-273ºc,
Friday, 9th June, 2023 2:32 am
নিজস্ব প্রতিনিধি:কলকাতা পুরসভার আইন না মেনে ময়লা ফেললে এরপর থেকে বড় অংকের টাকা ফাইন দিতে হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম । আজ বুধবার বেহালায়(Behala) ১২১ ওয়ার্ড- এ ফিরহাদ হাকিম আসেন এবং খতিয়ে দেখেন যে সাধারণ মানুষ পৌরসভার সবুজ এবং নীল বালতি ঠিকঠাকভাবে ব্যবহার করছেন কিনা। শুকনো ময়লা এবং ভেজা ময়লা পৃথক ভাবে ফেলছে কিনা।
পাশাপাশি পুরসভার কম্প্রেসার মেশিনে শুকনো ময়লা এবং ভেজা ময়লা কিভাবে পৃথক করা হচ্ছে সেটাও খতিয়ে দেখলেন। তিনি জানালেন, মানুষ যদি এই নিয়ম মানে ধাপার মাঠ আর তৈরি হবে না। উচ্চ মাধ্যমিকের পরে আমরা মানুষকে মাইকে প্রচার করে সচেতন করব । যেন পুরসভার এই নিয়ম মেনে ময়লা ফেলে মানুষ। যারা মানবে না, তাদের বাড়ি থেকে ময়লা কালেক্ট করা হবে না এবং রাস্তায় ময়লা ফেললে জরিমানা করা হবে।
কলকাতা পুরসভার(KMC) মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) জানান, প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি দুটি রঙের বালতি দেওয়া হয়েছে। প্রায় সব জায়গাতেই এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উদ্দেশ্য একটাই একটি ময়লা থেকে সার তৈরি করা ও অপরটিকে অত্যাধুনিক পদ্ধতিতে শেষ করে ফেলা।