এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

চলতি বছরেই জনগণনা, কী করবেন মমতা, তাকিয়ে জনতা

নিজস্ব প্রতিনিধি: আর এক বছরও সময় বাকি নেই লোকসভা নির্বাচনের(General Election 2024)। তার আগেই দেশে Census বা জনগণনার কাজ সেরে ফেলতে চাইছে মোদি সরকার(Modi Government)। দেশের নয়া সংসদ ভবন উদ্বোধনের দিনই সেই তথ্য সামলে এল। দেশে শেষবার জনগণনা হয়েছে ২০১১ সালে। তারপরে ২০২১-এ জনগণনার পরবর্তী রিপোর্ট প্রকাশিত হওয়ার কথা থাকলেও কোভিড ও লকডাউনের দরুণ তা স্থগিত ছিল। কিন্তু সেই কাজ আর ফেলে রেখে দিতে চান না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর ইচ্ছা, চলতি বছরের মধ্যেই দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে জনগণনার কাজ সেরে ফেলার। কেননা সেই জনগণনার ভিত্তিতেই দেশে লোক্সভা ও প্রতিটি রাজ্যের বিধানসভার আসন বাড়ানোর লক্ষ্য রয়েছে তাঁর। তবে প্রশ্ন হচ্ছে বাংলায়(Bengal) কী হবে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কী সেই জনগণনা করতে দেবেন? ওয়াকিবহাল মহলের ধারনা কেন্দ্র এক্ষেত্রে জোর করে কিছু করতে গেলেই রাস্তায় নেমে আন্দোলন শুরু করবেন মমতা, ঠিক যেমনটি তিনি শুরু করেছিলেন NRC ও CAA’র বিরুদ্ধে। সেক্ষেত্রে ধাক্কা খেতে হবে মোদিকেই।

আরও পড়ুন স্বল্প সঞ্চয়ে গতি আনতে ৪৯টি ব্লকে আধিকারিক নিয়োগ করছে রাজ্য

বিজেপি সূত্রে জানা গিয়েছে, চলতি বছরেই জনগণনার কাজ সেরে ফেলার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ তার জন্য ইতিমধ্যেই প্রশাসনের শীর্ষ স্তরে সিদ্ধান্ত হয়েছে৷ সরকারের শীর্ষ স্তরের নির্দেশ পেয়ে Register General of India’র জনগণনার সময়ে দেশের নাগরিকদের থেকে কী কী তথ্য সংগ্রহ করা হবে, তার তালিকাও তৈরি করা হয়েছে৷ সূত্রের দাবি, জনগণনার দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিনিধিরা যখন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন, তখন তাঁদের হাতে থাকবে যে প্রশ্নপত্র সেখানে নাম, বংশপরিচয়, শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি জানতে চাওয়া হবে সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারে ব্যবহৃত রান্নার গ্যাস, ডিটিএইচ কানেকশন, ইন্টারনেট ব্যবহার সংক্রান্ত যাবতীয় তথ্যও৷ তাঁরা কী ধরনের পানীয় জল ব্যবহার করেন, পরিবারে ক’টি গাড়ি আছে, সব থেকে বেশি কোন জিনিস খাওয়া হয়–সেই সব তথ্যও সংগ্রহ করা হবে৷ জানতে চাওয়া হবে, পরিবারে কোনও বিশেষভাবে সক্ষম ব্যক্তি আছেন কি না, থাকলে তার রোগ এবং চিকিত্‍সা সম্পর্কিত যাবতীয় তথ্য, পরিবারে কোনও অ্যাসিড আক্রান্ত ব্যক্তি আছে কি না–সেই সংক্রান্ত তথ্যও সংগ্রহ করা হবে৷  

আরও পড়ুন রাজ্যের নয়া সিদ্ধান্ত, Family Pension’র আবেদন নয় সরাসরি অর্থদফতরে

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে চলতি বছরের মধ্যেই জনগণনার কাজ শেষ করার সরকারি ভাবনাকে অত্যন্ত তাত্‍পর্যপূর্ণ বলেই মনে করছেন দিল্লির রাজনৈতিক মহল৷ সূত্রের দাবি, Digital India ও এই জনগণনা নিয়ে বিরোধীদের আপত্তির কথা মাথায় রেখে দেশের নাগরিকদের অনলাইনে জনগণনার কাজে শরিক হওয়ার সুযোগও দেবে কেন্দ্র, যেখানে নিজের বাড়ি বা অফিসে বসেই নাগরিকরা নিজের এবং পরিবারের যাবতীয় তথ্য সরকারি ওয়েবসাইটে আপলোড করতে পারবেন৷ তবে ওয়াকিবহাল মহলের দাবি, এই জনগণনার ছুতোয় মোদি আসলে দেশে লোকসভার আসন বাড়িয়ে বিজেপির ক্ষমতায় থেকে যাওয়ার ব্যবস্থা করতে চাইছেন। আর সেটা বুঝে শুধু মমতার তৃণমূলই নয়, দেশের প্রায় সব বিজেপি বিরোধী দলই এই জনগণনার বিরুদ্ধে সরব হতে চাইবে। সেক্ষেত্রে মোদির পরিকল্পনা কতখানি সফল হবে তা নিয়েও প্রশ্ন থাকছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

১৯ লক্ষ মানুষের মাথায় পাকা ছাদ, ‘গৃহশ্রী’ পোর্টাল আনছে রাজ্য

কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ৫ দিন তাপপ্রবাহ চলবে

‘কালীঘাটের কাকু’র কণ্ঠস্বরের রিপোর্ট আদালতে জমা ইডির

নিউটাউনে পরিত্যক্ত বহুতল থেকে উদ্ধার যুবকের নিথর মৃতদেহ

ভোট পেতে কুণাল ঘোষকে ফোন কংগ্রেস প্রার্থী  প্রদীপ ভট্টাচার্যের

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এসএসসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর