এই মুহূর্তে




মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মুখ্যমন্ত্রীকে, আবেগে ভাসলেন মমতা




নিজস্ব প্রতিনিধিঃ লন্ডন সফরের ঠিক দু’দিন আগেই অসাধারণ উপহার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মুখ্যমন্ত্রীকে। আসলে মমতাকে মেসির সই করা বিশ্বকাপের জার্সিটি এনে দিয়েছেন স্পোর্টস প্রোমোটার শতদ্রু দত্ত। তিনি দিন কয়েক আগেই আর্জেন্টিনা থেকে ফিরেছেন। সেখানেই তিনি মেসি এবং তাঁর বাবার সঙ্গে দেখা করেছিলেন। তখনই তিনি মেসির সই করা বিশ্বকাপের জার্সিটি নিয়ে এসেছেন ভুবনজয়ী মহানক্ষত্রের থেকে। আর সেটাই কাঠের ফ্রেমে বাঁধিয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দিলেন শতদ্রু দত্ত।

সম্প্রতি কলকাতার নবাব আলি পার্কে, দাওয়াত-ই ইফতার অনুষ্ঠানে উপহারটি পেয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও উপস্থিত ছিলেন। তিনিই দুর্দান্ত খবরটি ঘোষণা করে বলেন, ‘বাংলার জন্যে আরও একটি গর্বের মূহুর্ত, লিওনেল মেসি শুভেচ্ছা জানিয়ে তাঁর সই করা জার্সি, আর্জেন্টিনা থেকে মুখ্যমন্ত্রীকে পাঠিয়েছেন। আমরা তাঁকে ধন্যবাদ জানাই।’ 

 

মেসির জার্সি পেয়ে উচ্ছ্বসিত হয়েছেন মমতা। সেটা তাঁর পোস্টেই প্রমাণ। তিনি ফুটবল কিংবদন্তির সই করা জার্সির ছবি শেয়ার করে লেখেন, ‘ফুটবল আমার শিরায় আবেগের মতো বইছে। আজ সেই আবেগই এক বিশেষ জায়গা করে নিয়েছে। কারণ আমি স্বয়ং লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি পেয়েছি। ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সকলকে একসঙ্গে বেঁধে রেখেছে। মেসি আমাদের সময়ের এক মায়েস্ত্রো, তাঁর উজ্জ্বলতার চেতনাকে মূর্ত করে। বাংলা তাঁর গুণমুগ্ধ।’

২০১১ সালে মেসি কলকাতায় এসেছিলেন। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছিলেন তিনি। এদিকে শতদ্রুর হাত ধরে কলকাতায় একাধিক ফুটবলবিশ্বের মহারথীরা এসেছেন। দিয়েগো মারাদোনা, দুঙ্গা ও কাফু এসেছেন। অলিম্পিক্স সোনা জয়ী নীরজ চোপড়াও কলকাতায় এসেছেন শতদ্রুর হাত ধরে। এছাড়া অর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজও কলকাতায় এসেছিলেন। তবে এবার মেসিকে কলকাতায় আনার জন্যেই আর্জেন্টিনা সফর করেছিলেন শতদ্রু দত্ত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ব্যাটে-বলে দাপট দেখিয়ে দিল্লিকে হারিয়ে শীর্ষে পৌঁছল বেঙ্গালুরু

অতি শীঘ্র ধর্মতলা থেকে শিয়ালদা রুটে ছুটবে কলকাতা মেট্রো

২৭ থেকে ২৯ এপ্রিল বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, সমুদ্রে যেতে মানা মৎস্যজীবীদের

কসবার সিপিএমের পার্টি অফিস লাল রক্তে রাঙা হল

আর্থিক দুরাবস্থাই মূল অন্তরায় স্নেহার, প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্যের আর্জি

নতুন করে শাস্তির কবলে হৃদয়, ৪ ম্যাচে নির্বাসিত

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর