জামিন পেলেন না নওশাদ ,আরো ১৪ দিনের জেল

Published by:
No Author

Subrata Roy

1st February 2023 6:54 pm

নিজস্ব প্রতিনিধি: জামিন পেলেন না নওশাদ সিদ্দিকী। আরো ১৫ দিন তাকে থাকতে হবে জেল হেফাজতে । বুধবার ছিল নৌকা সিদ্দিকী কে পুলিশের হেফাজত থেকে আদালতে পেশ করার দিন। বুধবার সন্ধ্যায় ব্যাঙ্কশাল কোটের বিচারক বিধায়ক নওশাদ সিদ্দিকীকে(Nausad Sidiqi) আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত রাখার নির্দেশ দেন। এর পাশাপাশি নিউমার্কেট থানায় এলাকার থেকে যে ৬ জন আইএসএফ(ISF) সমর্থককে গ্রেফতার করা হয়েছিল তাদেরও ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠায় আদালত।

নওশাদ সিদ্দিকীর মামলায় ব্যাঙ্কশাল কোর্ট- এ সবাল করতে গিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এদিন বলেন,যার বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড নেই, তাকে আটকে রাখা unconstitutional। যে মহিলা আইএসএফ এর সমর্থক বন্দি আছেন তাকে torture করা হয়েছে ১১ দিন ধরে বলে অভিযোগ করেন বিকাশবাবু । মহিলার নাম – আসমা খাতুন। তিনি বলেন,রাত ১২টার সময় মেডিকেল করা হয়েছে তার। পার্সোনাল হাইজিন মেইনটেইন করা হয়নি। মেন্টালি ও ফিজিক্যালি torture করা হয়েছে। পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ১০ দিন cell এ বন্দী করে রাখা হয়েছে। ইন্ডিয়ান আর্মির যে হাবিলদারকে গ্রেফতার করা হয়েছে। সে ভিড়ের মধ্যে পড়ে গিয়েছিল। ছুটিতে এসেছিল। এইরকম যুক্তি দেখান বিকাশবাবু। যেকোনো শর্তে জামিনের জন্য আবেদন জানানো হয়েছে বলে তিনি জানান । তার অভিযোগ, আজ অবধি কেসের কোনো progress নেই। Random arrest হয়েছে।

বাচ্চা ছেলেকেও অ্যারেস্ট করা হয়েছিল। অপরদিকে সরকারি পক্ষের আইনজীবী আদালতে জানান সরকারি সম্পতি ধ্বংস করা হয়েছে। একাধিক পুলিশ আহত হয়েছেন । সিসিটিভির ফুটেজ রয়েছে। Local video আছে। Hare street case এ 14 জন police injured… 2 jon belview তে admitted… Sergeant এর fracture আছে… 2 mobile seized করা হয়েছে বিধায়ক । আটক ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানোর আর্জি জানানো হয়েছে । তদন্তের স্বার্থে আরো চার দিনের পুলিশি হেফাজতে দাবি আবেদন জানানো হয় সরকারি আইনজীবীর পক্ষে।
কেউ যেন না হয় নওসাদ সিদ্দিকী পুলিশের হেফাজতে থাকাকালীন আরো তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ।

সরকারি আইনজীবী এদিন আদালতে জানান নওশাদ সিদ্দিকী সহ মোট ১৯ জন গ্রেপ্তার হয় ।এদের মধ্যে ১জন জুবিনাইল হওয়ার কারণে জামিন হয়। তারপর নৌসাদ সিদ্দিকী পুলিশি হেফাজতে থাকাকালীন আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাই এখন নওশাদ সিদ্দিকীর সহ মোট ২০ জন পুলিশি হেফাজতে।
Dorina ক্রসিং এর সমস্ত সিসিটিভি ফুটেজ চেকিং করার আবেদন জানানো হয়। দীর্ঘ সকল চলার পর এই মামলার রায় কিছুক্ষণের জন্য স্থগিত রাখেন বিচারক। পরে আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, থানা যে ১৫ জনকে গ্রেফতার করেছে বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ তাদের সকলকে আগামী ১৫ দিন থাকতে হবে জেল হেফাজতে। সেদিন সকাল থেকে ব্যাঙ্কশাল কোট(Banqshall Court) চত্বর ঘিরে ছিল পুলিশের কড়া নজরদারি। আইএসএফ সমর্থকরা হাতে লেখা পোস্টার নিয়ে সেখানে হাজির হয়েছিল । ছিল স্লোগানের পালাও। কিন্তু দিনের শেষে আদালতের রায় শুনে হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে তাদের।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

397
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like