নিজস্ব প্রতিনিধি: মাঝরাতে এক যুবকের কাটা আঙুল জুড়ে নজির গড়ল কলকাতার মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। কোল্যাপসিবল গেটে আটকে ডান হাতের কড়ি আঙুলট আলাদা হয়ে গিয়েছিল। যন্ত্রণায় কাতর যুবক ছুটে যায় হাসপাতালে।
গত ৩০ অক্টোবর প্রায় মাঝরাতে বছর একুশের এক যুবকের ডান হাত থেকে রক্তের ধারা বইছে। ওই অবস্থায় সে এসে হাজির মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালের জরুরি বিভাগে। ইমারজেন্সি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে দেখেন যুবকের ডান হাতের কড়ে আঙুল কাটা। এর মধ্য়ে সে কাটা যাওয়া অঙ্গেরও যথাযথ সংরক্ষণ করেছিল। এরপর মাঝরাতে জাক্তারদের প্রচেষ্টায় প্রায় টানা ৬ ঘণ্টার অস্ত্রোপচারে কাটা আঙুল জুড়ে দিয়ে অসাধ্যসাধন করলো হাসপাতাল। অস্ত্রোপচার করেন ডা. অখিলেশকুমার আগরওয়াল।
হাসপাতাল সূত্রে জানানো গিয়েছে, ওই রাতে নরেন্দ্রপুরের বাসিন্দা সাহিলকুমার পাল বাড়ির লিফটের গেটে আঙুল কেটে যায়। মারাত্মক যন্ত্রণা নিয়ে হাজির হন মেডিকা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। সাহিল জানিয়েছে, রাতে অফিস থেকে বাড়িতে ঢোকার সময় এই দুর্ঘটনা ঘটে। তারপরে সোজা হাসপাতালে।
ডা.আগরওয়ালের কথায়, “প্রথমে কাটা আঙুলটি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে বরফের মধ্যে রাখা হয়। একই সময়ে হাতের রক্তক্ষরণ বন্ধ করতে ভালো করে ব্যান্ডেজ করা হয়। তার পরেই শুরু হয় কাটা আঙুল জোড়ার কাজ।” ঠিক হুবহ আগের মতোই কাজ করে আঙুল। আট সপ্তাহের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে সে। সাহিলের আঙুল স্বাভাবিক হওয়ায় খুশি মেডিকা গ্রুপের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর অয়নাভ দেবগুপ্ত।