এই মুহূর্তে




আর জি কর কাণ্ডে মিনাক্ষীর বয়ান রেকর্ড করবে CBI, স্টেশন থেকেই সোজা CGO’র পথে বামনেত্রী

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: কয়েক দিন আগে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে এক জন ফোন করেছিলেন বাম যুব সংগঠন DYFI’র রাজ্য নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়কে(Minakshi Mukherjee)। সেই সময়েই তাঁকে ১৯ সেপ্টেম্বর অর্থাৎ এদিন সল্টলেকের CGO Complex-এ CBI কার্যালয়ে হাজিরা দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, সেই ফোন পাওয়ার পরে দলের তরফে সেই ব্যক্তির পরিচয় খতিয়ে দেখা হয় এবং তিনি যে সত্যিই সিবিআই আধিকারিক তা নিশ্চিত হওয়ার পরেই দলের তরফে মিনাক্ষীকে বার্তা দেওয়ায় হয় তদন্তে সহযোগিতা করার জন্য। সেই সূত্রেই এদিন বেলা ১১টা নাগাদ মিনাক্ষী সল্টলেকের CGO Complex-এ CBI কার্যালয়ে হাজিরা দেবেন বলেই জানা গিয়েছে। গতকাল রাতে মিনাক্ষী উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে কলকাতায় আসার ট্রেন ধরেন। এদিন সকাল ১০টা নাগাদ তাঁর শিয়ালদা স্টেশনে এসে পৌঁছাবার কথা রয়েছে। সেখান থেকেই তিনি সোজা সল্টলেকের CGO Complex-এ CBI কার্যালয়ে হাজিরা দেবেন বলেই জানা গিয়েছে। 

আরও পড়ুন, দক্ষিণবঙ্গে বন্যার প্রকোপে প্রায় ৫০ লক্ষ মানুষ, ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি

গত ৯ অগস্ট কলকাতার(Kolkata) আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে(R G Kar Medical College and Hospital) এক পড়ুয়া চিকিৎসক তরুণীর ধর্ষণ এবং খুনের ঘটনা(Doctor Rape and Murder Case) ঘটে। সে দিনই হাসপাতালে গিয়ে নিহত তরুণীর দেহ আটকে দিয়েছিলেন মিনাক্ষী। সেদিন যে মিনাক্ষী নির্যাতিতার দেহ নিয়ে যাওয়া শববাহী গাড়ি ও পুলিশের গাড়ি আটকেছিলেন সেই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়। তার ঠিক ২ দিন পরে ১১ অগস্ট থেকে আর জি কর হাসপাতালের বাইরে মিনাক্ষীর নেতৃত্বে অবস্থানে বসেন বাম যুব সংগঠনের সদস্যেরা। সেই অবস্থান বিক্ষোভের মধ্যেই গত ১৪ অগস্ট রাতে এক দল উন্মত্ত জনতা আর জি কর হাসপাতালে ভাঙচুর চালায়। সেদিন ভাঙচুরের সময়ে সিপিএমের যুব সংগঠন DYFI’র পতাকা দেখা গিয়েছিল বিস্তর। সোশ্যাল মিডিয়াতে তা ছড়িয়েও পড়ে। সেই ভাঙচুরের ঘটনায় মিনাক্ষীকে নোটিস দিয়ে তলব করেছিল কলকাতা পুলিশ। গত ২৬ অগস্ট মিছিল করে লালবাজারে যান মিনাক্ষীরা। পরে ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, পুলিশ তা জানে বলে অভিযোগ করেন মিনাক্ষী। এবার এল সিবিআইয়ের ডাক।

আরও পড়ুন, সব জায়গায় নয় ‘জয় শ্রীরাম’ শ্লোগান, কড়া বার্তা ভাগবতের

১৪ই অগস্ট হাসপাতাল কেন ভাঙচুর করা হল সেই বিষয়টিও খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। এই সবের জন্য জিজ্ঞাসাবাদও চালিয়ে যাচ্ছেন তাঁরা। সেই সূত্রেই মিনাক্ষীকে এদিন ডাকা হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। ভাঙচুরের সময় মিনাক্ষী সেখানে ছিলেন, সেই কারণে ওই দিন রাতে ঠিক কী হয়েছিল সেই বিবরণ জানার জন্যই ডেকেছেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা, এমনটাই সূত্রে জানা গিয়েছে। এদিন তাঁকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি তাঁর বয়ান ও রেকর্ড করবেন CBI আধিকারিকেরা। এর আগেও একবার কথা বলার জন্য মীনাক্ষীকে ডাকা হয়েছিল সিবিআইয়ের কার্যালয়ে। কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে তিনি ব্যস্ত থাকায় সেই কারণে হাজিরা দিতে পারেননি মীনাক্ষী। এদিন অবশ্য তিনি হাজিরা দিচ্ছেন বলেই জানা গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘সমাজের অপূরণীয় ক্ষতি’, রতন টাটার প্রয়াণে শোকবার্তা মমতার

বিশ্ববাংলা শারদ সম্মান পেল কোন কোন পুজো? দেখে নিন তালিকা…

গণ ইস্তফার সস্তা নাটক সিনিয়র চিকি‍ৎসকদের, নিয়ম মেনে কেন ইস্তফা দিচ্ছেন না উঠেছে প্রশ্ন

ফুচকাওয়ালা নিগ্রহকাণ্ডে মুখ খুলল সিংহী পার্ক পুজো কমিটি

ট্যাক্সিতে মিটার বসানো নিয়ে নয়া সুবিধা দিতে উদ্যোগী রাজ্য সরকার

যাত্রী সংখ্যায় নয়া রেকর্ড গড়ার পথে কলকাতা বিমানবন্দর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর