এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Provident Fund’র সঙ্গে Aadhar Link বাধ্যতামূলক করল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রত্যেক নাগরিকের পরিচয় নিশ্চিত করতে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government) Aadhar Card কার্যত বাধ্যতামূলক করে দিয়েছে। কোথাও বলা হয়নি এই কার্ড না থাকলে সে দেশে থাকতে পারবে না বা ভোট দিতে পারবে না কিংবা দেশের নাগরিক হিসাবে চিহ্নিত হবে না। কিন্তু ঘুরপথে ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে নানা সরকারি প্রকল্পের সুবিধা পেতে মায় প্যান কার্ড করানোর ক্ষেত্রেও Aadhar Card সংযুক্তিকরণ বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এমনকি মোবাইলের নতুন সিম তোলার ক্ষেত্রেও আধারর কার্ড বাধ্যতামূলক। এবার কেন্দ্র সরকার আধার নিয়ে দুটি বড় সিদ্ধান্ত নিল। এক, PF বা Provident Fund’র সঙ্গে Aadhar Link বাধ্যতামূলক করা হয়েছে এবং দুই, Aadhar Update’র জন্য এবার থেকে ১০০ টাকা করে দিতে হবে। ইতিমধ্যে আধার-প্যান সংযোগের জন্য ১ হাজার টাকা দিতে হচ্ছে আম জনতাকে। এবার বাধ্যতামূলক আধার আপডেটের ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে ক্ষোভ জমতে বাধ্য মানুষের মধ্যে।

আরও পড়ুন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে সাহায্য, পাওয়ার পদ্ধতি সহজ হল

জানা গিয়েছে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত অনুযায়ী এবার থেকে PF’র ইলেকট্রনিক চালানের ক্ষেত্রে Aadhar Link বাধ্যতামূলক। এখনকার নিয়ম অনুসারে প্রত্যেক PF গ্রাহককে Universal Account Number বা UAN চালু করতে হয়। এতদিন দেশের সব কর্মীদের জন্য UAN ও Aadhar Link বাধ্যতামূলক করেনি কেন্দ্র সরকার। কিন্তু এবার তাঁরা সেটাই বাধ্যতামূলক করে দিল। তবে তার জন্য কিছুটা বাড়তি সময়ও দেওয়া হচ্ছে PF গ্রাহকদের। Employees Provident Fund Organaization বা EPFO কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট কয়েকটি শিল্প এবং কয়েকটি এলাকার ক্ষেত্রে সংযুক্তির সময়সীমা ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই তালিকায় আছেন বিড়ি, চা, কফি, পাট, রবার, মরিচ, এলাচ, সিঙ্কোনা, কাজুবাদাম প্রভৃতি চাষের সঙ্গে যুক্ত শ্রমিকদের পাশাপাশি নির্মাণ শ্রমিকও। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সব শিল্পকেই এই তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে।       

আরও পড়ুন বাংলা সহায়তা কেন্দ্রেই জমা দেওয়া যাবে খাজনা

অন্যদিকে এতদিন বিনা পয়সায় যে Aadhar Updation করানো যেত এবার থেকে সেই কাজ রীতিমত পকেটের টাকা খরচ করে করার নীতি চালু করে দিল মোদি সরকার। প্রতিটি Aadhar Updation’র জন্য গুণতে হবে ১০০ টাকা করে। এপ্রিল থেকেই চালু করে দেওয়া হয়েছে এই নয়া নিয়ম। যে কোনও বয়সের ক্ষেত্রে প্রথমবার Aadhar Card করানো যায় বিনামূল্যে। এরপর যদি কোনও তথ্য পরিবর্তনের দরকার থাকে, তার জন্য খরচ মেটাতে হবে। যেসব শিশুর বয়স ১ দিন থেকে ৫ বছরের মধ্যে, তাদের Aadhar Card’র জন্য বায়োমেট্রিক বা আঙুলের ছাপ দরকার হয় না। ৫ বছর সম্পূর্ণ হলে, বাধ্যতামূলকভাবে আধারের ‘আপডেট’ করাতে হয়। কারণ, তখন আঙুলের ছাপের প্রয়োজন হয়। বয়স ১৫ হলে, আরও একবার সেই আধারের আপডেট করাতে হয়। আঙুলের ছাপের গঠনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে বলে এই আপডেটও বাধ্যতামূলক। এতদিন এই বাধ্যতামূলক আপডেট করাতে কোনও খরচ লাগত না। এবার থেকে শর্তসাপেক্ষে খরচ আদায় করা হবে সাধারণ মানুষের থেকে।  

আরও পড়ুন ৮ লক্ষ গোষ্ঠীকে ২১ হাজার কোটি টাকা ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা

নয়া নিয়মে বলা হয়েছে, যাদের বয়স ৫ বছরের ওপরে এবং ৭ বছরের নীচে, তাদের বাধ্যতামূলক আধার আপডেট করা যাবে বিনামূল্যে। কিন্তু বয়স ৭’র ওপর এবং ১৫ বছরের কম হলে ওই আপডেটের জন্য ১০০ টাকা খরচ করতে হবে। দ্বিতীয়বার বাধ্যতামূলক আপডেটের ক্ষেত্রে ১৫ থেকে ১৭ বছর বয়সিরা বিনামূল্যে পরিষেবা পাবে। কিন্তু ১৭ বছর বা তারপর থেকে সেই কাজের জন্য দিতে হবে ১০০ টাকা। এই খরচের মধ্যে GST ধরা আছে। মোট কথা, আধারের বাধ্যতামূলক আপডেট করার জন্য দু’টি ধাপে দু’বছর করে ফি’তে ছাড় দেওয়া হয়েছে। বাকি ক্ষেত্রে টাকা দিয়েই সেই কাজ করাতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

মেদিনীপুরে লাল ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা এবং ১১ জেলায় তাপপ্রবাহ জারি

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর