27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:53 am
নিজস্ব প্রতিনিধি: মহানগর-সহ (Kolkata) রাজ্যে (West Bengal) ক্রমশ কমছে তাপমাত্রার (Temperature) পারদ। আর এই আবহে শহরে ডেঙ্গুর (Dengue) হানা কমবে বলে আশা প্রকাশ করলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতা পুরসভার মেয়র শনিবার আশা প্রকাশ করে বলেন, তাপমাত্রা কমার কারণে আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা ও গোটা রাজ্যে ডেঙ্গুর বাড়বাড়ন্ত কমবে।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘শহরে শীত পড়তে শুরু করেছে। এই অবস্থায় মশার লার্ভা আর জন্মাতে পারবে না। তাই আমরা আশা করছি, এক সপ্তাহের মধ্যে কলকাতা এবং সারা রাজ্যেই ডেঙ্গুকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।’ এদিন সংবাদমাধ্যমকে মেয়র আরও বলেন, রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই উন্নত হয়েছে।
প্রসঙ্গত চলতি মরসুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একাধিক মানুষের। শহর কলকাতার পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ রাজ্যের বহু জেলায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে। তৎপরতার সঙ্গে ডেঙ্গু মোকাবিলা করতে চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেঙ্গু সচেতনতায় বার্তা দিয়েছিলেন নদিয়ার প্রশাসনিক সভা থেকে। গত ১০ নভেম্বর মুখ্যমন্ত্রী দুয়ারে সরকার শিবির থেকে ডেঙ্গু নিয়ে সতর্কতা এবং সচেতনতা চালানোর নির্দেশ দেন। তার আগে ডেঙ্গু মোকাবিলায় নবান্নে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। জেলাশাসকদের এলাকায় গিয়ে পরিদর্শন করার নির্দেশ দেন তিনি। নজরদারির পরিমাণ আরও বাড়াতে হবে বলে নির্দেশও দেন তিনি। ইতিমধ্যে জেলায় জেলায় স্বাস্থ্য দফতরের তরফে বিশেষ টিম পাঠানো হয়েছে। এই দলের কাজ মূলত, এলাকায় এলাকায় গিয়ে ডেঙ্গু পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখা। পাশাপাশি নির্দিষ্ট জেলায় কেমনভাবে চলছে ডেঙ্গুর চিকিৎসা, ফিভার ক্লিনিক কেমন চলছে, সেগুলি ঠিক মতো কাজ করছে কি না—এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে ওই দল।