নেতাজির জন্মদিনে কলকাতায় একমঞ্চে মোদি-মমতা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক শত্রুতাকে পিছনে সরিয়ে রেখে আগামী ২৩ জানুয়ারি কলকাতায় একমঞ্চে হাজির থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ভিক্টোরিয়া হলে যে ‘পরাক্রম দিবসের’ অনুষ্ঠানের আয়োজন করেছে সেই অনুষ্ঠানেই দেখা যাবে ভারতীয় রাজনীতির দুই মহারথীকে।
বাংলায় বিধানসভা ভোটের আগে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনকে কেন্দ্র করে রীতিমতো প্রতিযোগিতায় মেতেছে রাজ্য ও কেন্দ্র সরকার। ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যাতে নেতাজিকে নিয়ে রাজ্যের তৃণমূল সরকার একতরফা রাজনৈতিক ফায়দা লুঠতে না পারে তার জন্য রাতারাতি মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়েছে। যদিও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল জানিয়েছেন, নেতাজির জন্মদিন ‘পরাক্রম’ দিবস পালনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।
২৩ জানুয়ারি বিশেষ বিমানে শহরে এসে পৌঁছনোর পরে প্রথমে দুপুর সাড়ে তিনটে নাগাদ জাতীয় গ্রন্থাগারে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাড়ে চারটে নাগাদ পৌঁছবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। সেখানে আজাদ হিন্দ বাহিনীর সেনানিদের সন্মাননা জানানোর পাশাপাশি ভাষণও দেবেন। অনুষ্ঠানে বক্তার তালিকায় রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকরের নাম-ও।
বাংলায় বিধানসভা ভোটের আগে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনকে কেন্দ্র করে রীতিমতো প্রতিযোগিতায় মেতেছে রাজ্য ও কেন্দ্র সরকার। ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যাতে নেতাজিকে নিয়ে রাজ্যের তৃণমূল সরকার একতরফা রাজনৈতিক ফায়দা লুঠতে না পারে তার জন্য রাতারাতি মঙ্গলবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে ২৩ জানুয়ারিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের কথা ঘোষণা করা হয়েছে। যদিও কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং পটেল জানিয়েছেন, নেতাজির জন্মদিন ‘পরাক্রম’ দিবস পালনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।
২৩ জানুয়ারি বিশেষ বিমানে শহরে এসে পৌঁছনোর পরে প্রথমে দুপুর সাড়ে তিনটে নাগাদ জাতীয় গ্রন্থাগারে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে এক চিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে সাড়ে চারটে নাগাদ পৌঁছবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। সেখানে আজাদ হিন্দ বাহিনীর সেনানিদের সন্মাননা জানানোর পাশাপাশি ভাষণও দেবেন। অনুষ্ঠানে বক্তার তালিকায় রাখা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকরের নাম-ও।
More News:
6th March 2021
6th March 2021
ভারতী বনাম হূমায়ন, ডেবরার মাঠে ভোটযুদ্ধে দুই প্রাক্তন আইপিএস
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
Leave A Comment