25ºc, Haze
Saturday, 1st April, 2023 6:42 pm
নিজস্ব প্রতিনিধি: আইএসএল জিতে রবিবার সকালে শহরে ফিরল মোহনবাগান। প্রিয় দলকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রচুর মোহনবাগান সমর্থক। প্রথম বার আইএসএল ট্রফি জিতল মোহনবাগান। ট্রফি জিতে শহরে দল পৌঁছাতেই কলকাতা বিমানবন্দরে সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস দেখা যায়। জয়ী মোহনবাগান দলকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) রাজ্যের তরফে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস(Minster Arup Biswas)।
তিনি বলেন, জয় মোহনবাগান, জয় বাংলা। এদিন মোহনবাগান কর্তা দেবাশীষ দত্ত বিমানবন্দরে বলেন, ” মোহনবাগান সমর্থকদের স্বপ্নপূরণ হলো। মোহনবাগান ভারত সেরা ছিল, আবারও ভারত সেরা হল। সমর্থকদের নাম নিয়ে যে আপত্তি ছিল সেটাও সমাধান হল”।শনিবার আইএসএল ফাইনালে টাইব্রেকারে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আই এস এল জেতে মোহনবাগান।
নির্ধারিত সময়ের ম্যাচের ফল ছিল ২-২। টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে প্রথমবার আইএসএল জিতল মোহনবাগান(Mohon Bagan)। দু’বছর আগে ফাইনালে উঠেও মুম্বই সিটি এফসির কাছে হারতে হয়েছিল তাদের। এদিন জয়ী দলের তারকা খেলোয়াড়দের মনভবন সমর্থকরা কনভয় করে নিয়ে যায় বিমানবন্দর থেকে। গোটা রাস্তা জুড়ে ছিল মোহন বাগান সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছাস।