এই মুহূর্তে

গাড়ি থেকে কালো ধোঁয়া ছাড়লে হতে পারেন গ্রেফতার, নয়া ফরমান জারি

নিজস্ব প্রতিনিধি: গাড়ি কালো ধোঁয়া ছাড়লে হতে পারে গ্রেফতারি। কলকাতায় দূষণের পরিমাণ কমাতে এবার এমনই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা কলকাতা পুরসভার(KMC)। বাতাসে দূষণ নিয়ন্ত্রণ নিয়ে সোমবার কলকাতা পুরসভায় একটি জরুরি বৈঠক হয়। মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে হওয়া ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন(Dhabal Jain)। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি কল্যাণ রুদ্র সহ বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন ও পরিবেশ দপ্তরের সচিবরা। ছিলেন হাওড়া কর্পোরেশনের প্রশাসক সহ রাজ্য পরিবহন দপ্তর ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

এদিনের বৈঠকে ১৬ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় স্মোকলেস চুলা। একইসঙ্গে, শহরে দূষণ নিয়ন্ত্রণে যত্রতত্র টায়ার জ্বালিয়ে বা কাঠ পুড়িয়ে শীতের রাতে হাত সেঁকার ওপরে নজর রাখার প্রস্তাব দেওয়া হয়েছে পুরসভার তরফে। এধরনের ঘটনার ওপর যাতে কলকাতা পুলিশ নজরদারি করে এবং এধরনের ঘটনা যাতে বন্ধ করা যায় তার জন্য নজরদারি করার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বৈঠক শেষে মেয়র পরিষদ স্বপন সমাদ্দার জানান, এবার থেকে কলকাতা শহরে কোনো গাড়ি কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে গেলে সাধারণ মানুষ ওই নির্দিষ্ট গাড়ির বিরুদ্ধে অভিযোগ করলে যাতে কলকাতা পুলিশ সেই গাড়ির চালক বা মালিককে গ্রেফতার করে সেই প্রস্তাবও দেওয়া হয়েছে।

সোমবার বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) বলেন, আমরা কলকাতা ও হাওড়া পরিবহন দফতর, হাওড়া কমিশনার ও চেয়ারম্যান, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছি। যাতে কি করে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা যায়, আমরা ধুলো না পাই এগুলি রোখা যায়।অনেক গাড়ি কাটা তেল দিয়ে গাড়ি চালাচ্ছে। বোস ইনস্টিটিউট থেকে আমাদের ওয়ার্ড ভিত্তিক একটা গাইডলাইন দিয়েছে। যেখানে কলকাতা পৌর সংস্থার অঞ্চলে স্মোকলেস স্টোভ দেওয়া হল। আমরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে বলেছি সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যায়। প্রকাশ্যে আগুন পোহানও যায় না।

তার জন্য পুলিশকে বলা হয়েছে। কলকাতা সহ সংলগ্ন এলাকায় দূষণ নিয়ন্ত্রণ করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবহন দফতর ইলেকট্রিক বাস (Electric Bus)আনছে। সেটা এলে নতুন বাস গড়িয়া এলাকায় চালানো হবে। ১০০০ বাস রাস্তায় নামবে। সাধারণ মানুষ ও ব্যবহার করবে। দূষণ হলে ১০০ ডায়েল করেলেই ব্যবস্থা করা হবে। বাংলা মানুষ বাংলা ভাষা জানে তাই সমস্ত সাইন বোর্ড কে বাংলা ভাষায় করতে বলা হয়েছে বলে জানান মেয়র ফিরহাদ হাকিম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত পড়ুয়া, অভিভাবকদের সঙ্গে মঙ্গলেই বৈঠকে কর্তৃপক্ষ

বিয়ের মরসুম শুরুর মুখে ৮১ হাজার ছুঁইছুঁই সোনা, আমজনতার কপালে চিন্তার ভাঁজ

‘বিষাক্ত’ স্যালাইন-কাণ্ড গড়াল কলকাতা হাইকোর্টে, দায়ের জনস্বার্থ মামলা

সাত সকালে নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত তিন পড়ুয়া, বিক্ষোভ অভিভাবকদের

ধেয়ে আসছে বড় দুর্যোগ, একাধিক রাজ্যে ঝড়ো হাওয়া, তুষারপাত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর