এই মুহূর্তে




‘মোদিশাহসুরমর্দিনী’ মমতা, এবার লক্ষ্য দিল্লি




নিজস্ব প্রতিনিধি: শুধু বাংলা নয়, সারাদেশের নজর ছিল ভবানীপুর উপনির্বাচনের ফলাফলের দিকে। শেষ মুহূর্তে প্রত্যাশিতভাবেই রেকর্ড ভোটের ব্যবধানে জিতলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই কালীঘাট মন্দিরের প্রবেশদ্বারের পাশে একটি পোস্টার নজর কাড়ে শহরবাসীর। যেখানে মহিষাসুরমর্দিনীর আদলে বড় বড় অক্ষরে লেখা হয়েছে, ‘মোদিশাহসুরমর্দিনী’। যা দেখে বুঝতে অসুবিধা হয় না, নরেন্দ্র মোদি ও অমিত শাহকে অসুরের সঙ্গে তুলনা করা হয়েছে। আর মমতাকে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছে তৃণমূল। শুধু বাংলাতেই বিজেপিকে হারানো নয়, এই পোস্টারই বুঝিয়ে দিচ্ছে এবার দিল্লি দখলে ঝাপিয়ে পড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুলসংখ্যক আসন নিয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়লেও নন্দীগ্রামে সামান্য ভোটের ব্যবধানে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। যদিও তা নিয়ে গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। তা তদন্তসাপেক্ষ, কিন্তু ওই হারের পর বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিছুটা পালে হাওয়া পেয়েছিল। কারণ, করোনা, লকডাউন, মূল্যবৃদ্ধির জেরে বর্তমানে শক্তিশালী বিজেপির অবস্থাও এখন বেহাল। আর বিজেপির বিরুদ্ধে প্রতি মুহূর্তে লড়ে যাওয়া মমতাকে হারিয়ে কিছুটা তৃপ্তি পেয়েছিল বটে, তবে তা স্থায়ী হল না। কিন্তু চেষ্টা কম করেনি বিজেপি। ভবানীপুর উপনির্বাচনের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ডেকে পাঠায় ইডি। তৃণমূলের অভিযোগ ছিল, আসলে ভোটের আগে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করাই ছিল বিজেপির মূল উদ্দেশ্য। তাতেও সফল হতে পারল না তাঁরা।

২০২৪-এর লোকসভা নির্বাচনে আগে মমতাকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চেয়েছিল বিজেপি। তা বলতে গিয়েই এদিন মমতা আরও একবার বলেন, ‘অনেক চক্রান্ত করেছিল বিজেপি। কিন্তু ভবানীপুরের মানুষ তার জবাব দিয়েছে।’ এর আগে ভোটের প্রচারে এসে মমতা দাবি করেছিলেন, ‘বি দিয়ে ভবানীপুর এবং বি দিয়ে ভারত।’ অর্থাৎ ভবানীপুরে জয় পাওয়া মানেই আগামী দিনে গোটা ভারতেও জয়ের গান শোনা যাবে। ভবানীপুরে সর্বকালীন রেকর্ড ভোটে জয় পেয়েছেন মমতা। তাই নতুন করে আর বলতে হয় না, এবার ২০২৪ সালে মোদি-শাহকে দিল্লির মসনদ থেকে সরানোর লড়াই আরও শক্তিশালী হল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪২ দিন বাদে আংশিক কর্মবিরতি তোলার সিদ্ধান্ত আন্দোলনকারী চিকি‍ৎসকদের

হাসপাতালে বসছে ‘প্যানিক বাটন’, থাকছে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ

স্বাস্থ্য ভবনের সামনে ধর্না চালানো নিয়ে আড়াআড়ি বিভক্ত জুনিয়র চিকি‍ৎসকরা

কাটল জট, বিধানসভায় যোগ দিতে পারবেন মানিক

Mamata Banerjee: আদি গঙ্গার জল ভাসিয়ে দিল মুখ্যমন্ত্রীর ঘর

নিরাপত্তা খতিয়ে দেখতে আরজি করে গেলেন নয়া পুলিশ কমিশনার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর