এই মুহূর্তে

রেশনের খাদ্যদ্রব্য অপচয়ের দায় রাজ্যের ঘাড়েই ঠেললো কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: সরকারি গুদাম থেকে ডিস্ট্রিবিউটর এবং ডিলারের হাত ঘুরে রেশন(Ration) পৌঁছয় মানুষের হাতে। মানুষের কাছে রেশন-সামগ্রী পৌঁছতে গিয়ে মাঝপথে বিপুল পরিমাণ খাদ্যশস্য নষ্ট হয়। তার ফলে এক দিকে যেমন সাধারণ রেশন-গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন, তেমনই ডিলাররাও অনেক রকম সমস্যার মুখে পড়ছেন। এই সমস্যার জন্য রাজ্যের ঘাড়েই যাবতীয় দায় চাপাল কেন্দ্র। কয়েক দিন আগে বাংলায় ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে চিঠি দিয়ে কেন্দ্র জানিয়েছে, রেশনের খাদ্যদ্রব্য যাতে অপচয় না হয়, তার জন্যে রাজ্যকেই উদ্যোগী হতে হবে। সে জন্যে উন্নত মানের গুদামঘর তৈরি করা-সহ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছে তাঁরা। রেশন ডিলারদের ক্ষতিপূরণের বিষয়টিও রাজ্যের হাতে ছেড়েছে কেন্দ্র। আর এই সব দেখে ওয়াকিবহাল মহলের ধারনা কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার ধীরে ধীরে দেশের রেশন ব্যবস্থা থেকে কেন্দ্রের যাবতীয় দায় দায়িত্ব ঝেড়ে ফেলতে চাইছে।

আরও পড়ুন APK Fraud নিয়ে শহরবাসীকে সতর্ক করে দিল Kolkata Police

খাবারের অভাবে দেশের বহু মানুষকে এখনও অনাহারে অথবা অর্ধাহারে দিন কাটাতে হয়। সেই অবস্থাতেও এই যাতায়াতের পথে কোটি কোটি টাকার খাদ্যদ্রব্য নষ্ট হয়। আবার দোকানে ওজন করার সময়েও কিছুটা নষ্ট হয়। এটাকে বলা হয় Handling Loss। রাজ্য সরকার নানা ভাবে চেষ্টা করছে এই নষ্টের পরিমাণ কমাতে। তবে এটা যে একেবারে বন্ধ করা যাবে না সেটাও মানছেন রাজ্যের খাদ্য দফতরের আধিকারিকেরা। সেই সঙ্গে তাঁরা জানিয়েছেন, কেন্দ্র সরকার এখন রেশন ব্যবস্থার সব দায়-দায়িত্ব রাজ্যের ঘাড়ে চাপাতে চাইছে। এমনকি Handling Loss’র দায়িত্বও রাজ্যের ঘাড়ে ঠেলছে তাঁরা। রাজ্যের তরফে Handling Loss’র ক্ষতিপূরণ হিসাবে কেন্দ্র যাতে টাকা দেয়, তার কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠির তো কোনও জবাবই আসেনি, উল্টে এখন তাঁরা চিঠি পাঠিয়ে রেশনের যাবতীয় দায় দায়িত্ব রাজ্যের ঘাড়ে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন SSC’র চুক্তিভিত্তিক কর্মীর মাইনেতেও দুর্নীতি, মাসে ১ লক্ষ টাকা বেতন

এই বিষয়ে All India Fair Price Shop Dealers Federation বা AIFPSDF’র দাবি, ২০১৫ পর্যন্ত রাজ্যের রেশন ডিলাররা গমে প্রতি কুইন্টালে ৬২৫ গ্রাম এবং চিনিতে ৭৮০ গ্রাম Handling Loss পেতেন। কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা চালু হওয়ার পর থেকে সেটা বন্ধ। তবে রাজ্যে দুয়ারে রেশন চালু হওয়ার পর গত বছরের অগস্ট থেকে কুইন্টাল-পিছু ২০০ গ্রাম করে Handling Lossপাচ্ছেন ডিলাররা। যদিও বাস্তবে প্রতি কুইন্টালে প্রায় এক কেজির মতো খাদ্যদ্রব্য নষ্ট হয়। আর সেখানেই সমস্যায় পড়ছেন ডিলাররা। ওজনে কম হলে খাদ্য দফতর থেকে ডিলারদের জরিমানা করা হয়। যদিও এর জন্যে ডিলাররা দায়ী নন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যের জন্য বিশেষ অবজারভার দিল্লির কমিশন পাঠাচ্ছে : অরিন্দম নিয়োগী

ভোটাধিকার প্রয়োগের জন্য ছুটি পাবেন তো অফিস থেকে, জারি হয়ে গেল বিজ্ঞপ্তি

সিপিএমের হয়ে প্রচার নয়, কংগ্রেস নেতার নির্দেশ ঘিরে শোরগোল

২৪’র ভোটে বাংলায় স্পেশাল পুলিশ অবজার্ভার বিজেপি ঘনিষ্ঠ অনিল কুমার শর্মা

ইডি-র ওপর হামলার তদন্তে সন্দেশখালির দুই বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

শেষ হয়ে গেল রাজ্য সরকারের অর্থবর্ষ, সমস্যায় বেশ কিছু দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর