এই মুহূর্তে




‘ওঁকে কোলে নিয়ে ঘুরতাম’, কাছের মানুষকে হারিয়ে শোকস্তব্ধ চিরঞ্জিৎ




নিজস্ব প্রতিনিধিঃ অভিনেতা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তীর বাড়িতে শোকের ছায়া। ভাই অমিতাভ চক্রবর্তীকে হারালেন টলিউডের বর্ষীয়ান অভিনেতা। দিন তিনেক আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেতার ভাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ নায়ক। একটি সংবাদমাধ্যমের সঙ্গে ভাইয়ের সঙ্গে কাটানো নানা স্মৃতি তুলে ধরেছেন অভিনেতা। জানিয়েছেন, ভাই অমিতাভ চক্রবর্তীকে ছোটবেলায় কোলে নিয়ে ঘুরে বেড়াতেন তিনি। আজ তাঁকেই কাঁধে নিয়ে শ্মশানে যেতে হল। দিন তিনেক আগে সকালে ঘুম থেকে ওঠার পরেই মৃত্যু হয়েছেন অভিনেতার ভাইয়ের। তাঁর মৃত্যু যেন কিছুতেই মানতে পারছেন না অভিনেতা। তবে আচমকাই হৃদরোগৈ আক্রান্ত হলেন অমিতাভ চক্রবর্তী?

এই প্রসঙ্গে চিরঞ্জিৎ জানিয়েছেন, আপাতদৃষ্টিতে তাঁর ভাইয়ের শরীর একেবারেই ফিট ছিল। তেমন কোনও শারীরিক সমস্যা ছিল না তাঁর। মাঝে বুকে সামান্য অস্বস্তি বোধ করে ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসকের নির্দেশ মেনে তাঁর ইসিজি করা হয়। রিপোর্টে কোনও সংক্রমণের হদিশ মেলেনি। এরপর চিকিৎসক তাঁকে ইকো কার্ডিও গ্রাম করানোর পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সেটা আর করাতে পারেননি অমিতাভ। তার আগেই সব শেষ। চিরঞ্জিৎ আরও জানিয়েছেন, ঘটনার দিন সকালে অমিতাভ ঘুম থেকে উঠে স্ত্রীকে বলেছিলেন, তাঁর আগের রাতে ঘুম ভাল হয়েছে। শরীর ঝরঝরে। স্ত্রীকে বিষয়টি জানাতে জানাতেই দরজায় ঘন্টা বাজে। স্ত্রী দরজা খুলতে যায়।

এরপর ফিরে এসে দেখতে পান অমিতাভ বিছানায় শুয়ে পড়েন। চোখ বন্ধ তাঁর। কিন্তু প্রাথমিকভাবে তিনি তাঁকে ডাকতে থাকেন। বাড়িতে যিনি এসেছিলেন তাঁর কথা বলেও অমিতাভকে ডাকতে থাকেন। কিন্তু কোনও সাড়া মেলে নি। কাউকে না ভুগিয়েই চোখের সামনে চলে গেলেন অভিনেতার ভাই। শুধু একটাই আফসোস অভিনেতার। শেষবার ভাইয়ের সঙ্গে দেখা হল না তাঁর। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। বিশিষ্ট কবি, চিত্রশিল্পী শৈল চক্রবর্তীর সাত সন্তান। চিরঞ্জিতের আগে এক ভাই, এরপরে চার বোন। তার পর চিরঞ্জিৎ ও অমিতাভের জন্ম। গোলপার্কের বাড়িতে বোন আর দুই দিদির সঙ্গে অমিতাভ থাকতেন। নিয়মিত কথা হত তাঁদের। অমিতাভ পেশায় কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

‘ইস্কন টাউন’ গড়ার জন্য মায়াপুরকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আবাসে যোজনায় টাকা দিচ্ছে না কেন্দ্র’, ফের মোদি সরকারকে নিশানা মমতার

‘বাংলায় কথা বললেই বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে’, ‘পদ্মরাজ্যে’ বাঙালি হেনস্তা নিয়ে ফের সরব মমতা

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

সল্টলেকের এফ ডি ব্লকে নির্জন রাস্তায় তথ্য ও প্রযুক্তি কর্মীকে শ্লীলতাহানি, ধৃত ১ যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ