এই মুহূর্তে




মেট্রো বিভ্রাট! ব্যস্ত সময়ে ডাউন লাইনে ব্যাহত পরিষেবা, কী জানাল কর্তৃপক্ষ?




নিজস্ব প্রতিনিধি : ফের মেট্রো বিভ্রাট অফিস টাইমে। শনিবার দমদম-কবি সুভাষ রুটে ডাউন লাইনে পরিষেবা ব্যহত হয়। এরফলে একের পর এক মেট্রো দাঁড়িয়ে পড়ে। অফিস টাইমে মেট্রো বিভ্রাটের জেরে নাজেহাল যাত্রীরা। মেট্রোর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যতীন দাস পার্ক স্টেশনে সমস্যা হয়। নিউ গড়িয়ামুখী মেট্রোর একটি রেক আচমকাই খারাপ হয়ে যাওয়ায় মেট্রোটি দাঁড়িয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। যাত্রীদের অভিযোগ, পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি। মেট্রো চলতে শুরু করলেও ডাউন লাইনে মেট্রো প্রতিটি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে।

সপ্তাহের শুরুতেই অফিস টাইমে ব্যহত হয়েছিল পরিষেবা।  দফায় দফায় বৃষ্টিতে মেট্রো লাইনে জল ঢুকে গিয়েছিল। চাঁদনী চক ও সেন্ট্রাল মেট্রো স্টেশনের মধ্যে আপ ও ডাউন লাইনে জল জমে যাওয়ার কারণে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। সপ্তাহের শুরুতেই মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছিলেন অফিস যাত্রীরা। জানা গিয়েছে, মহাত্মা গান্ধী রোড স্টেশন থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা চলেছে। অন্য দিকে, দমদম থেকে গিরিশ পার্ক স্টেশন পর্যন্ত পরিষেবা মোটের উপর স্বাভাবিক ছিল । অর্থাৎ কাটাপথে চলছে মেট্রো পরিষেবা চালানো হয়েছে।

সপ্তাহের শুরুতে মেট্রো পরিষেবা যেমন ব্যহত হয়েছিল, তেমন সপ্তাহের শেষে এসেও পরিষেবা ব্যহত হয়েছে। তবে দুটো কারণ আলাদা। একদিন জল ঢুকে গিয়ে পরিষেবা ব্যহত করেছিল। শনিবার মেট্রোর রেক খারাপ হয়ে গিয়ে ব্যস্ত সময়ে নাজেহাল করেছে  নিত্যযাত্রীদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

IIM জোকা ক্যাম্পাসে ধর্ষণকাণ্ডে আদালত জামিন দিল মূল অভিযুক্তকে

রবিতে দুঃসংবাদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

২১ জুলাই কোন মঞ্চে থাকবেন জানিয়ে দিলেন দিলীপ

ওড়িশাতে কিশোরীকে হত্যার চেষ্টা ঘটনা ‘প্রধানমন্ত্রীর বেটি পোড়াও প্রকল্প’ বলে মন্তব্য শশী পাঁজার

দিদির একনিষ্ঠ ভক্ত, চলন্ত ট্রেনে ২১ জুলাইয়ের প্রচার ভাই দাসের

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ