-273ºc,
Friday, 2nd June, 2023 8:07 pm
নিজস্ব প্রতিনিধি: রাজ্য সরকারের একাধিক প্রকল্প বিশ্ব মানচিত্রে বন্দিত হয়েছে একাধিকবার। যার মধ্যে অন্যতম হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) চালু করা ‘মানবিক’(Manabik) প্রকল্প। শারীরিকভাবে চল্লিশ শতাংশ অক্ষম মানুষদের এই প্রকল্পের আওতায় আনা হয়। এই প্রকল্পের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন উপভোক্তাদের প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়া হয় রাজ্যের তরফে। এবার নবান্ন(Nabanna) সূত্রে জানা গেল রাজ্যের মধ্যে শুধুমাত্র নদিয়া(Nadia) জেলা থেকেই এই প্রকল্পের উপভোক্তার(Consumers) সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে।
আরও পড়ুন ৬০০ কোটিতে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানীয় জল প্রকল্প মমতার
নবান্নের আধিকারিকদের দাবি, রাজ্যের লক্ষাধিক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা মুখ্যমন্ত্রীর চালু করা ‘মানবিক’ প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন। এই প্রকল্পের আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতিমাসে হাজার টাকা করে দেওয়া হয়। যার ফলে সেই সমস্ত অসহায় মানুষরা ওষুধ কেনা থেকে শুরু করে সাংসারিক নানা খরচ চালাতে পারেন। দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমেই এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হয়। তারপর তা খতিয়ে দেখেন ব্লক স্তরের আধিকারিকেরা। তাঁরা ছাড়পত্র দিলে তা যায় জেলা স্তরে। সেখান থেকে রাজ্যের শীর্ষ প্রশাসনে যায় সেই আবেদন। তারপরেই উপভোক্তাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়।
আরও পড়ুন রামনবমীতে অস্ত্রমিছিল গেরুয়া শিবিরের, ২০টি থানায় সতর্কতা
রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দফতরের মাধ্যমে প্রদেয় এই প্রকল্পের জন্য নদিয়া জেলার ১৮টি ব্লক থেকেই বহু আবেদন জমা পড়েছে বিগত কয়েকটি দুয়ারে কর্মসূচিতে। তারপর এখন দেখা যাচ্ছে এই প্রকল্পের জন্য শুধুমাত্র নদিয়া জেলা থেকেই প্রায় ৭৫ হাজার আবেদন জমা পড়েছে। তার মধ্যে ঝাড়াই বাছাই করে সরকারি আধিকারিকেরা ৫০ হাজারের কিছু বেশি আবেদন এই প্রকল্পের জন্য মঞ্জুর করেছেন দফায় দফায়। আর তাই এখন দেখা যাচ্ছে রাজ্যের মধ্যে নদিয়া জেলা থেকেই সব থেকে বেশি মানুষ ‘মানবিক’ প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন। সেই উপকৃত মানুষের সংখ্যা ৫০ হাজারেরও বেশি। এই বিপুল সংখ্যক মানুষকেই প্রকল্পের আওতায় আনতে পেরে খুশি প্রশাসনের আধিকারিকরাও।