এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

WEB Ad_Valentine



সব ধরনের পরিচয়পত্রেই বাধ্যতামূলক KYC, উদ্যোগী মোদি



নিজস্ব প্রতিনিধি: দেশে চালু থাকা সব ধরনের পরিচয়পত্রে এবার KYC বাধ্যতামূলক করার পথে হাঁটা দিতে উদ্যোগী হতে চলেছে কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। শুধু তাই নয়, এবার থেকে সব পরিচয়পত্রে বাধ্যতামূলক ভাবে নামের বানান ও ঠিকানা একই রাখতে হবে বলেও বিল আনতে চলেছে কেন্দ্র। ইতিমধ্যেই আধার কার্ডের(Aadhar Card) মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয়েছে প্রতি ১০ বছর অন্তর আধার আপডেট(Update) বাধ্যতামূলক। আধার কার্ডে থাকা তথ্যের প্রামাণ্য নথি জমা করতে হবে প্রতি ১০ বছর অন্তর। ঠিকানা বা ফোন নম্বর বদল হলেও তা সঙ্গে সঙ্গে আপডেট করার ‘পরামর্শ’ও দিয়ে রেখেছে কেন্দ্র। সেই পথে হাঁটা দিয়েই এবার মোদি সরকার চাইছে সব রকমের পরিচয়পত্রে KYC বাধ্যতামূলক করার। জাতীয় নির্বাচন কমিশন(Election Commission) যে সব নথিকে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রামাণ্য নথি হিসাবে তুলে ধরে সেই সব পরিচয়পত্রকেই এই KYC’র আওতায় আনতে চাইছে মোদি সরকার। এর মধ্যে থাকছে আধার কার্ড, ভোটার কার্ড(Voter Card), রেশন কার্ড, প্যান কার্ড,  ড্রাইভিং লাইসেন্স(Driving License), সরকারি পরিচয়পত্র মায় পাসপোর্টও।

আরও পড়ুন নয়া রাজ্যপাল পেল বাংলা, দায়িত্ব পেলেন সি ভি আনন্দ বোস

গত সপ্তাহেই আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশনের বিধি-নিয়মে সংশোধনী এনেছে মোদি সরকার। এবার সেই একই ধরনের নিয়ম সব ধরনের পরিচয়পত্রে লাগু করতে চাইছে কেন্দ্র। যদি তাতে দেশের নাগরিকেরা সাড়া না দেন তাহলে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার আটকে দেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। মূল লক্ষ্য একটাই। দেশের সব নাগরিকদের যাবতীয় তথ্য যেন এক হয় ও তা যেন কেন্দ্রের হাতে থাকে। দেশের যে কোনও নাগরিকের সম্পর্কে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী, সামরিক বাহিনী বা স্বরাষ্ট্রমন্ত্রক জানতে চাইলে তা যেন মুহুর্তের মধ্যে জানা যায়। তিনি সেই মুহুর্তে কোথায় আছেন ও তাঁর গতিবিধি কীরকমের সেটাও জানতে চাইছে কেন্দ্র সরকার। আর এই কারণেই মোবাইল থেকে ব্যাঙ্ক, আধার থেকে প্যান, ভোটার কার্ড থেকে রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে পাসপোর্ট সবটাই এক সূত্রে বাঁধতে চাইছে মোদি সরকার। দেশের সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। সব থেকে বড় কথা এই সব ধরনের পরিচয় পত্রে নাগরিকের নামের বানান ও ঠিকানা এক হতে হবে।

আরও পড়ুন বাংলার মানুষের উন্নয়নে কাজ করব, জানালেন নয়া রাজ্যপাল

দেশে এখন বৈধ প্যান কার্ডের সংখ্যা ৫৩ কোটির আশেপাশে। অথচ দেশে মোট নাগরিকের সংখ্যা ১২০ কোটিরও বেশি। অর্থাৎ অর্ধেকের বেশি মানুষের এখনও প্যান কার্ড নেই। আবার যাদের প্যান কার্ড আছে তাঁদের মধ্যে মাত্র ১০ কোটি মানুষের আধার-প্যান সংযোগ রয়েছে। কেন্দ্র সরকার এই সংযুক্তিকরণের জন্য দফায় দফায় সময় বাড়িয়েছে। তাতেও অবশ্য ছবিটা বিশেষ বদলায়নি। শুধু তাই নয়, সরকারি পরিষেবা দিতে গিয়ে আধিকারিকরা দেখছেন, একই ব্যক্তির বিভিন্ন পরিচয়পত্রের ঠিকানা বা প্রয়োজনীয় অন্যান্য তথ্য আলাদা। আবার কোথাও দেখা যাচ্ছে, আধার কার্ডের সঙ্গে মোবাইল সংযোগ হয়নি। এই রকম অবস্থা দেশের প্রায় অর্ধেক মানুষের। বহু ক্ষেত্রে ট্যাক্স রিটার্ন আটকে যাচ্ছে সঠিক তথ্যের অভাবে। মোবাইল নম্বর আপডেট না হওয়ায় আধার ওটিপি যাচ্ছে না। অথচ আজকাল  বাড়ি থেকে গাড়ি—যে কোনও রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আধার ওটিপির মাধ্যমে অথেন্টিকেশন বাধ্যতামূলক। পাসপোর্টের ঠিকানা এবং আধারের ঠিকানা এক না হওয়ায় ভিসা ও ইমিগ্রেশনের ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। এক ব্যক্তির একাধিক পরিচয়পত্রে সহায়ক নথি ও তথ্যের অভাবে বিভিন্ন স্তরের ভেরিফিকেশন সমস্যা হয়েই চলেছে।

আরও পড়ুন গ্রাম সড়ক যোজনায় বাংলাকে ৫৮৪ কোটি টাকা পাঠাল মোদি সরকার

আর এই সব কারণেই মোদি সরকার চাইছে, সেন্ট্রাল আইডেন্টিটি ডেটা রিপোজটরি বা সিইডিআর নামক তথ্য ভাণ্ডারে নাগরিকের সব কার্ডের তথ্যই এক হোক। আর তার জন্য প্রয়োজন নয়া বিধির। সূত্রে জানা গিয়েছে সংসদে আসন্ন শীতকালীন অধিবেশনেই এই সম্পর্কে বিল আনতে চলেছে মোদি সরকার। তবে এই বিল যে খুব দ্রুত পাশ হয়ে যাবে এমন সম্ভাবনা বেশ কম। কেননা এই বিল নিয়ে বিরোধীরা আপত্তি তুলতে পারে। পাশাপাশি আদালতেও মামলা দায়ের হতে পারে। নাগরিকদের সব ধরনের তথ্য, তাঁর ব্যক্তিগত তথ্য, তাঁর গতিবিধির তথ্য কেন কেন্দ্র সরকার নিজের কাছে রাখবে বা তাঁর অজান্তে তাঁর ওপর নজরদারি চালাবে তা নিয়েই প্রশ্ন তুলতে পারে বিরোধীরা।



Published by:

Koushik Dey Sarkar

Share Link:

More Releted News:

বাড়িতে বাড়িতে পানীয় জল, ১০ হাজার কোটির প্রকল্প

মোদির কোপে বাংলার মা ও শিশুর গ্রাস, বরাদ্দ প্রাপ্যের এক-তৃতীয়াংশ মাত্র

বিশ্ব এইডস দিবস উপলক্ষে সোনাগাছিতে বিনামূল্যে কন্ডোম বিতরণ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়

দিন-দুপুরে শহরের বুকে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু

সোমবার বিধানসভায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক

Advertisement

এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর