এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কালিঘাট মন্দির সংস্কারের দায়িত্ব নিল মুকেশ আম্বানির Reliance

নিজস্ব প্রতিনিধি: কালীর(Maa Kali) শহর কলকাতা(Kolkata)। শহরের অলিগলিতে মা কালীর মন্দির এই শহরকে দেশের বুকে আলাদাই এক স্থান দিয়েছে। এক একটি কালীবাড়ির সঙ্গে জড়িয়ে আছে এক একটি ইতিহাস। কার্যত এই সব কালী মন্দির শহর কলকাতার বুকে বহণ করে নিয়ে চলেছে শহরের ইতিহাস, বাংলার ইতিহাস। সেই সব মন্দিরের মধ্যে সব থেকে খ্যাত কালিঘাটের কালী মন্দির। উপমহাদেশের বুকে ছড়িয়ে থাকা ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম হল কালিঘাট মন্দির(Kalighat Temple)। কথিত আছে এখানে মায়ের ডান পায়ের আঙুল পড়েছিল। সেই মন্দির দেখতে, মায়ের দর্শন করতে ও সেখানে পুজো দিতে নিত্যদিন ভিড় জমান ভক্তরা। বিশেষ বিশেষ দিনে ভক্তের সমাগমের সংখ্যা লক্ষের ঘর ছাড়িয়ে যায়। দেশ-বিদেশ থেকে ভক্তরা আসেন এই মন্দিরে। এবার সেই কালিঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব নিল মুকেশ আম্বানির(Mukesh Aambani) Reliance।

আরও পড়ুন ৪৫জন প্রবাসী বাঙালিকে দেওয়া হল ‘আপন বাংলা’ কার্ড

জানা গিয়েছে, চলতি সপ্তাহের বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রিলায়েন্সকে কালিঘাট মন্দির কমিটি Reliance’র হাতে মন্দির সংস্কারের দায়-দায়িত্ব তুলে দিয়েছে। খুব শীঘ্রই মন্দিরের সংস্কারের কাজ শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই গোটা কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। ওই একই সময়ের মধ্যেই মন্দিরের আসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার যে Skywalk নির্মাণ করছে সেই কাজও শেষ করতে বলা হয়েছে। অর্থাৎ আগামী বছরের শুরুতেই এই মন্দির একদম নব কলেবরে হাজির হতে চলেছে কলকাতার বুকে। মন্দির কমিটির তরফে জানা গিয়েছে, মা কালীর গর্ভগৃহ, ভোগঘর, নাটমন্দির, শিবমন্দির, কুণ্ডপুকুর থেকে শুরু করে মন্দিরের চাতাল, ভিতরে এবং বাইরের প্রাচীরসহ গোটা মন্দিরের ভোল বদলানো হবে। তবে, ঐতিহ্য বজায় রেখেই। এর মধ্যে গর্ভগৃহ, ভোগঘর, নাটমন্দির, শিবমন্দির Grade-A হেরিটেজের আওতাভুক্ত। সেক্ষেত্রে কলকাতা পুরনিগমের হেরিটেজ কমিটি ও রাজ্য হেরিটেজ কমিশনের অনুমোদন প্রয়োজন। তাই আপাতত মন্দিরের বাকি অংশের সংস্কারের কাজ শুরু হবে। কালী পুজোর পর মূল মন্দির তথা গর্ভগৃহের সংস্কারের কাজ হবে। বসবে ঐতিহ্যের সঙ্গে মানানসই নয়া টাইলস। পাশাপাশি রং-ও হবে।

আরও পড়ুন ১০০ কোটির E-Transaction’র নজীর গড়তে চলেছে বাংলা সহায়তা কেন্দ্র

একই সঙ্গে এটাও জানা গিয়েছে যে, মন্দিরের পূর্ব প্রবেশদ্বার থেকে আদিগঙ্গা পর্যন্ত প্রায় ১৫০ মিটার দীর্ঘ যে অ্যাপ্রোচ রোড রয়েছে, তারও সৌন্দর্যায়ন হবে। এতে খরচ ধরা হয়েছে প্রায় ৩০ কোটি টাকা। কালিঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব এতদিন কলকাতা পুরনিগমের হাতে ছিল। ইতিমধ্যেই পুরনিগম মন্দিরের চাতাল, কুণ্ডপুকুরের সংস্কার করেছে। তবে সূত্রে জানা গিয়েছে, পুরনিগমের ধীর গতির কাজে অনেকেই ক্ষুব্ধ। তাই মুকেশ আম্বানির Reliance যখন নিজে থেকেই মন্দির সংস্কারের দায়িত্ব নিয়েব এগিয়ে এসেছে তখন মন্দির কমিটি আর তাতে আপত্তি জানায়নি। সেই সূত্রেই এবার থেকে কালিঘাট মন্দিরের সংস্কারের দায়িত্ব পাচ্ছে মুকেশ আম্বানির Reliance।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উচ্চ মাধ্যমিকে ক্লাস শুরু কবে থেকে, জানাল শিক্ষা সংসদ

ভোটের আগে বিধায়কের পদে ইস্তফা রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর

গরম থেকে বাঁচতে ট্রাফিক পুলিশদের ‘সামার কিট’ বিলি বিধাননগর পুলিশ কমিশনারের

অসুস্থ মুকুল রায়, তড়িঘড়ি ভর্তি করানো হল বেসরকারি হাসপাতালে

সিঙ্গুর-নন্দীগ্রাম নয়, ঢেউচা-পাঁচামিই বাংলার ভবিষ্যত, নৈতিক জয় তৃণমূলের

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা আবহাওয়া দফতরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর