এই মুহূর্তে




মেট্রো লাইনে জল, সপ্তাহের শুরুতেই ব্যস্ত সময়ে ব্যহত মেট্রো পরিষেবা




নিজস্ব প্রতিনিধি : দফায় দফায় বৃষ্টিতে মেট্রো লাইনে জল। চাঁদনী চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে জল জমে যাওয়ার কারণে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের শুরুতেই মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন অফিস যাত্রীরা।
মেট্রো লাইনে জল জমে যাওয়ায় সাময়িকভাবে মেট্রো পরিষেবা চলছে। জানা গিয়েছে, মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। অন্য দিকে, দমদম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত পরিষেবা মোটের উপর স্বাভাবিক রয়েছে । অর্থাৎ কাটাপথে চলছে মেট্রো পরিষেবা। সকাল কলকাতার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হওয়ায় মেট্রো লাইনে ঢুকে পড়েছে জল। যার জেরে মেট্রো চালানো অসম্ভব হয়ে পড়েছে। সপ্তাহের শুরুতে সোমবার এমনিতেই অফিস টাইমে ভিড় থাকে। তার ওপর মেট্রো পরিষেবা স্বাভাবিক না থাকায় একাধিক স্টেশনে ভিড় লক্ষ্য করা গিয়েছে। স্টেশনে এসে চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। দ্রুত অফিস পৌঁছানোর জন্য মেট্রো পরিষেবা অত্যন্ত সুবিধের। কিন্তু মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় অনেক যাচ্চুরাই স্টেশন থেকে বেরিয়ে বাস বা ক্যাপ ধরার জন্য ছুটছেন । একই প্যাঁচ প্যাঁচে বৃষ্টি। তার ওপর পরিষেবা ব্যাহত। সব মিলিয়ে নাকাল নিত্যযাত্রীরা।
আবআবার অনেকেই ভুল পথে কর্মস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। পাশাপাশি যেটুকু পথ মেট্রো পরিষেবা স্বাভাবিক রয়েছে সেখানেও নাকাল হচ্ছেন যাত্রীরা। অন্যান্য দিনের তুলনায় সেখানেও বেড়েছে ভিড়। শনিবার বিকেলে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ-র সুড়ঙ্গে ট্র্যাকের মাঝের নিকাশি নালায় আচমকা জল ভর্তি হয়ে যাওয়ায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়। প্রায় এক ঘন্টার বেশি সময় ধরে পরিষেবা ব্যাহত ছিল। থার্ড লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মেরামতির কাজে হাত লাগান মেট্রোকর্মী এবং আধিকারিকেরা। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অফিস টাইমে হয়রানির শিকার হয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলায় এসে মিথ্যাচার করছে প্রধানমন্ত্রী মোদি, কটাক্ষ তৃণমূলের

২১ জুলাইয়ের সভা ঘিরে একাধিক শর্ত হাইকোর্টের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে তৃণমূল

২১ জুলাই সকাল ৯’টা থেকে দু’ঘণ্টার জন্য কলকাতায় মিছিল নয় ,নির্দেশ হাইকোর্টের

SSC মামলায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নানা ইস্যুতে একাধিক প্রশ্ন রাজ্যের মন্ত্রী শশী পাঁজার

২১ জুলাইয়ের সমাবেশের প্রস্তুতি তুঙ্গে, মঞ্চে সম্মান প্রদান শিক্ষকদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ