এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বউবাজারে ভাঙা পড়তে পারে আরও ১৪টি বাড়ি

নিজস্ব প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) সড়ঙ্গ নির্মাণের কাজে কার্যত বিপর্যয় নেমে এসেছে মধ্য কলকাতার(Kolkata) বউবাজার(Bowbazaar) এলাকার দুর্গা পিতুরি লেনে(Durga Pituri Lane)। আর তাও এক বার নয়, দুই বার। চলতি বছরে যে বিপর্যয় ধেয়ে এসেছে তাতে নতুন করে আরও ১৪টি বাড়ি ভাঙা পড়তে পারে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমীক্ষায় উঠে এসেছে। যদিও প্রথমে তাঁরা জানিয়েছিলেন মাত্র ৯টি বাড়ি ভাঙতে হবে। এখন কিন্তু তাঁরা জানিয়েছেন ওই ৯টি বাড়ি ছাড়াও আরও ১৪টি বাড়ি ভাঙতে হবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বউবাজার এলাকায়। 

কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) আগেই জানিয়েছিলেন, দুর্গা পিতুরি লেনে নতুন করে ক্ষতিগ্রস্থ বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করানো হবে। সেই মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকেরা এলাকায় গিয়ে মোট ৩০টি বাড়ি খতিয়ে দেখেন। তারপরেই প্রাথমিক ভাবে তাঁরা জানিয়েছিলেন ৯টি বাড়ি ভাঙতে হবে। কিন্তু পরে পূর্ণাঙ্গ রিপোর্টে তাঁরা জানান ও ৯টি বাড়ি ছাড়াও আরও ১৪টি বাড়ি ভাঙতে হবে। যদিও বিশেষজ্ঞরা আরও দুই সপ্তাহ বাদে চূড়ান্ত একটি রিপোর্ট দেবেন বলে মেয়রকে জানিয়েছেন। তাই এখনই কোনও বাড়ি ভাঙার কাজে হাত দেওয়া হচ্ছে না বলেই কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে। তবে পুরনিগম থেকে এটাও জানানো হয়েছে যে,

 যাদবপুরের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, দুর্গা পিতুরি লেনে যে ১৪টি বাড়িকে নতুন করে ভাঙার জন্য চিহ্নিত করা হয়েছে সেই সব বাড়িতে আগেই ফাটল ধরেছিল। কিন্তু এখন দিন কে দিন সেই ফাটল আরও বাড়ছে। তাই বেশি দেরি করলে বিপদ আরও বাড়বে বলেই তাঁরা জানিয়েছেন। তবে কলকাতা পুরনিগমের তরফে মেয়র ফিরহাদ হাকিম ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন যে ১০টি বাড়ি এখনও পর্যন্ত ভাঙা পড়েছে, সেই সব বাড়ির জমিতে নতুন বাড়ি যাতে দ্রুত গড়ে তোলা যায় তার জন্য আগে থেকেই নকশা বানিয়ে রাখতে হবে। ভবিষ্যতে মাটির ‘আলগা ভাব’ চলে গিয়ে মাটি ‘শক্তপোক্ত’ হওয়ার পর সেখানে বাড়ি বানানোর অনুমতি দেওয়া হবে। তখন যাতে দ্রুত কাজ হয় তার জন্য এখন থেকেই বাড়ির নকশা তৈরি করে রাখতে হবে। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে ফিরহাদকে অনুরোধ করা হয়েছে, যে সব বাড়ি নতুন করে আবার তৈরি করতে হবে তার ব্যায়ভার বহণ করার পাশাপাশি মেট্রো থেকে নকশা করেও দেওয়া হবে। কিন্তু সেই বাড়ি নির্মাণের দায়িত্ব যেন কলকাতা পুরনিগম নেয়। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

মেদিনীপুরে লাল ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা এবং ১১ জেলায় তাপপ্রবাহ জারি

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর