নিজস্ব প্রতিনিধিঃ ডেঙ্গুর বাড়বাড়ন্তের মধ্যেই এক নতুন আতঙ্ক ‘কোভিডেঙ্গু’। কোভিড ও ডেঙ্গুর মিলিত রোগ ‘কোভিডেঙ্গু’। যাতে বড় বিপদের মুখে পড়ছেন আক্রান্তেরা। ইতিমধ্যেই সতর্ক করেছেন চিকিৎসকেরা। ফলে ফের চিন্তার ভাঁজ রাজ্যে।
চিকিৎসকেরা জানিয়েছেন, করোনার পর ডেঙ্গু হলেই সাবধান। যাদের করোনার সময় আশঙ্কাজনক পরিস্থিতি ছিল। তাঁদের ডেঙ্গুর মরশুমে ঝুঁকি অনেকটাই বেশি। অতীতে যাদের দুবার করোনা হয়েছে, তাঁদের ডেঙ্গু হলে খুব বিপজ্জনক। তাই যাদের পূর্বে করোনা হয়েছিল তাঁদের এই পরিস্থিতিতে সাবধানে থাকতে হবে।
চিকিৎসকরা আরও আনিয়েছেন যে, করোনার সময়ে যেমন আক্রান্তের রক্তে অক্সিজেনের ওঠানামা দেখা হয়েছিল। এখনও তেমন দেখা উচিত। ইতিমধ্যেই ডেঙ্গু আক্রান্ত অনেক রোগী তীব্র শ্বাসকষ্টের শিকার হয়ে মৃত্যু হয়েছে। ডেঙ্গু আক্রান্তদের ৮০ শতাংশের বেশি আগে করোনা আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন।
বেলেঘাটা আইডি হাসপাতালের প্রাক্তন উপাধক্ষ্য বা সুপার, চিকিৎসক আশিস মান্না ও চিকিৎসক কৌশিক চৌধুরী এবং কয়েকজন চিকিৎসক মিলে ডেঙ্গুর বাড়বাড়ন্তের সময় সমীক্ষা করেন। তাতে দেখা যায়, যে সমস্ত ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে, তার মধ্যে ৮০ শতাংশের বেশি করোনায় গুরুতর অসুস্থ ছিলেন৷ একই সঙ্গে আইডি হাসপাতালের চিকিৎসাধীন যে সমস্ত রোগীরা ডেঙ্গি আক্রান্ত তাঁদেরও মেডিক্যাল হিস্ট্রি তিনি খতিয়ে দেখেন৷ প্রায় ৯০ শতাংশই আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন৷