এই মুহূর্তে

মোদির নয়া চমক, Mini Vande Bharat, বাংলায় ৫টি

কৌশিক দে সরকার: দেশবাসীকে চমক দিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) চালু করছেন বন্দে ভারত এক্সপ্রেস(Vande Bharat Express)। দেশে এখনও পর্যন্ত ৮টি রুটে দৌড়াচ্ছে এই ট্রেন। তার মধ্যে আমাদের বাংলাতেও(Bengal) রয়েছে একটি রুট। কিন্তু সেই ট্রেনের সাওয়ারি হচ্ছেন কারা? কেবলমাত্র উচ্চবিত্ত ও উচ্চমধ্যবিত্তরা। শখ মেটাতেও চাপছেন কেউ কেউ। কিন্তু রেলের আধিকারিকেরা বেশ ভালই বুঝতে পারছেন এভাবে বেশিদিন এই ট্রেন চালানো লাভজনক হবে না। সেই আশঙ্কার কথা কানে গিয়েছে দেশের প্রধানমন্ত্রীরও। অগ্যতা বদল ঘটছে পরিকল্পনাতে। আমজনতার কাছে বন্দে ভারত এক্সপ্রেসকে আরও গ্রহণযোগ্য ও জনপ্রিয়ে করে তুলতে তিনি দেশে এবার চালু করতে চলেছে Mini Vande Bharat Express। মাত্র ৮টি কোচের এই নয়া ট্রেনের সিরিজের(Train Series) সব থেকে বড় লাভ হচ্ছে এর ভাড়া হবে কম এবং থামবে অনেক বেশি স্টেশনে। পাশাপাশি তা চলবে স্বল্প পাল্লার রুটে। রেল সূত্রে জানা গিয়েছে আপাতত বাংলার জন্য ৫টি রুট ভেবে রাখা হয়েছে এই Mini Vande Bharat Express চালানোর জন্য।

আরও পড়ুন আজ ঝটিকা সফরে ফের শহরে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত

এখন দেশে যে ৮টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে সেগুলি নির্মাণ করতে ১৩৪ কোটি টাকা খরচ পড়েছে গড়ে। অর্থাৎ ৮টি ১৬ কামরার বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করতে ভারত সরকারের কোষাগার থেকে ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে ১০৭২ কোটি টাকা। মোদির লক্ষ্য দেশজুড়ে মোট ৪৭৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা। সেই হিসাবে এই বিপুল সংখ্যক বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করতে দেশের কোষাগার থেকে প্রায় ৬৬ হাজার ৫০০ কোটি টাকা খরচ হয়ে যাবে। কিন্তু সেই ট্রেনের টিকিট বিক্রি করে এই বিপুল খরচ উঠে আসবে কিনা তা এখনও নিশ্চিত নন রেলের আধিকারিকেরা। তাই মোদি বিকল্প পথে হাঁটতে চান। আরও বেশি করে এই ট্রেনকে তিনি আমজনতার কাছে পৌঁছে দিতে চান। তার জেরেই Mini Vande Bharat Express-এর ভাবনা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে এই Mini Vande Bharat Express হবে ৮ কোচের। এক এক ট্রেন তৈরি করতে খরচ পড়বে ৭০ কোটি টাকা। একই সঙ্গে এই ট্রেনকে আরও বেশি করে স্টপেজ দেওয়া হবে ও তার ভাড়াও তুলনামূলক ভাবে কম থাকবে। আগামী ২-৩ মাসের মধ্যে দেশে প্রথম Mini Vande Bharat Express ট্রেন চালু হতে চলেছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন বারদীতে জ্যোতি বসুর পৈত্রিক বাড়িতে চালু হলো পর্যটন কেন্দ্র

বাংলার জন্যও ৫টি রুটে এই Mini Vande Bharat Express চালানোর কথা ভেবে রাখা হয়েছে। এই রুট গুলি হল – ১। হাওড়া – বালুরঘাট, ২। শিয়ালদা – রামপুরহাট, ৩। হাওড়া – গয়া, ৪। হাওড়া – রাঁচি এবং ৫। হাওড়া – ঝাড়সুগাদা। প্রথম ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, মালদা টাউন ও বুনিয়াদপুরে স্টপেজ দেবে। দ্বিতীয় ট্রেনটির স্টপেজ থাকবে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর ও আজিমগঞ্জ জংশনে। তৃতীয় ট্রেনটির স্টপেজ থাকবে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ও ধানবাদে। চতুর্থ ট্রেনটির স্টপেজ থাকবে খড়গপুর, ঝাড়গ্রাম, ঘাটশিলা, টাটানগর ও মুড়ি। পঞ্চম ট্রেনটি স্টপেজ থাকবে খড়গপুর, টাটানগর, চক্রধরপুর ও রাউরকেল্লায়। আশা করা হচ্ছে চলতি বছরেই অন্তত ৩টি রুটে বাংলা থেকে Mini Vande Bharat Express চালু হয়ে যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যের চাহিদা অনুযায়ীই কেরোসিন বরাদ্দ করবে কেন্দ্র, নির্দেশ হাইকোর্টের

‘বাংলাবিদ্বেষী বিজেপি বাংলার সংস্কৃতিকে উপহাস করছে’, তৃণমূলের আক্রমণে অস্বস্তিতে বিজেপি

শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা পৌঁছে যাবে ৩৭ ডিগ্রির ঘরে

পাহাড়পুরে বাড়ি ভাঙার কাজ স্থগিত ,আদালতে গেলেন বাড়ির মালিক

কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

রাজ্যে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্বে অলোক সিনহা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর