এই মুহূর্তে




ধর্ষণকাণ্ডে কেন্দ্রীয় সরকার যে নয়া আইন প্রণয়ন করবে তাতে সমর্থন থাকবে সংঘের: মোহন ভাগবত




নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের সিদ্ধান্তকে সমর্থন জানাবে আরএসএস। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সংঘ প্রধান মোহন ভাগবত(Mohon Bhagawat) জানিয়ে দেন ধর্ষণকাণ্ডে নয়া আইন কেন্দ্রকেই প্রণয়ন করতে হবে। সেই নয়া আইন যেটাই হোক তাতে সমর্থন থাকবে সংঘের। দুদিনের কলকাতা সফরে রবিবার শহরে পা রাখেন মোহন ভাগবত। যাত্রী বাস করেন তিনি কেশব ভবনে। সোমবার বড়বাজারে রথীন্দ্র মঞ্চে(Rathindra Mancha) প্রবর্ধন বর্গে স্মারক ভাষণে বক্তব্য রাখেন সংঘ পরিচালক মোহন ভাগবত।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর কাণ্ডে তাকে প্রশ্ন করা হলে এবং কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতি শাসন জারি করলে আরএসএসের কোন আপত্তি আছে কিনা এই প্রশ্ন করা হলে মোহন ভাগবত বলেন, কেন্দ্রের নয়া আইনে যদি কোন সিদ্ধান্ত হয় তাকে সমর্থন করবে সংঘ। তবে এই ধরনের অপরাধ রুখতে কেন্দ্রকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। নয়া আইন কেন্দ্রকেই প্রণয়ন করতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগে বিজেপি ও সংঘের অন্য রাজ্যে বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যখন সংঘ পরিচালককে পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলার অবনতিতে রাষ্ট্রপতি শাসন হলে তাদের সমর্থন থাকবে কিনা এই প্রশ্ন করা হয়েছিল সেই সময় তিনি বলেছিলেন জনসমর্থন পেয়ে ক্ষমতায় আসা কোন সরকারকে ফেলে দেওয়ার পক্ষে সংঘ নয়।

কিন্তু সোমবার কলকাতা শহরে বড়বাজারের(Barabazar) একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে কেন্দ্র যে নয়া আইন ধর্ষণ কান্ড রুখতে আনবে তাতে সংঘের সমর্থন থাকবে বলে জল্পনা উস্কে দিয়ে গেলেন সংঘ পরিচালক এমনটাই মনে করছে ওয়াকিবহলমহল। সোমবার বড়বাজারের অনুষ্ঠান শেষে কলকাতা থেকে ফিরে যান আরএসএস প্রধান মোহন ভাগবত।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, আরজি কর(R G Kar) কাণ্ডের পর দোষীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয় রাজ্যের শাসক দল। বিধানসভায় ইতিমধ্যে ধর্ষকদের বিরুদ্ধে চরম শাস্তি দিতে বিশেষ বিল আনে পশ্চিমবঙ্গ সরকার।

বর্তমানে তা রাজ্যপাল এবং রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণকাণ্ড রুখতে করা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। এমত পরিস্থিতিতে মোহন ভাগবতের কেন্দ্রের নয়া আইন প্রণয়নকে সমর্থন এবং নয়া আইন কেন্দ্রকে প্রণয়ন করতে হবে,এই মন্তব্য নতুন করে আরজিকর কাণ্ডে রাজনৈতিক বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকেই সিলমোহর দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

অনিকেত মাহাতোর চিকিৎসার জন্য ৫ সদস্যের বোর্ড গঠন

ত্রিধারার মণ্ডপে ‘বিচার চাই’ শ্লোগান দেওয়া ৯ জনকে পুলিশ হেফাজতে পাঠাল আলিপুর আদালত

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর