এই মুহূর্তে




বিকাশ ভবনে রাতে সুপরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা নকশালপন্থীদের, দায় এড়ালেন আন্দোলনকারীরা




নিজস্ব প্রতিনিধি,সল্টলেক: চাকরিহারা শিক্ষকদের আন্দোলন ঘিরে বৃহস্পতিবার (১৫ মে) রণক্ষেত্রের চেহারা নিল বিকাশভবন। পুলিশের অভিযোগ, সকাল থেকেই চাকরিহারা আন্দোলনকারীদের ভিড়ে সামিল ছিল নকশালপন্থীরা। দিনভর বেনজির তাণ্ডব চালায়। রাত বাড়তেই বিকাশ ভবনে(Bikas Bhavan) অবরোধ তুলতে যাওয়া পুলিশের উপরে হামলা চালাতে শুরু করে। ইট-পাথর ছোড়ার পাশাপাশি বিভিন্ন ভারী বস্তু ছুড়তে শুরু করে। নকশালীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন। উল্লেখ্য আন্দোলনকারীদের নেতা মেহবুব মণ্ডল নিজেই নকশালী হিসাবে পরিচিত। 

রাতে অবরোধ তুলতে যাওয়ার পরেই আচমকা পুলিশের উপরে চড়াও হয় নকশালপন্থীরা। সেইসঙ্গে নকশালদের ট্রেড মার্ক ‘বোল বোল হাল্লা বোল’ বলে শ্লোগান তুলে পুলিশকে আক্রমণ শুরু করে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অকথ্য ভাষায় গালিগালাজও শুরু করে দেয়। তথাকথিত চাকরিহারা শিক্ষকদের ঢাল করে গুন্ডামি শুরু করে দেয়। বাজতে শুরু করে ঢাক- ঢোল- ডঙ্কা। পুলিশকর্মীরা বারংবার অনুরোধ করার পর যখন জোর করে আন্দোলনকারীদের বের করতে যায় সেই ভিড়ে এই নকশাল পন্থীরা মিশে গিয়ে পুলিশকে আক্রমণ করতে শুরু করে। পুলিশ সাইরেন বাজাতে শুরু করলে এই নকশালপন্থীরা(Naxalist) পুলিশের রেলিংগার্ড ও বাঁশের ব্যারিকেড ফেলে দেয়।

রাতভর আন্দোলন চালিয়ে যাওয়ার পরিকল্পনা নেয় এই নকশালপন্থীরা নেতারা। পুলিশের অভিযোগ,  চাকরিহারা আন্দোলনকারীদের সামনে রেখে অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে নকশালিরা। যারা কেউই চাকরিহারা আন্দোলনকারী নয়। স্রেফ উদ্দেশ্য রাজনৈতিক ফায়দাকে সামনে রেখে শাসক দলকে বিব্রত করা। রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করা। পুলিশকে ‘ভিলেন’ রূপে সমাজে প্রতিষ্ঠিত করা।

বিকাশ ভবনের গেটে দফায় দফায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় আন্দোলনকারীদের। যত রাত বাড়তে থাকে তত উত্তেজনা বাড়তে শুরু করে। কসবার ডিএ অফিসের পর ফের বিকাশ ভবনের(Bikas Bhavan) সামনে পুলিশের আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাটিতে পড়ে কাতরাতে দেখা যায় একাধিক চাকরিহারাদের। সাইরেন বাজিয়ে পুলিশ অ্যাকশন শুরু করে বলে এবং বিক্ষোভকারীদের বেধড়ক লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। 

পুলিশের তরফে জানানো হয়েছে, চাকরিহারা আন্দোলনকারীরা বিকাশ ভবনে থাকা বিভিন্ন দফতরের কর্মীরা আটকে ছিলেন। সন্ধেয় সেই কর্মীদের অবরোধমুক্ত করে বাড়ি ফেরানোর চেষ্টা করা হয়। আন্দোলনকারীদের জানানো হয়, অবরুদ্ধ কর্মীদের বাড়ি ফেরার পথ করে দেওয়া হোক। তারা সারারাত আন্দোলন চালালেও কোনও অসুবিধা নেই। কিন্তু তাতে রাজি না হয় উল্টে পুলিশের উপরে হামলা চালাতে শুরু করে। বাধ্য হয়েই পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সামান্য বলপ্রয়োগ করতে হয়।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কলকাতায় মেঘলা আকাশ, সকাল থেকেই চলছে বৃষ্টি

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

২১ জুলাইয়ের প্রোমো প্রকাশ করল তৃণমূল, মমতার সঙ্গে রয়েছে অভিষেকেরও ছবি

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬’টি জেলায় ঝড় বৃষ্টি, মঙ্গল থেকে শুরু দুর্যোগ

অমিত মালব্যকে ভুয়ো খবর ছড়ানোর অপরাধে শোকজ নোটিশ পাঠাল শিশু অধিকার সুরক্ষা কমিশন

বর্ষার শুরুতেই ডেঙ্গুর ছোবলে প্রাণ হারাল সপ্তম শ্রেণির ছাত্রী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ