এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Aadhar Update Must, কড়া অবস্থান মোদি সরকারের

নিজস্ব প্রতিনিধি: Aadhar নিয়ে ক্রমশ কড়া অবস্থান নিচ্ছে মোদি সরকার(Modi Government)। ১০ বছরের পুরনো Aadhar Card থাকলে সেটি Update করতেই হবে। নাহলেই তা নিস্ক্রিয় হয়ে যাবে। সে ক্ষেত্রে PAN Card, Bank Account, Ration Card থেকে পরিষেবা পাওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। এমনকি স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ পাওয়া বা টাকা ফেরত পাওয়া নিয়েও সমস্যা দেখা দেবে। পাশাপাশি মিলনে না কোনও সরকারি প্রকল্পের সুবিধাও। তাই এ বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে ব্যাপক প্রচার কর্মসূচি শুরু করা হচ্ছে দেশজুড়েই। তার আওতায় থাকছে বাংলাও(Bengal)। ইতিমধ্যেই এই প্রচার কর্মসূচী নিয়ে রাজ্যের একাধিক জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে আধার কর্তৃপক্ষ বা Unique Identification Authority of India(UIDAI)। আপাতত ন’টি জেলাকে এ বিষয়ে উদ্যোগ নিতে বলা হয়েছে। এক মাস ধরে জেলাগুলির সব প্রান্তে প্রচার চালিয়ে এ বিষয়ে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন কথা রাখেননি নাড্ডা, মমতার মুখাপেক্ষী মানবী

এই প্রসঙ্গে নবান্নের আধিকারিকরা মনে করছেন, ১০ বছরের পুরনো Aadhar Card Update না করলে ওই কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। বাংলায় প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ মানুষের আধার কার্ড রয়েছে। তাঁরা প্রত্যেকেই এই নিয়মের আওতায় পড়বেন। তবে রাজ্যে Aadhar Card Update’র হারও অনেকটা কম। উদাহারণ দিয়ে এক আধিকারিক জানিয়েছেন, কলকাতা লাগোয়া একটি জেলায় মোট ৯৭.৮ লক্ষ মানুষের আধার রয়েছে। তার মধ্যে আপডেট করিয়েছেন মাত্র ৬ হাজার জন। এই জেলায় ইতিমধ্যে আধার আপডেট সংক্রান্ত প্রচার শুরু হয়েছে। দুই ২৪ পরগনা, দুই দিনাজপুর, মালদহ, হাওড়া, মুর্শিদাবাদ, নদীয়া এবং কোচবিহার—এই ৯ জেলাকে প্রচারে বাড়তি জোর দিতে বলেছে আধার কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বেঙ্গালুরু, গুয়াহাটি, হায়দরাবাদ, রাঁচি এবং মুম্বইয়ে আধার কর্তৃপক্ষের আঞ্চলিক কার্যালয়গুলিকে আপডেট সংক্রান্ত এমন কর্মসূচি নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্র। পশ্চিমবঙ্গের আধার সংক্রান্ত বিষয়টি দেখভাল হয় রাঁচি থেকে। সেই সূত্রে রাজ্যের বিভিন্ন জেলা এই কর্মসূচির আওতায় এসেছে।  

আরও পড়ুন হনুমান জয়ন্তীতে অশান্তি বরদাস্ত নয়, হুঁশিয়ারি রাজ্যপালের

আপডেট না করা হলে কী হবে? সে বিষয়ে আধার কর্তৃপক্ষ কোনও স্পষ্ট নির্দেশ দেয়নি। তবে আধিকারিকদের ধারণা, সেক্ষেত্রে আধার নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তাঁরা বলছেন, কোনও নাগরিকের আধার আপডেটের প্রয়োজনীয়তা না থাকলেও তা করতে হবে। সেক্ষেত্রে ‘আপলোড’ করতে হবে পুরনো তথ্যই। ধরা যাক, কেউ আধার তৈরির সময় ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড দিয়েছিলেন। এখন আপডেট করাতে গেলে তিনি বিদ্যুতের বিল কিংবা অন্য কোনও নথি ‘আপলোড’ করতে পারেন। বিশেষজ্ঞ মহলের ব্যাখ্যা, বর্তমানে আধারের সঙ্গে নানা সরকারি প্রকল্প ‘লিঙ্ক’ করানো হচ্ছে। রয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্যও। ভবিষ্যতে আধার নির্ভর পরিষেবা আরও বাড়বে। সেক্ষেত্রে আর্থিক ও সামাজিক তথ্য সংক্রান্ত প্রতারণা রুখতেই এই বিশেষ বন্দোবস্ত কেন্দ্রের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাধ্যমিকের ফলপ্রকাশ ২ মে, উচ্চমাধ্যমিকের ৮ তারিখ

রেকর্ড গরম কলকাতায়, ৫০ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা

আলিপুর চিড়িয়াখানায় নতুন সদস্য, বিশাখাপত্তনম থেকে এল সাদা বাঘ

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন চলবে অতিরিক্ত মেট্রো, জেনে নিন সময়সূচি

২৬ হাজার চাকরিহারা পাবেন এপ্রিল মাসের বেতন, জানাল শিক্ষা দফতর

২ মাসের মধ্যে ৮৬৭ শূন্যপদে দিতে হবে চাকরি, প্রাথমিকে নিয়োগে বড় নির্দেশ হাইকোর্টের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর