এই মুহূর্তে




কলকাতা পুরনিগমকে ৪০ কোটি টাকার Incentive দিল মোদি সরকার

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) পরিচালিত কলকাতা পুরনিগমকে(KMC) পানীয় জল সরবরাহ(Drinking Water Supply) এবং নিকাশি পরিকাঠামো উন্নয়নে(Drainage Infrastructure Development) ভালো কাজের জন্য ৪০ কোটি টাকার Incentive দিল কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। অম্রুত ২.০ প্রকল্পের(Amrut 2.0 Scheme) আওতায় পানীয় জল সরবরাহ এবং নিকাশি—উভয় বিভাগকেই ২০ কোটি করে মোট ৪০ কোটি টাকা দেওয়া হয়েছে। কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এই ৪০ কোটি  টাকা খরচ করা হবে পানীয় জল সরবরাহ এবং নিকাশি উন্নয়নের জন্য ১৮টি প্রকল্পের ক্ষেত্রে। গতকালই পুরনিগমের মেয়র পরিষদের বৈঠকে খরচের প্রস্তাবে সিলমোহর দেওয়া হয়েছে বলে খবর। অম্রুত প্রকল্পের বরাদ্দকৃত অর্থে কেন্দ্র এবং রাজ্য সরকারের নির্দিষ্ট ভাগ থাকে। তবে এই ৪০ কোটির পুরোটাই Incentive হিসেবে কলকাতা পুরনিগমকে দিয়েছে কেন্দ্র।   

আরও পড়ুন, আগামী সপ্তাহেই পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন একাধিক বৈঠকে

কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, অম্রুত প্রকল্পের আওতায় কোন বিভাগ কেমন কাজ করছে, তা কেন্দ্রীয় সরকারের পোর্টালে আপলোড করতে হয়। কলকাতা পুরনিগমের তরফে নিয়মিত সেই কাজ করা হয়। এই দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে কী কী পদক্ষেপ করা হয়েছে, তার খুঁটিনাটি তথ্য কেন্দ্রীয় সরকারি পোর্টালে তুলে দেওয়া হয় যথা সময়ে। শহরে আগে কোথায় কতটা জল জমত, এখন সেখানকার পরিস্থিতি কেমন, কোথায় পানীয় জলের কতটা সমস্যা ছিল, এখন কতটা উন্নতি হয়েছে—সবটাই খতিয়ে দেখেছে কেন্দ্র সরকারও। তার ভিত্তিতেই Incentive দেওয়ার সিদ্ধান্ত। উল্লেখ্য, ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা খাতে কেন্দ্রীয় সরকারের তরফে কলকাতা পুরনিগম ৫০০ কোটি টাকার বেশি বিশেষ বরাদ্দ পেয়েছে। এবার বাড়তি আর্থিক সহায়তা এল পানীয় জল সরবরাহ ও নিকাশি খাতে।  

আরও পড়ুন, ‘চোরমুক্ত’ পঞ্চায়েতের প্রতিশ্রুতি দিয়ে শেষে কিনা ৬৫ লক্ষের তছরুপ, নজরে শুভেন্দুর নন্দীগ্রাম

কেন্দ্রের দেওয়া এই ৪০ কোটি টাকার Incentive দিয়ে কালীঘাট অঞ্চলের একাধিক রাস্তায় জমা জলের সমস্যা মেটাতে নতুন পাইপলাইন বসানো ছাড়া আরও কিছু কাজ হবে বলেই কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে। নারকেলডাঙা মেইন রোডের ভূগর্ভস্থ নিকাশিনালার পলি তোলার কাজও করা হবে। সেই সঙ্গে গল্ফগ্রিন এবং কালীঘাট অঞ্চলের দু’টি মাঠে ভূগর্ভে জল রিচার্জের প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হবে। ভূপৃষ্ঠের জল মাটির তলায় পাঠানোর জন্য পরীক্ষামূলকভাবে এই পরিকাঠামো গড়া হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে নিকাশি বিভাগের ১১টি প্রকল্পের কাজ হবে এই টাকায়। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে ৮৮ নম্বর ওয়ার্ডে সাধু তারাচরণ রোডে একটি বুস্টার পাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। সেই সঙ্গে ওই এলাকায় মাটির নীচে জলের পাইপলাইন বসানোর কাজ হবে। রানিকুঠি ও নেতাজি নগর বুস্টার পাম্পিং স্টেশনের মধ্যে সংযোগকারী পাইপলাইন পাতা হবে এই অর্থে। জল সরবরাহ বিভাগ সব মিলিয়ে ৭টি প্রকল্প গড়ে উঠবে Incentive’র টাকায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার জন্য অতিরিক্ত লোকাল ট্রেন রবিবার চালাবে পূর্ব রেল

মহিলার স্তনে হাত দেওয়ার চেষ্টা ‘ধর্ষণ ‘না, ‘চরম যৌন নির্যাতন’ বলে অভিমত কলকাতা হাইকোর্টের

শহিদ জওয়ান ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা মুখমন্ত্রীর

ঠিক কত নম্বর পেলে পাশ? উচ্চমাধ্যমিকে সেমিস্টারের নিয়মে বড় পরিবর্তন সংসদের

৩০ এপ্রিল রাজ্যে ‘হিট-স্ট্রোক ট্রিগার ইভেন্ট’ তৈরি হবে, বিশেষ সর্তকতা জারি

মাসে মাসে টাকা পাবেন চাকরিহারা শিক্ষাকর্মীরা, বড় ঘোষণা মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর