এই মুহূর্তে




গঙ্গার নিচে সিগন্যাল সমস্যার দরুণ টানেলে মেট্রো থমকাল, ঘাবড়ে গেলেন যাত্রীরা




নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার কলকাতায় গঙ্গার নিচে মেট্রো পরিষেবা বারেবারে থমকাল। সিগন্যাল সমস্যা দরুন গঙ্গার নিচে মেট্রোর গতি বাধা পায়। টানেলের মধ্যে দাঁড়িয়ে পড়ে মেট্রো(Metro)। বেশ কিছুটা ভয় পেয়ে যান মেট্রোর কামরার ভেতরে থাকা যাত্রীরা। তবে বেশিক্ষণ দাড়াতে হয়নি। এর মেট্রো কোনোভাবে দুলতে দুলতে পৌঁছয় গন্তব্যস্থলের দিকে। মঙ্গলবার দুপুরে এবং সন্ধ্যার পর এই অভিজ্ঞতা হয় হাওড়া গামী এবং ধর্মতলা গামী, গঙ্গার নিচ দিয়ে যাতায়াতকারী মেট্রো যাত্রীদের। জানা গেছে মঙ্গলবার দুপুরের পর ফের রাতে মেট্রো গঙ্গার নিচে থমকে যায়। কামরার ভেতরে থাকা যাত্রীরা দেখতে পায় বাইরের নীল আলো জ্বলছে। কিন্তু কি সমস্যা হয়েছে তা যাত্রীরা কেউ বুঝতে পারেন না। অনেকেই ভয় আতঙ্কিত হয়ে যান বা হাত-পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু তারপর আবার মেট্রো চলতে শুরু করে।

মেট্রোরেল সূত্রে খবর, একাধিকবার সিগন্যাল সমস্যার দরুণ মেট্রোর স্বাভাবিক গতি কিছুটা বাধা পায়। কিন্তু মাথার ওপর গঙ্গা টানেলে মেট্রো দাঁড়িয়ে পড়ায় ঘাবড়ে যান মেট্রোর কামরার ভেতরে থাকা অনেক যাত্রী। এমনিতেই স্প্রাইট থেকে মহাকরণ স্টেশনের মাঝে সিগনাল সমস্যার কারণে এক স্টেশন থেকে অন্য স্টেশনে মেট্রোর পৌঁছতে বেশ কিছুটা সময় লাগছে। তার জেরে গ্রীন লাইন ২(Green Line -2) অর্থাৎ এসপ্ল্যানেড টু হাওড়া ময়দানে মেট্রো চলাচল করছে দেরিতে। সন্ধ্যা সাতটা আটচল্লিশে এসপ্ল্যানেডে যে মেট্রো পৌঁছানোর কথা সেই মেট্রো এসপ্ল্যানেড স্টেশনে আসে ৮ঃ১৫ মিনিটে। ভিড়ে ঠাসা কামরাগুলিতে যাত্রীরা কোনমতে ভেতরে প্রবেশ করেন ।এরপর মেট্রো চলতে শুরু করে। কিন্তু প্রতিটি স্টেশনেই মেট্রো এদিন প্রায় গড়ে১৫ মিনিট ধরে দাঁড়িয়ে থাকে। শুধু তাই নয় ,এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানে পৌঁছতে মেট্রো চার থেকে পাঁচবার মাঝপথে দাঁড়িয়ে পড়ে। কখনো দাঁড়িয়ে পড়ে কখনো দুলতে দুলতে চলতে থাকে।

কিন্তু শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে ট্রেনটি গঙ্গার(Ganga) নিচে টানেলে ঢুকতেই । গঙ্গার নিচে বেশ কিছুক্ষণ থমকে যায় মেট্রোর গতি। সিগনাল সমস্যার দরুন এগোতে পারে না মেট্রো। এদিকে মাথার উপর গঙ্গা টানেলে মেট্রো আটকে বাইরে নীল আলো এক অদ্ভুত পরিস্থিতির মুখে পড়ে ঘাবড়ে যান মেট্রোর যাত্রীরা। ওই মেট্রো দুলতে দুলতে কোন ভাবে গন্তব্যস্থলে পৌছলেএবং গঙ্গা পার হলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন মেট্রোর যাত্রীরা। অনেকেই কপালে হাত ঠুকে পরম ঈশ্বরকে স্মরণ করতে থাকেন। বুধবারও এই দুর্ভোগ গ্রীনলাইন-২ জারি থাকবে কিনা তা এখনই বলতে পারছেন না মেট্রো কর্তৃপক্ষ। বুধবার মেট্রো পরিষেবা চালু হলে বোঝা যাবে সিগনাল সমস্যা পুরোপুরি মিটেছে কিনা।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজোর পরই ফের বসছে শিল্প সম্মেলন, জানালেন অমিত মিত্র

পথ নিরাপত্তা সপ্তাহে ইউনাইটেড মিশনারি গালর্স হাইস্কুলের পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ মমতা

বুধবার নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও সমুদ্র থাকবে উত্তাল, ৪ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

বিদ্রোহে ইতি? আচমকাই সল্টলেকের বিজেপি অফিসে হাজির ‘অভিমানী’ দিলীপ

নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের বাদ দেওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য ও এসএসসি

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তিতে ফের রাত জাগোর ডাক ‘বামঘেঁষা’ জুনিয়র চিকি‍ৎসকদের

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ