মেট্রোয় যুবতীর শ্লীলতাহানি, গ্রেফতার এক
Share Link:

নিজস্ব প্রতিনিধি: এবার একেবারে চলন্ত মেট্রোর মধ্যে শ্লীলতাহানির ঘটনা ঘটল শহর কলকাতায়। যার কারণে অমিত দাস নামে সোনারপুরের এক যুবককে গ্রেফতার করেছে পাটুলী থানার পুলিশ। পুলিশি তদন্তে জানা গিয়েছে, নিগৃহীত যুবতী নিয়মিত কবি নজরুল স্টেশন থেকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত যাতায়াত করতেন। গত দু'মাস ধরে অমিত দাস নামে ওই ব্যক্তি তাঁকে অনুসরণ করত বলেই অভিযোগ।
যুবতী প্রাথমিক পর্যায়ে ভেবেছিলেন, বিষয়টি এড়িয়ে গেলে হয়তো সমস্যা মিটে যেতে পারে। কিন্তু তা একেবারেই তা হয়নি। উল্টে গতকাল, রবিবার মেট্রোয় যাওয়ার সময় আচমকাই শরীরের গোপন অংশে অযাচিতভাবেই স্পর্শ করেন ওই অভিযুক্ত। এরপরই কান্নায় ভেঙে পড়েন ওই যুবতী। যুবতীর এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করেন স্টেশনে কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা। এরপর ওই অভিযুক্তকে আটক করে পাটুলি থানার হাতে তুলে দেওয়া হয়।
এরই মধ্যে ওই যুবতী থানায় অভিযোগ জানালে ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। ওই যুবতী জানিয়েছেন, প্রায় গত দু’মাস ধরেই নিয়মিত যাতায়াতের সময় অভিযুক্ত অনুসরণ করত। তা নজরে পড়লেও খুব একটা গুরুত্ব দিইনি। এরপর ওই ব্যক্তি একাধিকবার অশালীন অঙ্গভঙ্গিও করেন। কিন্তু এদিন মেট্রোয় ওঠার সময় ওই ব্যক্তি বিভিন্ন অছিলায় একাধিকবার শরীরে স্পর্শ করে। তারপরেই পুলিশে জানানো হয়। এই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ওই যুবতী।
যুবতী প্রাথমিক পর্যায়ে ভেবেছিলেন, বিষয়টি এড়িয়ে গেলে হয়তো সমস্যা মিটে যেতে পারে। কিন্তু তা একেবারেই তা হয়নি। উল্টে গতকাল, রবিবার মেট্রোয় যাওয়ার সময় আচমকাই শরীরের গোপন অংশে অযাচিতভাবেই স্পর্শ করেন ওই অভিযুক্ত। এরপরই কান্নায় ভেঙে পড়েন ওই যুবতী। যুবতীর এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গেই হস্তক্ষেপ করেন স্টেশনে কর্তব্যরত পুলিশ আধিকারিকেরা। এরপর ওই অভিযুক্তকে আটক করে পাটুলি থানার হাতে তুলে দেওয়া হয়।
এরই মধ্যে ওই যুবতী থানায় অভিযোগ জানালে ওই ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে তোলার প্রস্তুতি শুরু হয়েছে। ওই যুবতী জানিয়েছেন, প্রায় গত দু’মাস ধরেই নিয়মিত যাতায়াতের সময় অভিযুক্ত অনুসরণ করত। তা নজরে পড়লেও খুব একটা গুরুত্ব দিইনি। এরপর ওই ব্যক্তি একাধিকবার অশালীন অঙ্গভঙ্গিও করেন। কিন্তু এদিন মেট্রোয় ওঠার সময় ওই ব্যক্তি বিভিন্ন অছিলায় একাধিকবার শরীরে স্পর্শ করে। তারপরেই পুলিশে জানানো হয়। এই অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন ওই যুবতী।
More News:
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
22nd January 2021
দলবিরোধী মন্তব্যের জের, তৃণমূল থেকে বহিষ্কৃত 'বিজেপিমুখো" বৈশালী ডালমিয়া
22nd January 2021
22nd January 2021
Leave A Comment