-273ºc,
Friday, 9th June, 2023 3:22 am
নিজস্ব প্রতিনিধি: এবার মেট্রো পরিষেবা পাওয়া যাবে রুবি পর্যন্ত। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন মেট্রোরেল জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। মেট্রোরেল ভবন(Metro Rail Bhavan) থেকে তিনি ঘোষণা করেন নয়া রুটের ভাড়া। সেই সঙ্গে হিসেব দেন আয়ের। তাঁর দাবি, সম্প্রতি মেট্রোর আয় বেড়েছে অনেকটাই।
মেট্রোর দাবি, রুবি (রবি ঠাকুরের মোড়) পর্যন্ত মেট্রো চললে সেই আয় বাড়বে আরও অনেকটাই। উল্লেখ্য, রুবিতে মেট্রো(Metro) স্টেশনের নাম হেমন্ত মুখোপাধ্যায়। নয়া এই স্টেশনগুলি হয়েছে অত্যাধুনিক। রেড্ডি জানান, এই রুটের স্টেশনগুলি সেজে উঠবে আরও।
এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বর্তমানে ৭টি চিনা ডালিয়ান রেক চলে। নয়া রুটে চলবে আরও ১৪টি চিনা ডালিয়ান রেক। উল্লেখ্য, এই রেক অত্যাধুনিক। বলেন, ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতায় সম্প্রসারিত হয়েছে ১৪.২৩ কিলোমিটার রুট। যা এ যাবৎকালে যা সবচেয়ে বেশি। বলেন, গত ২০২১-২২ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে মেট্রোযাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩০.৫৮ শতাংশ।
এই রুটে(Route) সর্বোচ্চ ভাড়া ৪৫ টাকা। নয়া সংযোগকারী স্টেশন কবি সুভাষ বা নিউ গড়িয়া থেকে রুবি আসতে ভাড়া লাগবে ২০ টাকা। দক্ষিণেশ্বর- দমদম থেকে রুবি পর্যন্ত ভাড়া ৪৫ টকা। চাঁদনি- এসপ্ল্যানেড- পার্ক স্ট্রিট- কালীঘাট থেকে রুবি পর্যন্ত ভাড়া ৪০ টাকা। আবার মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত ভাড়া ৩৫ টাকা।