এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার হাত শক্ত করছেন নবীন, বাংলাকে দিচ্ছেন বিনামূল্যের জমি

নিজস্ব প্রতিনিধি: জাতীয় স্তরের রাজনীতিতে কার্যত ২০২৪ সালের লোকসভা নির্বাচনের(General Election 2024) প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। যদিও এখনও এক বছর হাতে সময় রয়েছে। কিন্তু এক বছর আগে থেকেই কার্যত যুদ্ধের সলতে পাকাতে শুরু করে দিয়েছে সব পক্ষই। অস্বীকার করার উপায় নেই সেই লড়াইয়ে রাহুল গান্ধির(Rahul Gandhi) সাংসদ পদ খারিজ হয়ে যেতেই অনেকটাই পিছিয়ে পড়েছে জাতীয় দল কংগ্রেস(INC)। তাই এবার বিজেপির(BJP) সঙ্গে মূল লড়াই হতে চলেছে দেশের একাধিক রাজ্যের আঞ্চলিক দলগুলির অঘোষিত জোটের। সেই জোটের নেতৃত্বের আসনে আবার ক্রমশই নিজেকে আসীন করছেন বাংলার(Bengal) মুখ্যমন্ত্রী তথা অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তাঁর পাশে যে সব আঞ্চলিক দলগুলির নেতারা এসে দাঁড়াচ্ছেন তাঁদের অন্যতম ওড়িশার(Odhisa) মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের সুপ্রিমো নবীন পট্টনায়েক(Nabin Pattanayak)। এবার সেই পাশে দাঁড়ানোর হাতেগরমের প্রমাণ মিলল পুরীতে(Puri) ‘বিশ্ববাংলা ভবন’(Biswa Bangla Bhawan) তৈরির জন্য কয়েক কোটি টাকার ২ একর জমি বিনামূল্যেই বাংলাকে প্রদান করার সিদ্ধান্তের মধ্যে দিয়ে।

আরও পড়ুন চুক্তিভিত্তিক পদে ১০৮০ জন যোগ প্রশিক্ষক নিচ্ছে মমতার সরকার

নবীন পট্টনায়ক কোনওদিনই সেভাবে জাতীয় স্তরের রাজনীতি নিয়ে আগ্রহ দেখাননি। আবার কোনও দলের সঙ্গে বা নেতার সঙ্গে তাঁর খুব সখ্যতা রয়েছে বা বিরোধ রয়েছে এমনটাও দেখা যায় না। কার্যত নিজ রাজ্য আর নিজ দল নিয়েই থাকতে পছন্দ করেন নবীন। এহেন মানুষটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ এবং বৈঠক গত মাসেই জাতীয়স্তরের রাজনীতিতে সকলের নজর কেড়ে নিয়েছিল। যদিও দুই পক্ষের তরফেই তখন দাবি করা হয়েছিল রাজনীতি নিয়ে সেভাবে কোনঅম আলোচনা হয়নি। কিন্তু এখনকার ছবিটাই বলে দিচ্ছে, রাজনীতির দুই নেতানেত্রীই একে অপরের ওপর আস্থা রাখছেন। আগামী দিনে এই আস্থাই কিন্তু নরেন্দ্র মোদি, অমিত শাহ, জে পি নাড্ডাদের গাড্ডায় ফেলার জন্য বড় ভূমিকা নিয়ে নিতে পারে। বিজেপিকে ২০২৪ সালের লোকসভা যুদ্ধে হারাতে মমতার ফর্মুলাকে সমর্থন জানিয়েছেন নবীন। অর্থাৎ যে যার নিজ নিজ রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে সর্বশক্তি দিয়ে। কংগ্রেস এই সব আঞ্চলিক দলের কাছে কার্যত ব্রাত্যই। তাই মূল লড়াইটাই হতে চ্ছে বিজেপি বনাম এই আঞ্চলিক দলগুলির। বাংলার পাশাপাশি বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, দিল্লি, পঞ্জাব, ফলাফল অনেকটাই নিয়ন্ত্রণ করবেন এই আঞ্চলিক দলগুলি।

আরও পড়ুন GST আদায় বাড়ল বাংলার, যোজন দূরে Double Engine States

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাঙালির কাছে সব থেকে জনপ্রিয় পর্যটনকেন্দ্র পুরীতে Guest House তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য ইতিমধ্যেই পুরীতে ২ একরের জমি চিহ্নিতকরণ হয়েছে, মমতা গত মাসে পুরীতে গিয়ে সেই জমি নিজে পরিদর্শনও করে এসেছেন। এবার নবীন পট্টনায়কের সরকার সিদ্ধান্ত নিয়েছে কয়েক কোটি টাকার এই জমি বিনামূল্যেই তাঁরা বাংলার সরকারকে দেবেন দুই রাজ্যের মধ্যেকার সম্পর্কের বুননকে আরও জমাট করার লক্ষ্যে। এই জমিতেই গড়ে উঠবে ‘বিশ্ববাংলা ভবন’। যে এলাকায় বাংলাকে এই জমি দেওয়া হয়েছে সেখানে নতুন এয়ারপোর্ট ও টাউনশিপ তৈরি হচ্ছে। জায়গাটি New Puri নামে চিহ্নিত। এখানে একর প্রতি জমির দাম ১ কোটি টাকা। বাংলার সরকার জমির দাম দিতে রাজী থাকলেও এখন সেই অর্থ বেঁচে গেল। রাজ্য যেখানে জমি পেয়েছে সেখানকার পরিবেশ খুব মনোরম। একটি ব্রিজ হলেই সমুদ্র ও মন্দিরের সংযোগ সুগম হবে। এই ব্রিজটি বানানোর কাজ শুরু করেছে ওড়িশা সরকার। পুরী-বাংলার সম্পর্কের ইতিহাস মাথায় রেখে তৈরি হবে রাজ্যের নতুন ভবন। শতাধিক পর্যটক পুণ‌্যার্থীর সেখানে থাকার ব্যবস্থা থাকবে। তবে এইসব কিছু ছাড়িয়ে নজর কাড়ছে মমতা-নবীন সম্পর্ক।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রথম ও দ্বিতীয় দফার ভোটের স্পর্শকাতর কেন্দ্রের তালিকা প্রকাশ কমিশনের

পার্থর অফিসকে দলীয় প্রচারে কাজে লাগাচ্ছে না তৃণমূল

কলকাতার পারদ ছুঁতে পারে ৪১,দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের দাপট জারি থাকবে

দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নিয়ে বৈঠকে মুখ্যসচিব

ভরা গ্রীষ্মের দুপুরে কোচ বিভ্রাটে ধাক্কা মেট্রোর পরিষেবায়

১৪’র ভোটে হারা প্রার্থীকেই ফের অভিষেকের বিরুদ্ধে দাঁড় করাল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর