27ºc, Haze
Wednesday, 29th March, 2023 12:48 am
নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) নাম না করে এবার পড়ল নিখোঁজ পোস্টার (Missing Poster)। বৃহস্পতিবার শহর কলকাতা (Kolkata) সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা মিলল পোস্টার। যে পোস্টারে রাজ্যের বিরোধী দলনেতাকে ব্যঙ্গ করা হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। পোস্টারের নেপথ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের (TMC) সোশ্যাল মিডিয়া ও আইটি সেল।
ডিসেম্বর মাসের তিনটি তারিখের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। ১২, ১৪ এবং ২১ ডিসেম্বরে রাজ্যে বড় ধরণের ঘটনা ঘটবে বলে সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন তিনি। কিন্তু তিনটি তারিখেই রাজ্যে ঘটেনি বড় কোনও ঘটনা। আর এরপরেই নন্দীগ্রামের বিধায়ককে চেপে ধরার জন্য রাজ্যের শাসকদল পাল্টা কৌশল নিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও সেই পোস্টারে কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেওয়া হয়নি। লেখার সঙ্গে একটি ব্যঙ্গচিত্র ছাপা হয়েছে পোস্টারে। সলটলেক, হাওড়া, ব্যারাকপুর, বর্ধমান-সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে এই পোস্টার টাঙানো হয়েছে।
কী রয়েছে ওই পোস্টারে? পোস্টারে শিরোনামে বলা হয়েছে, ‘নিরুদ্দেশ সংবাদ’। তারপর বর্ণনা করা হয়েছে নিখোঁজ থাকা ব্যক্তির। লেখা হয়েছে, রূপ: দেখতে গোলগাল, নাদুসনাদুস। মেরুদণ্ড নেই। গলায় গেরুয়া উত্তরীয়। ঠিকানা: বাড়ি কাঁথিতে। অসুখেরও উল্লেখ রয়েছে সেখানে। লেখা হয়েছে, অসুখ: ভোট এলেই লাইট বন্ধ করে দেন। নিয়মিত দুশো দুশো চিৎকার করে মধ্যরাতে ঘুম থেকে উঠে পড়েন। অকারণ ভাট বকতে ভালবাসেন। ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার হুমকি দেন, তারপর লজ্জাবতী হয়ে মুখ লুকোন। ক্যামেরায় ঠোঙা মুড়িয়ে ঘুষ নিতে দেখা যায়। এখানেই শেষ নয়। হোর্ডিংয়ে আরও লেখা হয়েছে, বিশেষ চিহ্ন: অভিষেক শব্দটি শুনলেই দাঁত খিঁচিয়ে কামড়াতে আসেন। বেগম বেগম করে হেঁচকি তোলেন। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হলে বিরোধিতা করেন, কিন্তু গ্যাসের দাম বাড়লে চুপ থাকেন।
উল্লেখ্য গত ১ ডিসেম্বর তৃণমূল কংগ্রেস দলের সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেয় দেবাংশু ভট্টাচার্যকে। এরপর ২১ তারিখের পরদিন ২২ তারিখ সকাল থেকে রাজ্যে পোস্টারের ছয়লাপ।