এই মুহূর্তে




টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত হঠাৎ মেট্রো চলাচল বন্ধ ,দুর্ভোগে যাত্রীরা




নিজস্ব প্রতিনিধি: শনিবার কলকাতার মেট্রো পরিষেবা ব্যাহত হল। ব্লু লাইনে সমস্যা দেখা দেওয়ায় টালিগঞ্জ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। জানা গেছে, যতীন দাস পার্ক(Jatin Das Park) ও নেতাজি ভবনের(Netaji Bhavan) মাঝে টেকনিক্যাল সমস্যা (Technical Problem)দেখা দিয়েছে। সপ্তাহের ব্যস্ততম শেষ দিনে অফিস টাইমে পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন যাত্রীরা। শনিবার বিকেল তিনটে বেজে ৩৫ মিনিটে যতীন দাস পাড় কোন নেতাজি ভবনের মাঝে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

সেই কারণে মেট্রো পরিষেবা স্বাভাবিক ভাবে ব্যাহত হয়। এর ফলে কলকাতার ব্লু লাইনে(Blue Line) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচলে সমস্যা তৈরি হয়। দক্ষিণেশ্বর থেকে ময়দান এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো আপ ও ডাউন লাইনে চালু রাখা হয়।মাঝে ময়দান থেকে টালিগঞ্জ মেট্রো চলাচল বন্ধ থাকে। শনিবার অফিস ফেরত নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে সম্মুখীন হন। টালিগঞ্জ স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেন না আসায় প্ল্যাটফর্মে ভিড় উপচে পড়ে। বাধ্য হয়ে নিত্য যাত্রীরা ট্যাক্সি অথবা বাস মুখী হন। মেট্রো সূত্রে জানা গেছে যে জায়গায় টেকনিক্যাল সমস্যা হয়েছে সেখানে মেরামতির কাজ শুরু হয়েছে

মেরামতি হয়ে গেলে ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।এদিকে মেট্রো পরিষেবা মাঝে ব্যাহত থাকায় ভিড় বাড়তে শুরু করে বাসে। শুধু তাই নয় তুই যোগ বুঝে ফটো থেকে ট্যাক্সি সকলে দর হাঁকাতে শুরু করে। বেশি পয়সা দিয়ে অফিস ফেরত মানুষজন গন্তব্যস্থলে দিকে রওনা দেন। কিন্তু হঠাৎ শনিবার বিকেলে কেন এই যান্ত্রিক সমস্যা হল তা বিরাট নাম এটা পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারছে না মেট্রো কর্তৃপক্ষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার চাকরিহারাদের নবান্ন অভিযান ঠেকাতে শনিবার থেকে ‘লোহার ব্যারিকেড’ বসাচ্ছে পুলিশ

সকাল থেকেই স্তব্ধ যশোর ও ভিআইপি রোডের একাংশ, চরম দুর্ভোগে লক্ষ-লক্ষ যাত্রী, নির্বিকার পুলিশ

প্রাণনাশের আশঙ্কা, বাড়ানো হল ভাঙড়ের ১০ তৃণমূল নেতার নিরাপত্তা

জোকা IIM ধর্ষণকাণ্ডে ধৃতের ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত

IIM কাণ্ডে নির্যাতিতা মেয়েটির বাবার দাবি ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি

সুখবর! SSC নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সময়সীমা বাড়তে চলেছে আরও ৭ দিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ