এই মুহূর্তে




হাসপাতালে বসছে ‘প্যানিক বাটন’, থাকছে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ




নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের পুনরাবৃত্তি রুখতে একগুচ্ছ পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়ে এক গুচ্ছ নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। ওই চিঠিতে বলা হয়েছে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বসাতে হবে ‘প্যানিক বাটন’।  সেই সঙ্গে কেন্দ্রীয় ভাবে একটি হেল্পলাইন নম্বর চালু করতে হবে। মহিলা চিকি‍ৎসক ও স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পর্যাপ্ত সংখ্যক মহিলা পুলিশ কর্মীও মোতায়েন করতে হবে।

গত ৮ অগস্ট আরজি করের এক তরুণী চিকি‍ৎসকের খুনের পরেই ‘নিরাপত্তার অভাবের’ দোহাই দিয়ে কর্মবিরতি শুরু করেছে জুনিয়র চিকি‍ৎসকরা। আর তাতে চরম ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্ত থেকে ভাল চিকি‍ৎসার জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে ছুটে আসা রোগী এবং তাঁর পরিবারের সদস্যরা। জুনিয়র চিকি‍ৎসকরা যাতে কর্মবিরতি প্রত্যাহার করে ফের কাজে ফিরে আসেন তার চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মতো পুলিশি দাওয়াইয়ের পথে না হেঁটে তিনি মানবিকভাবেই জুনিয়র চিকি‍ৎসকদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন।

গত মঙ্গলবারই সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সামনে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানিয়েছিলেন, আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে রাজ্যের সব হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর মতো পদক্ষেপ করছে রাজ্য সরকার।’ এদিন রাজ্যের স্বাস্থ্য সচিবকে দেওয়া চিঠিতে হাসপাতালগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে ১০টি বিষয়ের উপরে বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।

যে বিষয়গুলির উপরে জোর দিতে বলা হয়েছে তা হল-

১) প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা, ওয়াশরুম, অন ডিউটি রুম ছাড়াও থাকতে হবে সিসিটিভি।

২) প্রতিটি হাসপাতালে ও মেডিকেলে নিরাপত্তা অডিট চালু করতে হবে।

৩) হাসপাতালে পুরুষ পুলিশ কর্মীর পাশাপাশি মহিলা পুলিশ মোতায়েন থাকবে

৪) স্থানীয় থানার পুলিশ রাতে একাধিকবার টহল দেবে।

৫)) কেন্দ্রীয় হেল্পলাইন চালু করা হচ্ছে।

৬) প্রতিটি হাসপাতালে থাকবে প্যানিক কল বাটন।

৭) চালু করতে হবে ডিসপ্লে বোর্ড। কোন হাসপাতালে কত বেড খালি তা তুলে ধরতে হবে ওই ডিসপ্লে বোর্ডে।

৮) ফাঁকা পদে শীঘ্রই নিয়োগ করা হবে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানদের।

৯) রোগী ও তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ জানানোর জন্য খুলতে হবে বিশেষ সেল।

১০) রেফারেল কেসের ক্ষেত্রে চালাতে হবে বিশেষ নজরদারি।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দিনদুপুরেই ডাকাতি অ্যাপ-ক্যাব সংস্থাগুলির, মাত্র ৬.৫ কিমি দূরের গন্তব্যের ভাড়া ৪৩৬ টাকা!

মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এবার রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়কের বাড়িতে তল্লাশি ইডির

বাড়ির ৪০০ বছরের পুজোতে আজও নস্টালজিয়ায় ভাসেন মালা রায়

রাত করে বাড়ি ফেরায় বকুনি, মাকে খুনের চেষ্টার পরেও গায়ে আগুন মেয়ের

মুখ্যমন্ত্রীকে হুমকি IMA’র রাজ্য শাখার, ক্ষুব্ধ জনতা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর