জল্পনা বাড়িয়ে অরিন্দম-নিসপালদের সঙ্গে বৈঠকে জাভড়েকর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: জল্পনা বাড়িয়ে টলিউডের নামী-দামী পরিচালক-প্রযোজক ও তারকাদের সঙ্গে আলোচনায় কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সোমবার আচমকাই টলিউডের একঝাঁক তারকাদের সঙ্গে আলোচনায় বসেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। আর এইখানেই শুরু হয়েছে জল্পনা। রাজ্যে নির্বাচনের মুখে কেন টলিউডের তারকাদের সঙ্গে আলোচনায় বসছেন কেন্দ্রীয় মন্ত্রী?
রাজ্যে পালাবদলের পর তৃণমূল সুপ্রিমো সবচেয়ে বেশি নজর দিয়েছিলেন টলিউডের দিকে। টলিব্রিগেডের তারকা কিংবা প্রযোজকদের মধ্যে দলে টেনে কিংবা সরকারি পদ দিয়ে তৃণমূলের করার উদ্যোগ নিয়েছিলেন নেত্রী। কিন্তু গেরুয়া শিবিরের দাপটে ও লোকসভায় রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধির পর টলিউড কার্যত আড়াআড়ি দু'ভাগে বিভক্ত হয়ে যায়। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই বিজেপিতে পা বাড়িয়েছেন রুদ্রনীল, যশের মত টলিতারকারা। সোমবার পরিচালক অরিন্দম শীলের সঙ্গে 'চায় পে চর্চা'-তে গিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। আর কিছুক্ষণ আগেই জানা গিয়েছে টলিব্রিগেডের হেভিওয়েট নেতা-নেত্রী ও প্রযোজক-পরিচালকদের সঙ্গে আলোচনায় বসছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
যদিও টলিউডের অন্দরের খবর এটা কোনও রাজনৈতিক আলোচনা নয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে টলিউডের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তাই নিয়ে আলোচনা। এছাড়াও টলিউডে সিন্ডিকেট ও মাফিয়া রাজের যে অভিযোগ অঞ্জনা বসু ও রুদ্রনীল ঘোষেরা করেছেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলেই জানা গিয়েছে।
আর এই আলোচনায় বিজেপি পন্থী তারকারা যেমন অঞ্জনা বসু, লামা, রিমঝিম মিত্ররা গেলেও চমকপ্রদ ভাবে রয়েছেন আবীর চট্ট্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অরিন্দম শীল, প্রযোজক নিসপাল সিং রানে সহ একঝাঁক টলি তারকা। আসন্ন নির্বাচনের আগে এখনই টলি তারকাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের আলোচনার খবরে গুঞ্জন ছড়িয়েছে বঙ্গে। যদিও জানা গিয়েছে, টলি তারকাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর এই বৈঠক সরকারি কাজের অংশ। এনএফ ডিসিতে ইতিমধ্যেই টলি তারকাদের সঙ্গে শুরু হয়েছে এই বৈঠক
রাজ্যে পালাবদলের পর তৃণমূল সুপ্রিমো সবচেয়ে বেশি নজর দিয়েছিলেন টলিউডের দিকে। টলিব্রিগেডের তারকা কিংবা প্রযোজকদের মধ্যে দলে টেনে কিংবা সরকারি পদ দিয়ে তৃণমূলের করার উদ্যোগ নিয়েছিলেন নেত্রী। কিন্তু গেরুয়া শিবিরের দাপটে ও লোকসভায় রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধির পর টলিউড কার্যত আড়াআড়ি দু'ভাগে বিভক্ত হয়ে যায়। বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই বিজেপিতে পা বাড়িয়েছেন রুদ্রনীল, যশের মত টলিতারকারা। সোমবার পরিচালক অরিন্দম শীলের সঙ্গে 'চায় পে চর্চা'-তে গিয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। আর কিছুক্ষণ আগেই জানা গিয়েছে টলিব্রিগেডের হেভিওয়েট নেতা-নেত্রী ও প্রযোজক-পরিচালকদের সঙ্গে আলোচনায় বসছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
যদিও টলিউডের অন্দরের খবর এটা কোনও রাজনৈতিক আলোচনা নয়। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে টলিউডের পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে তাই নিয়ে আলোচনা। এছাড়াও টলিউডে সিন্ডিকেট ও মাফিয়া রাজের যে অভিযোগ অঞ্জনা বসু ও রুদ্রনীল ঘোষেরা করেছেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হবে বলেই জানা গিয়েছে।
আর এই আলোচনায় বিজেপি পন্থী তারকারা যেমন অঞ্জনা বসু, লামা, রিমঝিম মিত্ররা গেলেও চমকপ্রদ ভাবে রয়েছেন আবীর চট্ট্যোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, অরিন্দম শীল, প্রযোজক নিসপাল সিং রানে সহ একঝাঁক টলি তারকা। আসন্ন নির্বাচনের আগে এখনই টলি তারকাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতাদের আলোচনার খবরে গুঞ্জন ছড়িয়েছে বঙ্গে। যদিও জানা গিয়েছে, টলি তারকাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর এই বৈঠক সরকারি কাজের অংশ। এনএফ ডিসিতে ইতিমধ্যেই টলি তারকাদের সঙ্গে শুরু হয়েছে এই বৈঠক
More News:
3rd March 2021
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment