এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত মোদি সরকারের

নিজস্ব প্রতিনিধি: নতুন অর্থবর্ষ থেকেই দেশজুড়ে কদর ও গুরুত্ব বাড়তে চলেছে প্যান কার্ডের(Pan Card)। ব্যবসাক্ষেত্রের যাবতীয় কাজকর্মে এবার শুধুমাত্র প্যান কার্ডকেই মান্যতা দিতে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। আসন্ন বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে দিল্লির সাউথ ব্লক(New Delhi South Block) সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্ত মোতাবেক এবার থেকে ব্যবসা সংক্রান্ত যে কোনও অনুমোদন, লাইসেন্স, রেজিস্ট্রেশন, আবেদনপত্র জমা দেওয়া, ব্যাঙ্ক ঋণ ইত্যাদি সব কাজেই প্রমাণপত্র হিসেবে একমাত্র প্যান কার্ড ব্যবহার করা হবে। কার্যত এবার থেকে ব্যাপক হারে গুরুত্ব বাড়তে চলেছে এই পরিচয়পত্রটির। সেই তুলনায় কিছুটা হলেও কদর কমতে চলেছে আধার কার্ডের(Aadhar Card)।

আরও পড়ুন মাধ্যমিকের প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে পর্ষদ সভাপতি

বর্তমানে ব্যবসা বাণিজ্যের জন্য ১৩টি পরিচয়পত্র রয়েছে যাচাই প্রক্রিয়ার জন্য। এই ১৩টি পরিচয়পত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, সচিত্র ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ইপিএফও, ইএসআইসি, জিএসটিএন, টিআইএন ও টিএএন। এগুলিকেই এখন বাণিজ্যিক পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হয়। গত বছরই বাণিজ্য মন্ত্রক ইঙ্গিত দিয়েছিল ব্যবসা, শিল্প শুরু করার ক্ষেত্রে কিংবা নতুন কোনও ট্রেড লাইসেন্স পেতে একটিমাত্র নথি যাচাইয়ের ব্যবস্থা নিয়ে আসা হবে। সেই যাচাই প্রক্রিয়ার জটিলতা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ। চালু হবে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম(NSWS) বা এনএসডব্লুএস। এই ব্যবস্থায় ছোট-বড় সব শিল্প ও ব্যবসার তথ্যাবলি নথিভুক্ত হয়ে যাবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ নেটওয়ার্ক স্থাপন করা হবে তাতে। ব্যবসা ও শিল্পের জন্য সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স এবং সিঙ্গল আইডেন্টিফিকেশন কার্ড ব্যবস্থা চালু হচ্ছে। যাঁরা জেলা স্তরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন করতে চাইছেন, এই ব্যবস্থা প্রযোজ্য হবে তাঁদের ক্ষেত্রেও। ফলে যে কোনও রাজ্যের উৎপাদিত পণ্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই রফতানির যোগ্য হিসেবে চিহ্নিত করতে পারবে। অথবা জানা যাবে, কোথায় রয়েছে বিক্রয়যোগ্য বাজার। আর গোটা প্রক্রিয়ায় যাচাই করা হবে একটিমাত্র নথি, তা হল প্যান কার্ড। আসন্ন বাজেটে এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে জল্পনা চলছে সরকারের অন্দরে।

আরও পড়ুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ১৮৪ চিকিৎসক নিয়োগ করল রাজ্য

২০১৪ সালে দেশের ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার আমজনতার জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আধার কার্ডকে প্রায় বাধ্যতামূলক হিসেবে প্রতিষ্ঠা দিতে রীতিমত তৎপর হয়ে উঠেছিল মোদি সরকার। মূলত সেই লক্ষ্যে ভোটার-প্যান সব পরিচয়পত্রের পাশাপাশি ফোন নম্বরের সঙ্গেও সংযুক্তি করানো হয় আধারের। কিন্তু দেখা যাচ্ছে, জাল আধার কার্ড আর ভোটার কার্ডে দেশ ছেয়ে গিয়েছে। তুলনামূলক ভাবে প্যান কার্ডের জালিয়াতির ঘটনা নেই বললেই চলে। সেই কারণেই এবার আধার কার্ডকে আর বেশি গুরুত্ব না দিয়ে কেন্দ্রের নজরে চলে এসেছে প্যান কার্ড। এবার থেকে যে কোনও ব্যবসা স্থাপন, নতুন লগ্নি, ব্যবসা সম্প্রসারণ, অথবা শিল্প স্থাপনে প্যান কার্ডই হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ ও একমাত্র পরিচয়পত্র। আর এই কারণেই প্যান কার্ডকে আপডেট করা হবে। এই প্রক্রিয়া চলবে আগামী এক থেকে দেড় বছর ধরে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

৫,২৪৩ জন অযোগ্য প্রার্থীর তালিকা চেয়ে পাঠালো CBI

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর