস্টের পরিত্যক্ত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। পরিত্যক্ত ওই বাড়িতে তেল মজুত করে রাখা হত। আর সেই কারণেই আগুন হু হু করে ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরে আগুন লাগার ঘটনা। চৌরাস্তার বাজারে দোকান পুড়ে ভস্মীভূত হওয়ায় চিন্তায় ব্যবসায়ীরা।