-273ºc,
Friday, 2nd June, 2023 9:49 pm
নিজস্ব প্রতিনিধি: কাজ চলবে শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে। শনি ও রবিবার দু’ই দিন ধরে চলবে কাজ। তাই হাওড়া ডিভিশনের হাওড়া-তারকেশ্বর রুটে বাতিল একাধিক ট্রেন। পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানানোর পাশাপাশি ২ জোড়া স্পেশ্যাল ট্রেন চালু রাখছে এই দু’দিনের জন্য। তাতে যাত্রী অসুবিধা কিছুটা হলেও লাঘব হবে।
শনি ও রবিবার সকাল সাড়ে ৭টায় তারকেশ্বর থেকে ছাড়বে একটি ট্রেন। তা সিঙ্গুরে আসবে সকাল ৮টা ১০ মিনিটে। অন্য ট্রেন সকাল ১০টায় তারকেশ্বর থেকে রওনা দেবে। সিঙ্গুর আসবে সকাল ১০টা ৪০ মিনিটে। সিঙ্গুর থেকে একটি ট্রেন তারকেশ্বরের উদ্দেশে রওনা দেবে সকাল সাড়ে ৮টা এবং অন্য ট্রেনটি একই রুটে রওনা দেবে সকাল ১১টা নাগাদ।
শনিবার
হাওড়া থেকে বাতিল থাকবে: আপ ৩৭৩৪৯, ৩৭৩৫১, ৩৭৩৭৯ লোকাল।
গোঘাট থেকে বাতিল থাকবে: ডাউন ৩৭৩৭৮ লোকাল।
রবিবার
হাওড়া থেকে বাতিল থাকবে: আপ ৩৭৩০৩, ৩৭৩০৭, ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫, ৩৭৩১৭, ৩৭৩১৯, ৩৭৩২১, ৩৭৩২৩, ৩৭৩৫৯, ৩৭৩৬১, ৩৭৩৬৩, ৩৭৩৭১, ৩৭৩৭৩, ৩৭৩৭৫ লোকাল।
শেওড়াফুলি থেকে বাতিল থাকবে: ৩৭৪১১, ৩৭৪১৫ লোকাল
তারকেশ্বর থেকে বাতিল থাকবে: ৩৭৩১৩, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, ৩৭৩২৪, ৩৭৩২৬, ৩৭৩২৮, ৩৭৩৩০, ৩৭৩৩২, ৩৭৪১২, ৩৭৪১৬ লোকাল।
আরামবাগ থেকে বাতিল থাকবে: ৩৭৩৬০, ৩৭৩৬২, ৩৭৩৬৪ লোকাল।