এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

প্রতিদিন দিতে হবে থানায় হাজিরা, কড়া নির্দেশ পুলিশের

নিজস্ব প্রতিনিধি: বিগত বছরের শেষ কয়েক মাস উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ব্যারাকপুর শিল্পাঞ্চল(Barracpur Industrial Area) বার বার সংবাদের শিরোনামে এসেছে নানা অপরাধমূলক ঘটনার জেরে। কখনও খুনখারাপি তো কখনও বোমাবাজি। এমনকি চুরি-ডাকাতির ঘটনাও ঘটেছে। বার বার পুলিশ কর্তাদের বদল ঘটিয়েও সেই সমস্যার সমাধান হয়নি শিল্পাঞ্চলের থানা এলাকাগুলিতে। শেষে একটু ভিন্ন পথে হাঁটা দিয়েছে এই শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট(Barracpur Police Commissionerate)। শিল্পাঞ্চলের বুকে অপরাধে লাগাম টানতে এবার এলাকার চিহ্নিত অপরাধীদের সংশ্লিষ্ট থানায় হাজিরা চালু করল কমিশনারেট। যারা দাগী অপরাধী, তাদের নিয়মিত হাজিরা(Daily Attendence in PS) দিতে হবে। তুলনায় যাদের অপরাধের বহর কম, তাদের কাউকে সপ্তাহে দু’দিন, কাউকে সপ্তাহে একদিন, আবার কাউকে মাসে একদিন করে হাজিরা দিতে হবে। কাকে কোন তারিখে আসতে হবে থানায়, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন ঝালদায় প্রশাসকের বিজ্ঞপ্তি খারিজ, নয়া নির্দেশ হাইকোর্টের

বাম জমানা থেকেই ব্যারাকপুর শিল্পনাচল কার্যত অপরাধীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। তৃণমূলের জমানায় সেই অপরাধের সংখ্যা বা বহর যে কমেছে একথা জোর দিয়ে কেউই বলতে পারবে না। বরঞ্চ বিরোধীদের অভিযোগ, অবস্থা আগের থেকেও খারাপ হয়েছে। যদিও সেই দাবি মানতে নারাজ শাসক পক্ষ। তবে অস্বীকার করার উপায় নেই ২০২২ সাল জুড়ে এই শিল্পাঞ্চল এলাকা যে সংখ্যায় খুনোখুনি, হানাহানি, বোমাবাজি, মারামারি দেখেছে তা কার্যত শিউরে ওঠার মতো। তার জেরে বার বার মুখ পুড়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসনেরও। শেষে এই অপরাধের ঘটনায় লাগাম টানতে এক অভিনব পথে হাঁটা দিয়েছে কমিশনারেট। জানা গিয়েছে, বিভিন্ন সময় অপরাধের কারণে পুলিসের খাতায় যাঁদের নাম রয়েছে, তেমন ৫০০ জনকে চিহ্নিত করে নজরদারি শুরু করেছে কমিশনারেট। প্রত্যেককেই থানায় ডেকে বলা হয়েছে, হাজিরা খাতা চালু করা হয়েছে, সেই খাতায় সই করতে হবে। তবে সবাইকে যে রোজদিন আসবেন, তা নয়। যারা দাগী অপরাধী, তাদের নিয়মিত হাজিরা দিতে হবে। তুলনায় যাদের অপরাধের বহর কম, তাদের কাউকে সপ্তাহে দু’দিন, কাউকে সপ্তাহে একদিন, আবার কাউকে মাসে একদিন করে হাজিরা দিতে হবে। কাকে কোন তারিখে আসতে হবে থানায়, তাও জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন কেন্দ্রের শর্তের চাপে বাংলায় বন্ধ ২.৮১ লক্ষ স্কিমের কাজ

এ বিষয়ে কমিশনারেটের তরফে জানানো হয়েছে, পুলিশের খাতায় নাম রয়েছে, এমন অপরাধীরা এখন প্রতিটি থানায় এসে হাজিরা দিচ্ছেন। এই হাজিরা বাধ্যতামূলক। এভাবেই অপরাধীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। আশা করা হচ্ছে, এতে অপরাধের সংখ্যা দ্রুত কমে আসবে। যাঁরা অপরাধের জগৎ ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরতে চান, তাঁদেরও স্বাগত জানানো হবে। শিল্পাঞ্চলের টিটাগড়, ভাটপাড়া, খড়দহ সহ সব থানা এলাকাতেই নজরদারি বাড়ানো হয়েছে। নজর রাখা হচ্ছে বিভিন্ন অপরাধীর গতিবিধির ওপর। তাঁরা কোথায় থাকে, কোথায় যায়, কী কাজ করে, এই সবই এখন চলে এসেছে পুলিশের আতসকাঁচের নীচে। সব মিলিয়ে ৫০০ জন অপরাধীর নাম তালিকাভুক্ত করেছে থানাগুলি। তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কোনও না কোনও সময় অভিযোগ দায়ের হয়েছে থানায়। গতবছর এই শিল্পাঞ্চলের বুকে অপরাধের বাড়বাড়ন্তের জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আইনশৃঙ্খলা নিয়ে উষ্মা প্রকাশ করায় রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য নিজে ব্যারাকপুরে গিয়ে গোটা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন কমিশনারেটের কর্তাদের সঙ্গে। তারপরেই নড়েচড়ে বসেছে কমিশনারেট। তারপরেই চালু হয়েছে এই নতুন পদ্ধতি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ক্রীড়া প্রেমীদের জন্য সুখবর, আইপিএলের দিন অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের

মেদিনীপুরে লাল ও দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা এবং ১১ জেলায় তাপপ্রবাহ জারি

‘কমিশনকে বলব বহরমপুরের ভোট যেন পিছিয়ে দেওয়া হয়’, মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির

রাজ্য খাদ্য দফতরের SI নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ হাইকোর্টের, তদন্তভার CID-কে

নয়া সুড়ঙ্গ খনন শুরু East West Metro’র, ভয়ে সিঁটিয়ে এলাকাবাসী

হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর