এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নির্মলার বাজেট ফ্লপ, আয়করে ছাড় দিতে চান মোদি

নিজস্ব প্রতিনিধি: নোটবন্দি ছিল ভারতীয় অর্থনীতির ওপর সার্জিক্যাল স্ট্রাইক। একথা বার বার বলেছেন দেশের অর্থনীতিবিদরা। সেই সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছিল কালো টাকা উদ্ধার করতে। যদিও কালো টাকা যে উদ্ধার হয়নি সেটা নোটবন্দির দেড় বছরের মধ্যেই পরিষ্কার করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। যদিও দিন দুই আগে দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) নোটবন্দির সিদ্ধান্তের জেরে নাকি ১,২৫৪ লক্ষ কোটি কালো টাকা উদ্ধার হয়েছে। এ ছাড়া, ৪ হাজার ৬০০ কোটি টাকার বেনামি সম্পত্তিও সরকারের খাতায় নথিভুক্ত হয়েছে। এমনকি, ১.৭৫ লক্ষ ভুয়ো সংস্থাও সরকারি ভাবে রেজিস্ট্রেশন করিয়েছে। কিন্তু এই দাবি এখনও অন্য কোথাও থেকে মান্যতা পায়নি। এদিকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় যতই এগিয়ে আসছে ততই দেশের বাজার অর্থনীতি(Market Economy) চাঙ্গা হওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে। বাড়ছে রাজকোষে ঘাটতি। মূল্যবৃদ্ধিও নাগালের বাইরে চলে যাচ্ছে। এসবের জেরে দেশের প্রধানমন্ত্রীকেও ভাবতে হচ্ছে কীভাবে ২৪’র ভোট বৈতরণী পার হওয়া যায়! বিজেপি(BJP) সূত্রে জানা গিয়েছে, ভোটে জয়ের লক্ষ্যেই ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে প্রধানমন্ত্রী চাইছেন আয়কর ছাড়ের(Income Tax Rebate) পরিমাণ আড়াই লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করতে।

আরও পড়ুন এই ১২ ডিসেম্বরের কথা বলেছিলেন শুভেন্দু? প্রশ্ন কুণালের

মোদি অনেক স্বপ্ন দেখিয়ে, অনেক প্রতিশ্রুতি দিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। কিন্তু তাঁর কোনও প্রতিশ্রুতিই তিনি রাখেননি বা রাখতে পারেননি। নোটবন্দির ধাক্কা আজও দেশের অর্থনীতিকে বয়ে চলতে হচ্ছে। প্রথম দিকে বেশ কোভিডের ঘাড়ে এর জন্য দোষ চাপিয়ে দেওয়া হচ্ছিল। কিন্তু কোভিডের রেশ কেটে যাওয়ার পরেও দেখা যাচ্ছে দেশের বাজার অর্থনীতি কিছুতেই আর চাঙ্গা হচ্ছে না। আর সেই সূত্রেই কেন্দ্রের নিজস্ব সমীক্ষায় দেখা যাচ্ছে, নির্মলা সীতারমণের(Nirmala Sitaraman) বাজেট কার্যত পুরো ফ্লপ। তিনি আয়করের ক্ষেত্রে যে দুটি পদ্ধতি চালু করেছিলেন তাতে উচ্চ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত কেউই সেভাবে পা বাড়াননি। নির্মলার বাজেটে ছিল, হয় ৫ লক্ষ টাকা পর্যন্ত কোনও ছাড় নয় অথবা ছাড় দিয়ে আড়াই লক্ষ টাকার পরে আয়কর। কিন্তু দেখা যাচ্ছে, উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্তরা কেউই এই পথে পা বাড়াননি। তাঁরা যেমন আয়করে ছাড় পেতে সরকারি প্রকল্পে বিনিয়োগ করেননি তেমনি ৫ লক্ষ টাকার পরবর্তী আয়ের ক্ষেত্রেও সেভাবে আয়কর দেননি। তাঁরা সেভাবে ভগ্যপণ্যও কেনেননি বাজার থেকে। আর এর জেরেই না সরকারের রাজকোষে টাকা এসেছে, না বাজারে বিক্রিবাটা বেড়েছে।

আরও পড়ুন ফাঁকা সভায় শূন্য আওয়াজ! ১২ ডিসেম্বর নিয়ে আবারও সাফাই শুভেন্দুর

মোদি সরকার পেনশন প্রকল্প থেকে এলআইসি-কে যেভাবে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে তার রেশ পড়েছে বিনিয়োগের ক্ষেত্রেও। এতদিন ধরে দেখা যেত সরকারি চাকুরিজীবী থেকে মোটা মাইনের বেসরকারি চাকুরিজীবী ও ব্যবসায়ী কিংবা শিল্পীরা নানা সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প, জীবন বিমা কিংবা ন্যাশনাল পেনশন স্কিমে বিনিয়োগ করতেন। মধ্যবিত্তদের বিনিয়োগের জায়গা ছিল চিরাচরিত ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, এলআইসি, পিপিএফ, কিষান বিকাশপত্র এবং ন্যাশনাল পেনশন পলিসি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই মোটা মাইনের ব্যক্তিরা এবং মধ্যবিত্তরা এই জায়গাগুলি থেকেই মুখ ফিরিয়ে রেখেছেন শুধু এগুলির বিশ্বাসযোগ্যতা ও ভরসা হারিয়ে যাওয়ায়। তাঁদের টাকা তাঁদের ব্যাঙ্কেই জমছে। যার জেরে দেশের ব্যাঙ্কগুলিতেও অনুৎপাদক সম্পদ ক্রমশ বাড়ছে। প্রথমে মনে করা হয়েছিল এটা কোভিডের ধাক্কা। কিন্তু এখন অর্থনীতিবিদরা জোর গলাতেই দাবি করছেন, এটা নরেনের খেলা। দেশের অর্থনীতির ওপর থেকে দেশের মানুষেরই আস্থা উঠে যাওয়ার পালা।

আরও পড়ুন শুভেন্দুর জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্ন বঙ্গ বিজেপির অন্দরেই

তাহলে কী হবে? ভোটে তো জিততে হবে! সাধারণ মানুষের হাতে নগদ টাকার যোগান বাড়িয়ে তাঁকে বাজারে কেনাকেটা করতে পাঠাতে হবে তো! অগত্যা তাই দেশের প্রধানমন্ত্রীর ভাবনায় এসেছে আয়কর ছাড়ের সীমা বাড়ানোর। মোদি চাইছেন ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য আগামী বছর ফেব্রুয়ারি বাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করবেন তাতে ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় ঘোষণা করে দেওয়া হোক। যদিও এই খবর বিজেপি সূত্রে পাওয়া। তাই না আঁচালে বিশ্বাস নেই। আবার এটাও ঠিক কথা সাধারন মানুষের মন জয় করা ভিন্ন মোদির সামনেও তৃতীয়বারের জন্য জিতে আসার বিকল্প কোনও পথ নেই। তিনি নির্মলায় আস্থা রেখেছিলেন, কিন্তু নির্মলার বাজেটে আমজনতা আস্থা রাখেননি। নরেন সব বিক্রি করতে গিয়ে দেশের অর্থনীতিকেও নাড়িয়ে দিয়েছেন। মধ্যবিত্ত ও উচ্চবিত্তের দীর্ঘদিনের সুরক্ষিত বিনিয়োগের জায়গাগুলির বিশ্বাসযোগ্যতা নষ্ট করে দিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা

তাপপ্রবাহে বিদ্যুৎ বিভ্রাট রুখতে জরুরি বৈঠকে বিদ্যুৎ মন্ত্রী অরূপ

প্রথম দফার ৩ আসনেই জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী চন্দ্রিমা

বেঙ্গল কেমিক্যালসের সামনে ফুটপাতে উঠল গাড়ি, দুর্ঘটনায় আহত ২ শিশু সহ ১ মহিলা

সিঙ্গুরে টাটাদের ক্ষতিপূরণের মামলা থেকে সরে দাঁড়ালেন হাইকোর্টের বিচারপতি

ভোটের মুখে বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা বনগাঁর তৃণমূল প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর